এশিয়া কাপের আগে প্রস্তুতি ভালোই হয়েছে পাকিস্তানের। আফগানদের ধবলধোলাই করে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে বাবর আজমের পাকিস্তান। তবু বাবরদের নিয়ে দুশ্চিন্তা করছেন কামরান আকমল।
শ্রীলঙ্কায় গত পরশু শেষ হয়েছে পাকিস্তান-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। যার মধ্যে প্রথম ওয়ানডেতে ২০১ রান করেও ১৪২ রানে জিতেছেন বাবররা। হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদিদের বিধ্বংসী বোলিংয়ে আফগানরা গুটিয়ে যায় ৫৯ রানে। আর কলম্বোর প্রেমাদাসায় তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান জিতেছে ৫৯ রানে। পাকিস্তানের দেওয়া ২৬৯ রানের লক্ষ্যে ২০৯ রানে অলআউট হয়ে যায় আফগানরা।
সিরিজের প্রথম ও তৃতীয় ওয়ানডে এই দুই ম্যাচ নিয়ে বেশি দুশ্চিন্তা আকমলের। প্রথমে ব্যাটিং করলেও কোনোটিতেই ৩০০ করতে পারেনি পাকিস্তান। সিরিজে একবারই উদ্বোধনী জুটিতে ৫০ পেরিয়েছিল বাবরের দল। তাছাড়া ছোটোখাটো ধস তো ছিলই। এশিয়া কাপে তাই পাকিস্তানের জন্য লড়াইটা কঠিন হবে বলে মনে করছেন আকমল। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘আধুনিক যুগের ক্রিকেটে সব ব্যাটারকে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। যদি আমরা এই দলের (আফগানিস্তান) বিপক্ষে ৩০০ রান না করতে পারি তাহলে এশিয়া কাপে ভারতের বিপক্ষে কি পারব? এটা আরও কঠিন হবে। পাকিস্তানের জন্য অনুশীলনের দারুণ সুযোগ ছিল। দুটো ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বড় স্কোরের সম্ভাবনা ছিল। ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।’
দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের দেওয়া ৩০১ রানের লক্ষ্য তাড়া করে ১ উইকেটে জিতেছিল পাকিস্তান। ইমাম, বাবর টপ অর্ডারের দুই ব্যাটারই ফিফটি করেছেন। আর শেষের দিকে ৩৫ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন শাদাব খান। যার মধ্যে নাসিমের সঙ্গে নবম উইকেটে ৯ বলে ২২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন শাদাব। এই ম্যাচ নিয়েও কিঞ্চিৎ হতাশা প্রকাশ করেছেন আকমল, ‘হ্যাঁ, দ্বিতীয় ম্যাচে ৩০০ রান হয়েছে। তবে ব্যাটারদের খেলা শেষ করা উচিত ছিল। ম্যাচ জিতিয়েছে লোয়ার অর্ডার ব্যাটাররা। এটা পাকিস্তান দলের জন্য ইতিবাচক মনে হচ্ছে না।’
৩০ আগস্ট নেপালের বিপক্ষে মুলতানে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। এরপর ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবেন বাবররা। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার ফোরে। সুপার ফোরের সেরা দুই দল ১৭ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসায় ফাইনাল খেলবে।
এশিয়া কাপের আগে প্রস্তুতি ভালোই হয়েছে পাকিস্তানের। আফগানদের ধবলধোলাই করে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে বাবর আজমের পাকিস্তান। তবু বাবরদের নিয়ে দুশ্চিন্তা করছেন কামরান আকমল।
শ্রীলঙ্কায় গত পরশু শেষ হয়েছে পাকিস্তান-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। যার মধ্যে প্রথম ওয়ানডেতে ২০১ রান করেও ১৪২ রানে জিতেছেন বাবররা। হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদিদের বিধ্বংসী বোলিংয়ে আফগানরা গুটিয়ে যায় ৫৯ রানে। আর কলম্বোর প্রেমাদাসায় তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান জিতেছে ৫৯ রানে। পাকিস্তানের দেওয়া ২৬৯ রানের লক্ষ্যে ২০৯ রানে অলআউট হয়ে যায় আফগানরা।
সিরিজের প্রথম ও তৃতীয় ওয়ানডে এই দুই ম্যাচ নিয়ে বেশি দুশ্চিন্তা আকমলের। প্রথমে ব্যাটিং করলেও কোনোটিতেই ৩০০ করতে পারেনি পাকিস্তান। সিরিজে একবারই উদ্বোধনী জুটিতে ৫০ পেরিয়েছিল বাবরের দল। তাছাড়া ছোটোখাটো ধস তো ছিলই। এশিয়া কাপে তাই পাকিস্তানের জন্য লড়াইটা কঠিন হবে বলে মনে করছেন আকমল। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘আধুনিক যুগের ক্রিকেটে সব ব্যাটারকে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। যদি আমরা এই দলের (আফগানিস্তান) বিপক্ষে ৩০০ রান না করতে পারি তাহলে এশিয়া কাপে ভারতের বিপক্ষে কি পারব? এটা আরও কঠিন হবে। পাকিস্তানের জন্য অনুশীলনের দারুণ সুযোগ ছিল। দুটো ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বড় স্কোরের সম্ভাবনা ছিল। ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।’
দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের দেওয়া ৩০১ রানের লক্ষ্য তাড়া করে ১ উইকেটে জিতেছিল পাকিস্তান। ইমাম, বাবর টপ অর্ডারের দুই ব্যাটারই ফিফটি করেছেন। আর শেষের দিকে ৩৫ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন শাদাব খান। যার মধ্যে নাসিমের সঙ্গে নবম উইকেটে ৯ বলে ২২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন শাদাব। এই ম্যাচ নিয়েও কিঞ্চিৎ হতাশা প্রকাশ করেছেন আকমল, ‘হ্যাঁ, দ্বিতীয় ম্যাচে ৩০০ রান হয়েছে। তবে ব্যাটারদের খেলা শেষ করা উচিত ছিল। ম্যাচ জিতিয়েছে লোয়ার অর্ডার ব্যাটাররা। এটা পাকিস্তান দলের জন্য ইতিবাচক মনে হচ্ছে না।’
৩০ আগস্ট নেপালের বিপক্ষে মুলতানে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। এরপর ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবেন বাবররা। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার ফোরে। সুপার ফোরের সেরা দুই দল ১৭ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসায় ফাইনাল খেলবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫