অনলাইন ডেস্ক
চাঁদে যৌথভাবে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়তে চুক্তি করেছে রাশিয়া ও চীন। এই বিদ্যুৎকেন্দ্র ব্যবহার করা হবে তাদের পরিকল্পিত ‘ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন’ বা আইএলআরএস চালাতে। দুই দেশের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যেখানে বলা হয়েছে—বিদ্যুৎকেন্দ্রটি ২০৩৬ সালের মধ্যে সম্পন্ন হবে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বোরিসভ জানান, বিদ্যুৎকেন্দ্রটি স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ মানুষের উপস্থিতি ছাড়াই নির্মাণ করা হবে। যদিও এ ধরনের কাজ কীভাবে সম্ভব হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তবে প্রযুক্তিগত দিক থেকে প্রস্তুতি ‘প্রায় সম্পূর্ণ’ বলেও জানান তিনি।
নাসা তাদের ২০২৬ সালের বাজেটের প্রস্তাবে চাঁদের কক্ষপথে ঘাঁটি তৈরির পরিকল্পনা বাতিল করতে চায় এমন খবরের পরই এই ঘোষণা সামনে এল।
গত ৮ মে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর রসকসমস এক ঘোষণায় জানায়, এই নতুন স্টেশন চাঁদে দীর্ঘমেয়াদি রোবোটিক কার্যক্রম পরিচালনার প্রযুক্তি পরীক্ষা ও মৌলিক মহাকাশ গবেষণার কাজ করবে। ভবিষ্যতে সেখানে মানুষের স্থায়ীভাবে থাকার সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে।
চীনের মহাকাশ সংস্থা এক বিবৃতিতে জানায়, চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ীভাবে গড়ে তোলা হবে এই নতুন গবেষণা কেন্দ্র, যা একটি মানববসতি-যুক্ত চন্দ্রঘাঁটি হিসেবে কাজ করবে। ইতিমধ্যে এই প্রকল্পে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে ১৭টি দেশ, যার মধ্যে রয়েছে মিসর, পাকিস্তান, ভেনেজুয়েলা, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই ঘাঁটির প্রাথমিক ভিত্তি স্থাপন করা হবে চীনের ২০২৮ সালের চাং’ই-৮ মিশনের মাধ্যমে। ওই মিশনের অংশ হিসেবেই প্রথমবার চাঁদের মাটিতে পা রাখবেন কোনো চীনা নভোচারী।
আইএলআরএসের রোডম্যাপ প্রথম প্রকাশ করা হয় ২০২১ সালের জুন মাসে। তখন চীন ও রাশিয়া ঘোষণা দেয়, ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে পাঁচটি সুপার হেভি-লিফট রকেটের মাধ্যমে রোবোটিক চন্দ্রঘাঁটির বিভিন্ন অংশ চাঁদে পাঠানো হবে।
মূল কাঠামোগুলো স্থাপন হলে চীন আরও কিছু অতিরিক্ত উপাদান উৎক্ষেপণের পরিকল্পনা করেছে, যার মাধ্যমে এই চন্দ্রঘাঁটিকে আরও কার্যকর ও বিস্তৃত করা হবে।
২০২৪ সালের এক সংবাদ সম্মেলনে চীনের গভীর মহাকাশ অনুসন্ধান প্রকল্পের প্রধান ডিজাইনার উ ইয়ানহুয়া জানান, চাঁদের কক্ষপথে ঘূর্ণমান একটি মহাকাশ স্টেশন এবং চাঁদের বিষুবরেখা ও দূর পাশের দুটি সংযোগ কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হবে ঘাঁটিটি।
এই বিস্তৃত মডেলটি মঙ্গল গ্রহে ভবিষ্যৎ মানব মিশনের ভিত্তি হিসেবে কাজ করবে এবং ২০৫০ সালের মধ্যেই এটি সম্পূর্ণ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উ ইয়ানহুয়া আরও জানান, এটি সৌরশক্তি, রেডিও আইসোটোপ এবং পারমাণবিক জেনারেটরের মাধ্যমে পরিচালিত হবে।
এতে চাঁদ-পৃথিবী সংযোগের জন্য উচ্চগতির যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে, পাশাপাশি থাকবে বিভিন্ন ধরনের চন্দ্রযান। যেমন: হপার, দূরপাল্লার মানববিহীন যান, এবং চাপযুক্ত ও চাপবিহীন মানববাহী রোভার।
এই সমঝোতা স্মারক এমন এক সময়ে স্বাক্ষরিত হলো, যখন চীনের মহাকাশ কর্মসূচিতে উচ্চাভিলাষী লক্ষ্য ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। ২০১৩ সালে চাং’ই-৩ মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে একটি রোভার অবতরণ করিয়ে চীন প্রথমবারের মতো চাঁদে তাদের উপস্থিতি নিশ্চিত করে। এরপরের মিশনগুলোতে চীন আরও রোভার পাঠায় চাঁদ ও মঙ্গলে। তারা চাঁদের কাছের এবং দূরের দিক থেকে নমুনা সংগ্রহ করে এবং চাঁদের পৃষ্ঠের বিস্তৃত মানচিত্র তৈরি করে।
চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার দৌড়ে চীনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্রের ‘আর্টেমিস’ কর্মসূচি। তবে নানা কারণে প্রকল্পটির শুরু করতে বিলম্ব হচ্ছে। আর্টেমিস থ্রি মিশনের মাধ্যমে ৫০ বছরের বেশি সময় পর নাসার নভোচারীরা আবারও চাঁদের মাটিতে পা রাখবেন বলে পরিকল্পনা রয়েছে। এই মিশনটি ২০২৭ সালে উৎক্ষেপণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, নাসার নিজস্ব পরিকল্পিত চন্দ্র ঘাঁটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। ২০২৭ সালের মধ্যেই এই স্টেশন উৎক্ষেপণের কথা থাকলেও, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ২০২৬ সালের বাজেটে এ প্রকল্প বাতিলের আহ্বান জানানো হয়েছে। অথচ ইতিমধ্যে স্টেশনটির বিভিন্ন মডিউল তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স
চাঁদে যৌথভাবে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়তে চুক্তি করেছে রাশিয়া ও চীন। এই বিদ্যুৎকেন্দ্র ব্যবহার করা হবে তাদের পরিকল্পিত ‘ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন’ বা আইএলআরএস চালাতে। দুই দেশের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যেখানে বলা হয়েছে—বিদ্যুৎকেন্দ্রটি ২০৩৬ সালের মধ্যে সম্পন্ন হবে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বোরিসভ জানান, বিদ্যুৎকেন্দ্রটি স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ মানুষের উপস্থিতি ছাড়াই নির্মাণ করা হবে। যদিও এ ধরনের কাজ কীভাবে সম্ভব হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তবে প্রযুক্তিগত দিক থেকে প্রস্তুতি ‘প্রায় সম্পূর্ণ’ বলেও জানান তিনি।
নাসা তাদের ২০২৬ সালের বাজেটের প্রস্তাবে চাঁদের কক্ষপথে ঘাঁটি তৈরির পরিকল্পনা বাতিল করতে চায় এমন খবরের পরই এই ঘোষণা সামনে এল।
গত ৮ মে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর রসকসমস এক ঘোষণায় জানায়, এই নতুন স্টেশন চাঁদে দীর্ঘমেয়াদি রোবোটিক কার্যক্রম পরিচালনার প্রযুক্তি পরীক্ষা ও মৌলিক মহাকাশ গবেষণার কাজ করবে। ভবিষ্যতে সেখানে মানুষের স্থায়ীভাবে থাকার সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে।
চীনের মহাকাশ সংস্থা এক বিবৃতিতে জানায়, চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ীভাবে গড়ে তোলা হবে এই নতুন গবেষণা কেন্দ্র, যা একটি মানববসতি-যুক্ত চন্দ্রঘাঁটি হিসেবে কাজ করবে। ইতিমধ্যে এই প্রকল্পে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে ১৭টি দেশ, যার মধ্যে রয়েছে মিসর, পাকিস্তান, ভেনেজুয়েলা, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই ঘাঁটির প্রাথমিক ভিত্তি স্থাপন করা হবে চীনের ২০২৮ সালের চাং’ই-৮ মিশনের মাধ্যমে। ওই মিশনের অংশ হিসেবেই প্রথমবার চাঁদের মাটিতে পা রাখবেন কোনো চীনা নভোচারী।
আইএলআরএসের রোডম্যাপ প্রথম প্রকাশ করা হয় ২০২১ সালের জুন মাসে। তখন চীন ও রাশিয়া ঘোষণা দেয়, ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে পাঁচটি সুপার হেভি-লিফট রকেটের মাধ্যমে রোবোটিক চন্দ্রঘাঁটির বিভিন্ন অংশ চাঁদে পাঠানো হবে।
মূল কাঠামোগুলো স্থাপন হলে চীন আরও কিছু অতিরিক্ত উপাদান উৎক্ষেপণের পরিকল্পনা করেছে, যার মাধ্যমে এই চন্দ্রঘাঁটিকে আরও কার্যকর ও বিস্তৃত করা হবে।
২০২৪ সালের এক সংবাদ সম্মেলনে চীনের গভীর মহাকাশ অনুসন্ধান প্রকল্পের প্রধান ডিজাইনার উ ইয়ানহুয়া জানান, চাঁদের কক্ষপথে ঘূর্ণমান একটি মহাকাশ স্টেশন এবং চাঁদের বিষুবরেখা ও দূর পাশের দুটি সংযোগ কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হবে ঘাঁটিটি।
এই বিস্তৃত মডেলটি মঙ্গল গ্রহে ভবিষ্যৎ মানব মিশনের ভিত্তি হিসেবে কাজ করবে এবং ২০৫০ সালের মধ্যেই এটি সম্পূর্ণ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উ ইয়ানহুয়া আরও জানান, এটি সৌরশক্তি, রেডিও আইসোটোপ এবং পারমাণবিক জেনারেটরের মাধ্যমে পরিচালিত হবে।
এতে চাঁদ-পৃথিবী সংযোগের জন্য উচ্চগতির যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে, পাশাপাশি থাকবে বিভিন্ন ধরনের চন্দ্রযান। যেমন: হপার, দূরপাল্লার মানববিহীন যান, এবং চাপযুক্ত ও চাপবিহীন মানববাহী রোভার।
এই সমঝোতা স্মারক এমন এক সময়ে স্বাক্ষরিত হলো, যখন চীনের মহাকাশ কর্মসূচিতে উচ্চাভিলাষী লক্ষ্য ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। ২০১৩ সালে চাং’ই-৩ মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে একটি রোভার অবতরণ করিয়ে চীন প্রথমবারের মতো চাঁদে তাদের উপস্থিতি নিশ্চিত করে। এরপরের মিশনগুলোতে চীন আরও রোভার পাঠায় চাঁদ ও মঙ্গলে। তারা চাঁদের কাছের এবং দূরের দিক থেকে নমুনা সংগ্রহ করে এবং চাঁদের পৃষ্ঠের বিস্তৃত মানচিত্র তৈরি করে।
চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার দৌড়ে চীনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্রের ‘আর্টেমিস’ কর্মসূচি। তবে নানা কারণে প্রকল্পটির শুরু করতে বিলম্ব হচ্ছে। আর্টেমিস থ্রি মিশনের মাধ্যমে ৫০ বছরের বেশি সময় পর নাসার নভোচারীরা আবারও চাঁদের মাটিতে পা রাখবেন বলে পরিকল্পনা রয়েছে। এই মিশনটি ২০২৭ সালে উৎক্ষেপণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, নাসার নিজস্ব পরিকল্পিত চন্দ্র ঘাঁটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। ২০২৭ সালের মধ্যেই এই স্টেশন উৎক্ষেপণের কথা থাকলেও, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ২০২৬ সালের বাজেটে এ প্রকল্প বাতিলের আহ্বান জানানো হয়েছে। অথচ ইতিমধ্যে স্টেশনটির বিভিন্ন মডিউল তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
১৮ দিন আগেনিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১৯ দিন আগেবিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
২০ দিন আগেআমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
২০ দিন আগে