সেঞ্চুরিয়নে ভারতকে পেলেই অন্য এক লুঙ্গি এনগিডির দেখা মেলে। ৩ বছর আগে এ মাঠেই নিজের টেস্ট অভিষেকে ক্যারিয়ারসেরা বোলিং করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৬ উইকেট নিয়ে জেতান দক্ষিণ আফ্রিকাকে।
গতকাল আরেক দফা ৬ উইকেট শিকার করেছেন এনগিডি। প্রোটিয়া ফাস্ট বোলারের তোপে প্রথম ইনিংসে ২৭৮ / ৩ থেকে ৩২৭ রানে অলআউট হয়েছে ভারত। সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল (১২৩) আউট হতেই মড়ক লাগে সফরকারীদের ইনিংসে। এনগিডির সঙ্গে কাগিসো রাবাদার নিয়ন্ত্রিত বোলিংয়ে আর ৪৯ রান যোগ করতেই থেমে যান রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।
বৃষ্টির কারণে পরশু ম্যাচের দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। কাল প্রথম দিনের ৩ উইকেটে ২৭২ রান নিয়েই তৃতীয় দিন শুরু করে ভারত। তবে শুরু থেকেই টপাটপ উইকেট খোয়াতে থাকে। গতকাল মাত্র ১৫.৩ ওভার টিকতে পারে তারা।
তৃতীয় দিন শেষে তবু স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। এনগিডিকে পাল্টা জবাব দিয়েছেন মোহাম্মদ শামি। ভারতীয় পেসারের নিখুঁত বোলিংয়ে ১৯৭ রানেই শেষ স্বাগতিকেরা। পঞ্চম উইকেটে টেম্বা বাভুমা (৫২) ও কুইন্টন ডি কক (৩৪) যা একটু লড়াই করেছেন।
শামি একাই নিয়েছেন ৫ উইকেট। টেস্টে এ নিয়ে ছয়বার ‘ফাইফার’ পূরণ হয়েছে তাঁর। সঙ্গে ২০০ টেস্ট উইকেট শিকারের কীর্তিও গড়েছেন তিনি। ৫৫ টেস্ট খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি, যা ভারতীয় পেসারদের মধ্যে তৃতীয় দ্রুততম। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন শামি। সেই বোলারই কী দারুণভাবেই না ঘুরে দাঁড়ালেন!
২০০ উইকেটের ক্লাবে নাম তুলতে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে খেলতে হয়েছে ৫০ টেস্টে, জাভাগাল শ্রীনাথকে ৫৪ টেস্ট। সব মিলিয়ে ১১ তম ভারতীয় বোলার হিসাবে ২০০ উইকেট নিয়েছেন শামি। আর পেসার মধ্যে পঞ্চম। শামি, কপিল, শ্রীনাথ ছাড়া বাকি দুজন জহির খান এবং ইশান্ত শর্মা।
শামির দুরন্ত বোলিংয়ে ভারত প্রথম ইনিংসে নিয়েছে ১৩০ রানের লিড। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে মায়াঙ্ক আগারওয়ালকে হারিয়ে ১৬ রান তুলে দিন শেষ করেছে তারা। এগিয়ে আছে ১৪৬ রানে।
সেঞ্চুরিয়নে ভারতকে পেলেই অন্য এক লুঙ্গি এনগিডির দেখা মেলে। ৩ বছর আগে এ মাঠেই নিজের টেস্ট অভিষেকে ক্যারিয়ারসেরা বোলিং করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৬ উইকেট নিয়ে জেতান দক্ষিণ আফ্রিকাকে।
গতকাল আরেক দফা ৬ উইকেট শিকার করেছেন এনগিডি। প্রোটিয়া ফাস্ট বোলারের তোপে প্রথম ইনিংসে ২৭৮ / ৩ থেকে ৩২৭ রানে অলআউট হয়েছে ভারত। সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল (১২৩) আউট হতেই মড়ক লাগে সফরকারীদের ইনিংসে। এনগিডির সঙ্গে কাগিসো রাবাদার নিয়ন্ত্রিত বোলিংয়ে আর ৪৯ রান যোগ করতেই থেমে যান রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।
বৃষ্টির কারণে পরশু ম্যাচের দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। কাল প্রথম দিনের ৩ উইকেটে ২৭২ রান নিয়েই তৃতীয় দিন শুরু করে ভারত। তবে শুরু থেকেই টপাটপ উইকেট খোয়াতে থাকে। গতকাল মাত্র ১৫.৩ ওভার টিকতে পারে তারা।
তৃতীয় দিন শেষে তবু স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। এনগিডিকে পাল্টা জবাব দিয়েছেন মোহাম্মদ শামি। ভারতীয় পেসারের নিখুঁত বোলিংয়ে ১৯৭ রানেই শেষ স্বাগতিকেরা। পঞ্চম উইকেটে টেম্বা বাভুমা (৫২) ও কুইন্টন ডি কক (৩৪) যা একটু লড়াই করেছেন।
শামি একাই নিয়েছেন ৫ উইকেট। টেস্টে এ নিয়ে ছয়বার ‘ফাইফার’ পূরণ হয়েছে তাঁর। সঙ্গে ২০০ টেস্ট উইকেট শিকারের কীর্তিও গড়েছেন তিনি। ৫৫ টেস্ট খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি, যা ভারতীয় পেসারদের মধ্যে তৃতীয় দ্রুততম। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন শামি। সেই বোলারই কী দারুণভাবেই না ঘুরে দাঁড়ালেন!
২০০ উইকেটের ক্লাবে নাম তুলতে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে খেলতে হয়েছে ৫০ টেস্টে, জাভাগাল শ্রীনাথকে ৫৪ টেস্ট। সব মিলিয়ে ১১ তম ভারতীয় বোলার হিসাবে ২০০ উইকেট নিয়েছেন শামি। আর পেসার মধ্যে পঞ্চম। শামি, কপিল, শ্রীনাথ ছাড়া বাকি দুজন জহির খান এবং ইশান্ত শর্মা।
শামির দুরন্ত বোলিংয়ে ভারত প্রথম ইনিংসে নিয়েছে ১৩০ রানের লিড। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে মায়াঙ্ক আগারওয়ালকে হারিয়ে ১৬ রান তুলে দিন শেষ করেছে তারা। এগিয়ে আছে ১৪৬ রানে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫