নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ম্যাচের মতো ভুল করতে চান না তামিম ইকবাল। টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে রান করার প্রয়োজনীয়তা বেশ অনুভব করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। কাল ম্যাচেও টপ অর্ডারের ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে থাকবেন তামিম।
প্রথম ওয়ানডেতে ৭৪ রান করতেই বাংলাদেশ টপ অর্ডারের চার ব্যাটসম্যান আউট। লিটন–মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে উদ্ধার হয় বাংলাদেশ। তবে টপ অর্ডারে ব্যাটসম্যানরা রান করলে যে কাজটা আরও সহজ হয়, সেটা তামিম ভালো করেই জানেন। আজ এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘কম রানে তিন উইকেট পড়ে যাওয়াটা দলের জন্য ভালো নয়। টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদি আরেকটু ভালো খেলি, দল হয়তো এমন অবস্থায় পড়বে না। চেষ্টা করব যে পরের ম্যাচে এমন সুযোগ এলে কাজে লাগাতে।’
তামিম প্রথম ওয়ানডে থেকে পাওয়া কিছু ইতিবাচক দিক নিয়েও বললেন। লিটনের পর শেষে দিকে আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ যেভাবে খেলেছেন, সেটি অধিনায়কের বেশ প্রশংসা পেয়েছে। বড় অবদানের পাশাপাশি এমন ছোট অবদানের কৃতিত্ব দিয়ে তামিম বলেছেন, ‘আমার কাছে ছোট ছোট অবদান খুব গুরুত্বপূর্ণ। আফিফের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আফিফ ইনিংসটা না খেললে ২৭০ (২৭৬) রান করতে পারতাম না। ৩০-৪০ রান কম হতো। মিরাজের ২২-২৩ (২৬) রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ছিল। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) আউট হওয়ার পর আরেকটি উইকেট পড়ে গেলে বিপদ হতো। এই ছোট ছোট অবদানের কৃতিত্ব দেওয়া গুরুত্বপূর্ণ।’
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ম্যাচের মতো ভুল করতে চান না তামিম ইকবাল। টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে রান করার প্রয়োজনীয়তা বেশ অনুভব করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। কাল ম্যাচেও টপ অর্ডারের ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে থাকবেন তামিম।
প্রথম ওয়ানডেতে ৭৪ রান করতেই বাংলাদেশ টপ অর্ডারের চার ব্যাটসম্যান আউট। লিটন–মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে উদ্ধার হয় বাংলাদেশ। তবে টপ অর্ডারে ব্যাটসম্যানরা রান করলে যে কাজটা আরও সহজ হয়, সেটা তামিম ভালো করেই জানেন। আজ এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘কম রানে তিন উইকেট পড়ে যাওয়াটা দলের জন্য ভালো নয়। টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদি আরেকটু ভালো খেলি, দল হয়তো এমন অবস্থায় পড়বে না। চেষ্টা করব যে পরের ম্যাচে এমন সুযোগ এলে কাজে লাগাতে।’
তামিম প্রথম ওয়ানডে থেকে পাওয়া কিছু ইতিবাচক দিক নিয়েও বললেন। লিটনের পর শেষে দিকে আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ যেভাবে খেলেছেন, সেটি অধিনায়কের বেশ প্রশংসা পেয়েছে। বড় অবদানের পাশাপাশি এমন ছোট অবদানের কৃতিত্ব দিয়ে তামিম বলেছেন, ‘আমার কাছে ছোট ছোট অবদান খুব গুরুত্বপূর্ণ। আফিফের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আফিফ ইনিংসটা না খেললে ২৭০ (২৭৬) রান করতে পারতাম না। ৩০-৪০ রান কম হতো। মিরাজের ২২-২৩ (২৬) রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ছিল। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) আউট হওয়ার পর আরেকটি উইকেট পড়ে গেলে বিপদ হতো। এই ছোট ছোট অবদানের কৃতিত্ব দেওয়া গুরুত্বপূর্ণ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫