মজার প্রকল্পের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিতে শিশু-কিশোরদের উৎসাহিত করতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্প তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘রকেট মেকিং ওয়ার্কশপ’। আগামী ১৮ মার্চ বেলা ১১টায় রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হবে ওয়ার্কশপটি। এতে সারা দেশ থেকে ৪ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫০ শিক্ষার্থী অংশ নেবে।
এই ওয়ার্কশপে শিশুরা মডেল রকেট বানানো শেখার পাশাপাশি রকেটের বিভিন্ন যন্ত্রাংশ সম্বন্ধে জানবে। এ ছাড়া রকেটের ইতিহাস, রকেট কীভাবে কাজ করে, সেই সঙ্গে কীভাবে গাণিতিক বিভিন্ন হিসাব-নিকেশের মাধ্যমে রকেট আকাশে উড়তে পারে—সে বিষয়ে শিশুরা এই ওয়ার্কশপের মাধ্যমে জানতে পারবে। আয়োজনটিতে শিশুরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তিন ধরনের রকেট বানাবে। এগুলো হলো—মডেল রকেট, ওয়াটার রকেট ও ভেহিকেল রকেট।
এ প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে স্পেস ইনোভেশন ক্যাম্পের ক্রু চিফ আরিফুল হাসান অপু বলেন, ‘শিশুদের মাঝে বিভিন্ন মজার প্রকল্প এবং খেলার ছলে বিজ্ঞানকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে। এই ওয়ার্কশপের মাধ্যমে তারা বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথম্যাটিকস, কম্পিউটিং, প্রবলেম সলভিং মেথড, টিমওয়ার্ক ইত্যাদি হাতে-কলমে শিখতে পারবে।’
আয়োজনটিতে সহযোগিতায় রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনটিতে অংশ নিতে ভিজিট করুন এই লিংকে।
মজার প্রকল্পের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিতে শিশু-কিশোরদের উৎসাহিত করতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্প তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘রকেট মেকিং ওয়ার্কশপ’। আগামী ১৮ মার্চ বেলা ১১টায় রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হবে ওয়ার্কশপটি। এতে সারা দেশ থেকে ৪ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫০ শিক্ষার্থী অংশ নেবে।
এই ওয়ার্কশপে শিশুরা মডেল রকেট বানানো শেখার পাশাপাশি রকেটের বিভিন্ন যন্ত্রাংশ সম্বন্ধে জানবে। এ ছাড়া রকেটের ইতিহাস, রকেট কীভাবে কাজ করে, সেই সঙ্গে কীভাবে গাণিতিক বিভিন্ন হিসাব-নিকেশের মাধ্যমে রকেট আকাশে উড়তে পারে—সে বিষয়ে শিশুরা এই ওয়ার্কশপের মাধ্যমে জানতে পারবে। আয়োজনটিতে শিশুরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তিন ধরনের রকেট বানাবে। এগুলো হলো—মডেল রকেট, ওয়াটার রকেট ও ভেহিকেল রকেট।
এ প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে স্পেস ইনোভেশন ক্যাম্পের ক্রু চিফ আরিফুল হাসান অপু বলেন, ‘শিশুদের মাঝে বিভিন্ন মজার প্রকল্প এবং খেলার ছলে বিজ্ঞানকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে। এই ওয়ার্কশপের মাধ্যমে তারা বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথম্যাটিকস, কম্পিউটিং, প্রবলেম সলভিং মেথড, টিমওয়ার্ক ইত্যাদি হাতে-কলমে শিখতে পারবে।’
আয়োজনটিতে সহযোগিতায় রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনটিতে অংশ নিতে ভিজিট করুন এই লিংকে।
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
১৯ দিন আগেনিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
২০ দিন আগেবিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
২১ দিন আগেআমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
২১ দিন আগে