প্যারিস অলিম্পিকের শেষ বেলায় জমে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শীর্ষে থাকার লড়াই। আগামী পরশু শেষ হবে ২০২৪ গ্রেটেস্ট শো অন আর্থ। পদকের লড়াইয়ে আজ শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে ছুঁয়ে ফেলল চীন। দুটি দেশই এ পর্যন্ত ৩০টি করে স্বর্ণ জিতেছে।
আজ ৫০০ মিটার ক্যানো ডাবল স্প্রিন্টে স্বর্ণ জেতেন চীনের জু শিজিয়াও ও সান মেনগ্যা জুটি। এতে চীনের স্বর্ণ হয়ে যায় ৩০ টি। স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে ১০৩টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র, ৭৪টি পদক চীনের। লড়াইটা মূলত স্বর্ণ দিয়েই বিবেচনা করা হয়, আরেকটি স্বর্ণ বেশি জিতলে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে তারা।
টোকিও অলিম্পিকেও ক্যানো স্প্রিন্টের এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল চীন। এবারও সেই ছন্দ অব্যাহত থাকর। প্যারিসে আজ ফাইনালে কোনো বেগ পেতে হয়নি শিজিয়াও-মেনগ্যার। আগের দিনেই গড়া ১: ৫৩.৭৩ সময়কে পেছনে ফেলে এদিন ১: ৫২.৮১ সময়েই স্বর্ণ জিতে নেন এই চাইনিজ জুটি।
কঠিন লড়াই হয়েছে রুপা নিয়ে। ইউক্রেন ও কানাডার মধ্যে কে দ্বিতীয় হয়েছে তা নির্ধারণ করার জন্য একটি ফটো ফিনিশ প্রয়োজন হয়। শেষ পর্যন্ত খুব সামান্য ব্যবধানে ইউক্রেনের লিউডমিলা লুজান ও আনাস্তাসিয়া রাইবাচোক জুটি। তাঁদের লেগেছে ১: ৫৪.৩০ সময়।
ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কানাডার স্লোয়ান ম্যাকেঞ্জি ও কেটি ভিনসেন্টে জুটিকে,১: ৫৪.৩৬ সময় লাগে তাঁদের। সর্বমোট পদক জেতায় যুক্তরাষ্ট্র, চীনের পর ৪৬টি নিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।
প্যারিস অলিম্পিকের শেষ বেলায় জমে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শীর্ষে থাকার লড়াই। আগামী পরশু শেষ হবে ২০২৪ গ্রেটেস্ট শো অন আর্থ। পদকের লড়াইয়ে আজ শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে ছুঁয়ে ফেলল চীন। দুটি দেশই এ পর্যন্ত ৩০টি করে স্বর্ণ জিতেছে।
আজ ৫০০ মিটার ক্যানো ডাবল স্প্রিন্টে স্বর্ণ জেতেন চীনের জু শিজিয়াও ও সান মেনগ্যা জুটি। এতে চীনের স্বর্ণ হয়ে যায় ৩০ টি। স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে ১০৩টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র, ৭৪টি পদক চীনের। লড়াইটা মূলত স্বর্ণ দিয়েই বিবেচনা করা হয়, আরেকটি স্বর্ণ বেশি জিতলে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে তারা।
টোকিও অলিম্পিকেও ক্যানো স্প্রিন্টের এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল চীন। এবারও সেই ছন্দ অব্যাহত থাকর। প্যারিসে আজ ফাইনালে কোনো বেগ পেতে হয়নি শিজিয়াও-মেনগ্যার। আগের দিনেই গড়া ১: ৫৩.৭৩ সময়কে পেছনে ফেলে এদিন ১: ৫২.৮১ সময়েই স্বর্ণ জিতে নেন এই চাইনিজ জুটি।
কঠিন লড়াই হয়েছে রুপা নিয়ে। ইউক্রেন ও কানাডার মধ্যে কে দ্বিতীয় হয়েছে তা নির্ধারণ করার জন্য একটি ফটো ফিনিশ প্রয়োজন হয়। শেষ পর্যন্ত খুব সামান্য ব্যবধানে ইউক্রেনের লিউডমিলা লুজান ও আনাস্তাসিয়া রাইবাচোক জুটি। তাঁদের লেগেছে ১: ৫৪.৩০ সময়।
ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কানাডার স্লোয়ান ম্যাকেঞ্জি ও কেটি ভিনসেন্টে জুটিকে,১: ৫৪.৩৬ সময় লাগে তাঁদের। সর্বমোট পদক জেতায় যুক্তরাষ্ট্র, চীনের পর ৪৬টি নিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে