সৌরজগৎপ্রেমীরা এ মাসে একটি বিরল দৃশ্য দেখার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছেন। পাঁচটি গ্রহকে সারিবদ্ধভাবে দেখতে পাবেন তাঁরা। এ মাসে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি একই সরলরেখায় আসবে বলে জানিয়েছেন জ্যোতির্বিদেরা। ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, সর্বশেষ ২০১৪ সালে এমন ঘটনা ঘটেছিল। তখন পাঁচটি গ্রহ একই রেখায় সারিবদ্ধ হয়েছিল।
এমন অভূতপূর্ব দৃশ্য আবার দেখার জন্য আপনাকে সূর্যোদয়ের আধা ঘণ্টা আগে পূর্ব আকাশের দিকে তাকাতে হবে। গত ৩ ও ৪ জুন এমন ঘটনা ঘটে গেছে। এই দুদিন শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি—এই চার গ্রহ একই রেখায় এসেছিল। বুধ গ্রহও একই রেখায় ছিল, তবে তা দিগন্তের এত নিচে ছিল যে খালি চোখে খুব একটা স্পষ্ট দেখা যায়নি।
তবে হতাশ হওয়ার কারণ নেই। জুন মাসজুড়েই পাঁচটি গ্রহ একই সরলরেখায় থাকবে। জুন মাসের দিন যত বাড়তে থাকবে, বুধ গ্রহ তত উজ্জ্বল হয়ে উঠবে। অন্য চারটি গ্রহও ক্রমশ স্পষ্ট হবে। আর সবচেয়ে স্পষ্ট দেখা যাবে জুনের ২৪ তারিখে। ওই দিন পাঁচটি গ্রহ একই সরলরেখায় খালি চোখে স্পষ্টভাবে ধরা দেবে।
মহাকাশবিষয়ক মার্কিন সাময়িকী স্কাই অ্যান্ড টেলিস্কোপ জানিয়েছে, দুই গ্রহ বা তিন গ্রহ একই রেখায় আসা মোটামুটি সাধারণ একটি ঘটনা। কিন্তু পাঁচটি গ্রহ একই রেখায় আসা একটি বিরল ঘটনা। গ্রহগুলো সূর্য থেকে তাদের দূরত্ব অনুযায়ী ক্রমে সারিবদ্ধ হবে। জুনের প্রথম দিকে এই বিরল দৃশ্য উপভোগ করা একটু কঠিন হলেও এ মাসের শেষের দিকে তা খালি চোখেই দেখা যাবে। এখন যদি কেউ দেখতে চান, তবে দুরবিনের সহায়তা নিতে হবে।
সৌরজগৎপ্রেমীরা এ মাসে একটি বিরল দৃশ্য দেখার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছেন। পাঁচটি গ্রহকে সারিবদ্ধভাবে দেখতে পাবেন তাঁরা। এ মাসে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি একই সরলরেখায় আসবে বলে জানিয়েছেন জ্যোতির্বিদেরা। ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, সর্বশেষ ২০১৪ সালে এমন ঘটনা ঘটেছিল। তখন পাঁচটি গ্রহ একই রেখায় সারিবদ্ধ হয়েছিল।
এমন অভূতপূর্ব দৃশ্য আবার দেখার জন্য আপনাকে সূর্যোদয়ের আধা ঘণ্টা আগে পূর্ব আকাশের দিকে তাকাতে হবে। গত ৩ ও ৪ জুন এমন ঘটনা ঘটে গেছে। এই দুদিন শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি—এই চার গ্রহ একই রেখায় এসেছিল। বুধ গ্রহও একই রেখায় ছিল, তবে তা দিগন্তের এত নিচে ছিল যে খালি চোখে খুব একটা স্পষ্ট দেখা যায়নি।
তবে হতাশ হওয়ার কারণ নেই। জুন মাসজুড়েই পাঁচটি গ্রহ একই সরলরেখায় থাকবে। জুন মাসের দিন যত বাড়তে থাকবে, বুধ গ্রহ তত উজ্জ্বল হয়ে উঠবে। অন্য চারটি গ্রহও ক্রমশ স্পষ্ট হবে। আর সবচেয়ে স্পষ্ট দেখা যাবে জুনের ২৪ তারিখে। ওই দিন পাঁচটি গ্রহ একই সরলরেখায় খালি চোখে স্পষ্টভাবে ধরা দেবে।
মহাকাশবিষয়ক মার্কিন সাময়িকী স্কাই অ্যান্ড টেলিস্কোপ জানিয়েছে, দুই গ্রহ বা তিন গ্রহ একই রেখায় আসা মোটামুটি সাধারণ একটি ঘটনা। কিন্তু পাঁচটি গ্রহ একই রেখায় আসা একটি বিরল ঘটনা। গ্রহগুলো সূর্য থেকে তাদের দূরত্ব অনুযায়ী ক্রমে সারিবদ্ধ হবে। জুনের প্রথম দিকে এই বিরল দৃশ্য উপভোগ করা একটু কঠিন হলেও এ মাসের শেষের দিকে তা খালি চোখেই দেখা যাবে। এখন যদি কেউ দেখতে চান, তবে দুরবিনের সহায়তা নিতে হবে।
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
১২ আগস্ট ২০২৫নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১১ আগস্ট ২০২৫বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
১০ আগস্ট ২০২৫আমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
১০ আগস্ট ২০২৫