Ajker Patrika

ঢাকার স্টেডিয়ামে মাদকসেবী বেড়েছে, পুলিশ চেয়েছে এনএসসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার স্টেডিয়ামে মাদকসেবী বেড়েছে, পুলিশ চেয়েছে এনএসসি

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ এখনো চলমান। মাঠের খেলা না থাকায় স্টেডিয়ামকে ঘিরে মাদক কেনাবেচা এবং মাদকসেবীদের আনাগোনা বেড়ে পেয়েছে, গত কিছুদিনে এমন অভিযোগ করছেন বিভিন্ন ফেডারেশন কর্মকর্তারা। 

স্টেডিয়ামকে ঘিরে পুলিশ সদস্য বাড়াতে মতিঝিল জোনের উপকমিশনারকে (ডিসি) একটি চিঠি দিয়েছেন এনএসসির পরিচালক (প্রশাসন) শেখ হামিম হাসান। 

চিঠিতে হামিম লিখেছেন, ‘বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে, বর্ণিত স্টেডিয়ামগুলোর আশপাশে মাদক বেচাকেনা এবং মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এনএসসির আওতাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মাওলানা ভাসানী স্টেডিয়ামের আশপাশে নিয়মিত টহল পুলিশ আরও বৃদ্ধি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত