চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ফরচুন বরিশাল। আজ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ১৭ রানে হারিয়েছে তারা। চতুর্থ ম্যাচে এটি দ্বিতীয় জয় বরিশালের। অন্যদিকে চতুর্থ ম্যাচে এটি খুলনার দ্বিতীয় হার।
টস হেরে আগে ব্যাটিং করে স্কোর খুব বেশি বড় করতে পারেনি বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে তারা। তবে সেটিকেও খুলনার কাছে দুর্ভেদ্য করে তোলেন বরিশালের বোলাররা। এক ওভার বাকি থাকতে ১২৪ রানে অলআউট হয় খুলনা। ৪০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে তারা। আগের দিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচসেরা আন্দ্রে ফ্লেচার ৪ রানেই আউট হয়ে যান। কোনো রান না করেই ফেরেন সৌম্য সরকার।
ইয়াসির আলী রাব্বিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আভাস দেন মুশফিকুর রহিম। দুজনের ৪৬ রানের জুটি ভাঙে ইয়াসিরের বিদায়ে (২৩)। তবে উইকেটে এসেই বরিশালের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন থিসারা পেরারা। জয়টা তখন খুলনার জন্য সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। কিন্তু ৯ বলে দুই ছক্কা আর এক চারে ১৯ রান করে পেসার শফিকুল ইসলামের বলে আউট হন এই শ্রীলঙ্কান অলরাউন্ডার।
পেরারা বিদায়ের পরই মূলত ভেঙে পড়ে খুলনার ব্যাটিং-অর্ডার। ৬ উইকেটে ১০৮ থেকে চোখের পলকে ১২৪ রানে অলআউট হয় তারা। এর আগে ক্রিস গেইলের ৪৫ রানের ইনিংস ভর করে ১৪১ রানে থামে বরিশাল। আজ ব্যাটিং-অর্ডারে পরীক্ষা চালায় দলটি। ওপেনিংয়ে উঠে আসেন গেইল। তিন থেকে সাতে নেমে যান সাকিব আল হাসান। তাতেও অবশ্য রান ভাগ্য সহায় সাকিবের। ৬ বলে ৯ রান করে পেরারার বলে আউট হয়েছেন। ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বরিশালের বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা।
চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ফরচুন বরিশাল। আজ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ১৭ রানে হারিয়েছে তারা। চতুর্থ ম্যাচে এটি দ্বিতীয় জয় বরিশালের। অন্যদিকে চতুর্থ ম্যাচে এটি খুলনার দ্বিতীয় হার।
টস হেরে আগে ব্যাটিং করে স্কোর খুব বেশি বড় করতে পারেনি বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে তারা। তবে সেটিকেও খুলনার কাছে দুর্ভেদ্য করে তোলেন বরিশালের বোলাররা। এক ওভার বাকি থাকতে ১২৪ রানে অলআউট হয় খুলনা। ৪০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে তারা। আগের দিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচসেরা আন্দ্রে ফ্লেচার ৪ রানেই আউট হয়ে যান। কোনো রান না করেই ফেরেন সৌম্য সরকার।
ইয়াসির আলী রাব্বিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আভাস দেন মুশফিকুর রহিম। দুজনের ৪৬ রানের জুটি ভাঙে ইয়াসিরের বিদায়ে (২৩)। তবে উইকেটে এসেই বরিশালের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন থিসারা পেরারা। জয়টা তখন খুলনার জন্য সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। কিন্তু ৯ বলে দুই ছক্কা আর এক চারে ১৯ রান করে পেসার শফিকুল ইসলামের বলে আউট হন এই শ্রীলঙ্কান অলরাউন্ডার।
পেরারা বিদায়ের পরই মূলত ভেঙে পড়ে খুলনার ব্যাটিং-অর্ডার। ৬ উইকেটে ১০৮ থেকে চোখের পলকে ১২৪ রানে অলআউট হয় তারা। এর আগে ক্রিস গেইলের ৪৫ রানের ইনিংস ভর করে ১৪১ রানে থামে বরিশাল। আজ ব্যাটিং-অর্ডারে পরীক্ষা চালায় দলটি। ওপেনিংয়ে উঠে আসেন গেইল। তিন থেকে সাতে নেমে যান সাকিব আল হাসান। তাতেও অবশ্য রান ভাগ্য সহায় সাকিবের। ৬ বলে ৯ রান করে পেরারার বলে আউট হয়েছেন। ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বরিশালের বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫