ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার হাসিতা বোয়াগোদার ১৯১ রান। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে লঙ্কান ব্যাটার ইনিংসটি খেলেছিলেন।
চার দিন আগেই নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেন স্কাল্কভিক। এবার নিজেকে নিয়ে গেলেন সবার ওপরে। আজ হারারেতে জিম্বাবুয়ে যুবাদের বিপক্ষে ১৫৩ বলে ১৯ চার ও ৬ ছক্কায় ২১৫ রান করেন এই ওপেনার। আগের রেকর্ডটি ছিল হাসিতা বোয়াগোদার। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে ১৯১ রান করেন তিনি।
স্কাল্কভিকের ডাবল সেঞ্চুরির পর এক বল বাকি থাকতে ৩৮৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৬২ রানে ৬ উইকেট শিকার করেন তাতেন্দা চিমুগোরো। জবাবে স্বাগতিকেরা অলআউট হয় ১০৭ রানে। দুই ওপেনার ন্যাথানিয়েল হ্লাবাঙ্গানা (৩১) ও কুপাকুয়াশে মুরাদজি (৪০) ছাড়া আর কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। প্রোটিয়াদের হয়ে এনাথি কিতশিনি চারটি ও বায়ান্দা মাজোলা শিকার করেন ৩ উইকেট।
নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল একই ভেন্যুতে বাংলাদেশের যুবাদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
যুব ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ রান
ব্যাটার রান প্রতিপক্ষ সাল
জরিক ফন স্কাল্কভিক (দ. আফ্রিকা) ২১৫ জিম্বাবুয়ে ২০২৫
হাসিতা বোয়াগোদা (শ্রীলঙ্কা) ১৯১ কেনিয়া ২০১৮
জ্যাকব ভুলা (নিউজিল্যান্ড) ১৮০ কেনিয়া ২০১৮
থিও দোরোপুলাস (অস্ট্রেলিয়া) ১৭৯* ইংল্যান্ড ২০০৩
আম্বাতি রাইডু (ভারত) ১৭৭* ইংল্যান্ড ২০০২
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার হাসিতা বোয়াগোদার ১৯১ রান। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে লঙ্কান ব্যাটার ইনিংসটি খেলেছিলেন।
চার দিন আগেই নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেন স্কাল্কভিক। এবার নিজেকে নিয়ে গেলেন সবার ওপরে। আজ হারারেতে জিম্বাবুয়ে যুবাদের বিপক্ষে ১৫৩ বলে ১৯ চার ও ৬ ছক্কায় ২১৫ রান করেন এই ওপেনার। আগের রেকর্ডটি ছিল হাসিতা বোয়াগোদার। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে ১৯১ রান করেন তিনি।
স্কাল্কভিকের ডাবল সেঞ্চুরির পর এক বল বাকি থাকতে ৩৮৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৬২ রানে ৬ উইকেট শিকার করেন তাতেন্দা চিমুগোরো। জবাবে স্বাগতিকেরা অলআউট হয় ১০৭ রানে। দুই ওপেনার ন্যাথানিয়েল হ্লাবাঙ্গানা (৩১) ও কুপাকুয়াশে মুরাদজি (৪০) ছাড়া আর কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। প্রোটিয়াদের হয়ে এনাথি কিতশিনি চারটি ও বায়ান্দা মাজোলা শিকার করেন ৩ উইকেট।
নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল একই ভেন্যুতে বাংলাদেশের যুবাদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
যুব ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ রান
ব্যাটার রান প্রতিপক্ষ সাল
জরিক ফন স্কাল্কভিক (দ. আফ্রিকা) ২১৫ জিম্বাবুয়ে ২০২৫
হাসিতা বোয়াগোদা (শ্রীলঙ্কা) ১৯১ কেনিয়া ২০১৮
জ্যাকব ভুলা (নিউজিল্যান্ড) ১৮০ কেনিয়া ২০১৮
থিও দোরোপুলাস (অস্ট্রেলিয়া) ১৭৯* ইংল্যান্ড ২০০৩
আম্বাতি রাইডু (ভারত) ১৭৭* ইংল্যান্ড ২০০২
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে