পৃথিবীতে আঘাত হানল সৌরঝড়, যুক্তরাষ্ট্রে দেখা গেল অসাধারণ আলোকচ্ছটা
পৃথিবীতে সৌরঝড় আঘাত হানার একটি বার্তা কয়েক দিন আগে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার (এসডব্লিউপিসি)। বলা হয়েছিল, এতে কিছু অরোরা বা আলোকচ্ছটা দেখা যেতে পারে। এ ছাড়া বৈদ্যুতিক গ্রিড, নৌ চালনা কিংবা যোগাযোগব্যবস্থায় ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। সৌরঝড়টি গতকাল আঘাত হানে।