২০১৮ সালে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ডি ভিলিয়ার্স গত বছরের নভেম্বরে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন। ঠিক এর আগের মাসেই পাদপ্রদীপের আলোয় আসেন এবিডির এক উত্তরসূরি। নাম তাঁর ডিওয়াল্ড ব্রেভিস—১৮ বয়সী এই ক্রিকেটার ডি ভিলিয়ার্সকে শুধু অনুসরণ নয়; হুবহু অনুকরণ করেন।
প্রোটিয়া ক্রিকেটে ব্রেভিস তাই দ্রুতই পরিচিতি পান ‘বেবি এবি’ নামে। সেই পরিচিতি এখন বিশ্বময় হয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুবাদে। ভবিষ্যৎ তারকা তৈরির সবচেয়ে বড় মঞ্চে প্রায় সব আলো একাই কেড়ে নিয়েছেন ব্রেভিস। ৫০৬ রান করে এই তরুণই এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বাধিক ছক্কা, সবচেয়ে বেশি ফিফটি ও আউট হওয়া ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি গড়ের মালিকও ব্রেভিস।
গতকাল আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে আবার আলোচনায় ব্রেভিস। ২০ লাখ ভিত্তিমূল্য নিয়ে নিলামে উঠেছিলেন এই প্রোটিয়া ব্যাটার। নিলাম থেকে তাঁকে ৩ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ব্রেভিসকে কিনতে পেরে দারুণ উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটি।
নিলাম থেকে ব্রেভিসকে কেনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছে মুম্বাই। সেখানে লিখেছে, ‘অবিশ্বাস্য মেধাবী। ভবিষ্যৎ তারকা। বেবি এবিকে মুম্বাই ইন্ডিয়ানসের জার্সিতে দেখতে উন্মুখ হয়ে আছি।’
২০১৮ সালে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ডি ভিলিয়ার্স গত বছরের নভেম্বরে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন। ঠিক এর আগের মাসেই পাদপ্রদীপের আলোয় আসেন এবিডির এক উত্তরসূরি। নাম তাঁর ডিওয়াল্ড ব্রেভিস—১৮ বয়সী এই ক্রিকেটার ডি ভিলিয়ার্সকে শুধু অনুসরণ নয়; হুবহু অনুকরণ করেন।
প্রোটিয়া ক্রিকেটে ব্রেভিস তাই দ্রুতই পরিচিতি পান ‘বেবি এবি’ নামে। সেই পরিচিতি এখন বিশ্বময় হয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুবাদে। ভবিষ্যৎ তারকা তৈরির সবচেয়ে বড় মঞ্চে প্রায় সব আলো একাই কেড়ে নিয়েছেন ব্রেভিস। ৫০৬ রান করে এই তরুণই এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বাধিক ছক্কা, সবচেয়ে বেশি ফিফটি ও আউট হওয়া ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি গড়ের মালিকও ব্রেভিস।
গতকাল আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে আবার আলোচনায় ব্রেভিস। ২০ লাখ ভিত্তিমূল্য নিয়ে নিলামে উঠেছিলেন এই প্রোটিয়া ব্যাটার। নিলাম থেকে তাঁকে ৩ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ব্রেভিসকে কিনতে পেরে দারুণ উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটি।
নিলাম থেকে ব্রেভিসকে কেনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছে মুম্বাই। সেখানে লিখেছে, ‘অবিশ্বাস্য মেধাবী। ভবিষ্যৎ তারকা। বেবি এবিকে মুম্বাই ইন্ডিয়ানসের জার্সিতে দেখতে উন্মুখ হয়ে আছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫