নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার ধাক্কায় গতবারের প্রস্তাবিত ক্রীড়া বাজেটে কমেছিল ৩৫৬ কোটি টাকা। মহামারির ধাক্কা সামলে স্বাভাবিক নিয়মে ফিরেছে ক্রীড়াঙ্গন। সেটির ইতিবাচক প্রভাব পড়েছে বাজেটেও। ক্রীড়া খাতে আগের বছরের সংশোধিত বাজেটের চেয়ে এবার প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে ১৭ কোটি ৪৬ লাখ টাকা।
২০২১-২২ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ১২২ কোটি টাকা। তবে বছর শেষে সেই বাজেটের বাইরে বাড়তি খরচ হয়েছে ১৬৪ কোটি টাকা। সংশোধনী বাজেট মিলিয়ে গত অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেয়েছে মোট ১ হাজার ২৬৪ কোটি টাকা। সেই তুলনায় এবার প্রস্তাবিত বাজেটেই শুধু ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ১২৮২ দশমিক ৬৩ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে বেড়েছে পরিচালন ও উন্নয়ন ব্যয়ের পরিমাণও।
বাজেট বক্তৃতায় ক্রীড়া বাজেট নিয়ে অর্থমন্ত্রী গতকাল বলেছেন, ২০২১-২২ অর্থবছরে ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের ৮টি প্রকল্প চলমান রয়েছে, যার মধ্যে অন্যতম হলো উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প। পাশাপাশি দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা খেলোয়াড়দের প্রশিক্ষণ, গ্রামীণ খেলাধুলার মান উন্নয়নে কার্যক্রম গ্রহণ ও প্রতিভা অন্বেষণের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
গতবারের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় ছিল ২৮০ কোটি টাকা। এবারের অর্থবছরে ১২৬ কোটি টাকা বাড়িয়ে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪০৬ কোটি টাকা। এই অর্থ এবার খেলাধুলা আয়োজন ও খেলোয়াড়-কোচদের প্রশিক্ষণের পেছনে খরচ করতে চায় মন্ত্রণালয়, আজকের পত্রিকাকে গত পরশু সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ব্যয় বেড়েছে প্রশাসনিক খাতেও। এবারের পরিচালন ব্যয় ধরা হয়েছে ৮৭৬ কোটি টাকা।
করোনার ধাক্কায় গতবারের প্রস্তাবিত ক্রীড়া বাজেটে কমেছিল ৩৫৬ কোটি টাকা। মহামারির ধাক্কা সামলে স্বাভাবিক নিয়মে ফিরেছে ক্রীড়াঙ্গন। সেটির ইতিবাচক প্রভাব পড়েছে বাজেটেও। ক্রীড়া খাতে আগের বছরের সংশোধিত বাজেটের চেয়ে এবার প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে ১৭ কোটি ৪৬ লাখ টাকা।
২০২১-২২ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ১২২ কোটি টাকা। তবে বছর শেষে সেই বাজেটের বাইরে বাড়তি খরচ হয়েছে ১৬৪ কোটি টাকা। সংশোধনী বাজেট মিলিয়ে গত অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেয়েছে মোট ১ হাজার ২৬৪ কোটি টাকা। সেই তুলনায় এবার প্রস্তাবিত বাজেটেই শুধু ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ১২৮২ দশমিক ৬৩ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে বেড়েছে পরিচালন ও উন্নয়ন ব্যয়ের পরিমাণও।
বাজেট বক্তৃতায় ক্রীড়া বাজেট নিয়ে অর্থমন্ত্রী গতকাল বলেছেন, ২০২১-২২ অর্থবছরে ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের ৮টি প্রকল্প চলমান রয়েছে, যার মধ্যে অন্যতম হলো উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প। পাশাপাশি দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা খেলোয়াড়দের প্রশিক্ষণ, গ্রামীণ খেলাধুলার মান উন্নয়নে কার্যক্রম গ্রহণ ও প্রতিভা অন্বেষণের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
গতবারের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় ছিল ২৮০ কোটি টাকা। এবারের অর্থবছরে ১২৬ কোটি টাকা বাড়িয়ে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪০৬ কোটি টাকা। এই অর্থ এবার খেলাধুলা আয়োজন ও খেলোয়াড়-কোচদের প্রশিক্ষণের পেছনে খরচ করতে চায় মন্ত্রণালয়, আজকের পত্রিকাকে গত পরশু সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ব্যয় বেড়েছে প্রশাসনিক খাতেও। এবারের পরিচালন ব্যয় ধরা হয়েছে ৮৭৬ কোটি টাকা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫