দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিজেদের মধ্যে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুই দলের ম্যাচ মানেই মাঠে রোমাঞ্চকর লড়াই। আর মাঠের বাইরে দুই দলের সমর্থক ও ক্রিকেটারদের কথার লড়াই। সময় যত ঘনিয়ে আসছে ম্যাচের উত্তাপ তত বাড়ছে। ম্যাচটির উত্তাপ টের পাচ্ছেন পেসার হারিস রউফও। মেলবোর্নকে নিজের মাঠ বলে ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তানের এই পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে গতকাল ৬ রানের রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর ভারতকে এমন হুমকি দিলেন হারিস। বহু বছর ধরেই রাজনৈতিক সমস্যার প্রভাবে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না। ফলে মহাদেশীয় ও আইসিসির টুর্নামেন্টেই দুই দলকে একে অপরের বিপক্ষে লড়তে দেখা যায়। দীর্ঘদিন পর পর তাদের ম্যাচ হয় বলে সমর্থক ও ক্রিকেটারদের মধ্যে রোমাঞ্চ থাকে চরমে। এ ম্যাচ নিয়ে হারিস বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে সব সময় প্রচণ্ড চাপ থাকে। গত বিশ্বকাপে, আমি অনেক বেশি চাপে ছিলাম। তবে এশিয়া কাপের ম্যাচ দুটিতে চাপ অনুভব করিনি। কারণ, আমি জানি আমাকে সেরাটা দিতে হবে।’
ভারত-পাকিস্তানের ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। এমসিজি বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের ঘরের মাঠ। আর এই দলের হয়েই বিগ ব্যাশে খেলেন হারিস। সেদিক থেকে মাঠের কন্ডিশন সম্পর্কে ভালোই জানা তাঁর। এ জন্যই এমসিজিকে নিজের মাঠ বলে ভারতকে হুমকি দিয়েছেন তিনি। পাকিস্তানের এই পেসার বলেছেন, ‘যদি আমি সেরাটা দিতে পারি, তাহলে আমাকে খেলা তাদের সহজ হবে না। আমি খুশি যে, এবারে বিশ্বকাপের ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে। মেলবোর্ন স্টার্সের হয়ে খেলার কারণে এটি আমার ঘরের মাঠ। এখনকার কন্ডিশন সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে। আমি ইতিমধ্যে পরিকল্পনা করা শুরু করেছি ভারতের ব্যাটারদের বিপক্ষে কীভাবে বল করতে হবে।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। পাকিস্তানের একমাত্র জয়ের বিপরীতে ভারত জিতেছে ৪ বার। অন্য ম্যাচটি টাই হয়েছে। পাকিস্তানের জয়টি এসেছে সবশেষ বিশ্বকাপে।
দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিজেদের মধ্যে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুই দলের ম্যাচ মানেই মাঠে রোমাঞ্চকর লড়াই। আর মাঠের বাইরে দুই দলের সমর্থক ও ক্রিকেটারদের কথার লড়াই। সময় যত ঘনিয়ে আসছে ম্যাচের উত্তাপ তত বাড়ছে। ম্যাচটির উত্তাপ টের পাচ্ছেন পেসার হারিস রউফও। মেলবোর্নকে নিজের মাঠ বলে ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তানের এই পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে গতকাল ৬ রানের রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর ভারতকে এমন হুমকি দিলেন হারিস। বহু বছর ধরেই রাজনৈতিক সমস্যার প্রভাবে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না। ফলে মহাদেশীয় ও আইসিসির টুর্নামেন্টেই দুই দলকে একে অপরের বিপক্ষে লড়তে দেখা যায়। দীর্ঘদিন পর পর তাদের ম্যাচ হয় বলে সমর্থক ও ক্রিকেটারদের মধ্যে রোমাঞ্চ থাকে চরমে। এ ম্যাচ নিয়ে হারিস বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে সব সময় প্রচণ্ড চাপ থাকে। গত বিশ্বকাপে, আমি অনেক বেশি চাপে ছিলাম। তবে এশিয়া কাপের ম্যাচ দুটিতে চাপ অনুভব করিনি। কারণ, আমি জানি আমাকে সেরাটা দিতে হবে।’
ভারত-পাকিস্তানের ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। এমসিজি বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের ঘরের মাঠ। আর এই দলের হয়েই বিগ ব্যাশে খেলেন হারিস। সেদিক থেকে মাঠের কন্ডিশন সম্পর্কে ভালোই জানা তাঁর। এ জন্যই এমসিজিকে নিজের মাঠ বলে ভারতকে হুমকি দিয়েছেন তিনি। পাকিস্তানের এই পেসার বলেছেন, ‘যদি আমি সেরাটা দিতে পারি, তাহলে আমাকে খেলা তাদের সহজ হবে না। আমি খুশি যে, এবারে বিশ্বকাপের ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে। মেলবোর্ন স্টার্সের হয়ে খেলার কারণে এটি আমার ঘরের মাঠ। এখনকার কন্ডিশন সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে। আমি ইতিমধ্যে পরিকল্পনা করা শুরু করেছি ভারতের ব্যাটারদের বিপক্ষে কীভাবে বল করতে হবে।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। পাকিস্তানের একমাত্র জয়ের বিপরীতে ভারত জিতেছে ৪ বার। অন্য ম্যাচটি টাই হয়েছে। পাকিস্তানের জয়টি এসেছে সবশেষ বিশ্বকাপে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫