সূর্যের পৃষ্ঠে একটি অত্যাশ্চর্য সৌর ‘জলপ্রপাত’ দেখা গেছে। গত ৯ মার্চ জ্যোতির্বিজ্ঞানী এডুয়ার্ডো শ্যাবার্গার পাউপেউর তোলা ছবিতে এই সৌর জলপ্রপাতের দেখা পাওয়া যায়। প্লাজমার তৈরি এই জলপ্রপাতের উচ্চতা প্রায় ১ লাখ হাজার কিলোমিটার বা প্রায় ৬২ হাজার মাইল। এই উচ্চতায় প্রায় ৮টি পৃথিবীর জায়গা হবে।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, এই উচ্চতা থেকে প্লাজমা আবার সূর্যের দিকে ফিরে আসায় এটিকে একটি জলপ্রপাতের মতো মনে হয়েছে।
পাউপেউ বলেন, ‘আমার কম্পিউটার স্ক্রিনে ছবিটি দেখে মনে হচ্ছিল প্লাজমার শত শত ফোয়ারা একটি প্রাচীরের নিচে ছিটকে পড়ছে। দৃশ্যটি আমাকে বাকরুদ্ধ করে দেয়।’ বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী, প্লাজমা ২২ হাজার ৩৭০ মাইল পর্যন্ত গতিতে নিচে নামছিল।
প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। মূলত কঠিন, তরল ও বায়বীয়র ছাড়া পদার্থের আরেকটি অবস্থা হলো প্লাজমা। প্লাজমা হচ্ছে আয়নিত গ্যাস যেখানে মুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক আয়নের সংখ্যা প্রায় সমান।
সূর্যের পৃষ্ঠে একটি অত্যাশ্চর্য সৌর ‘জলপ্রপাত’ দেখা গেছে। গত ৯ মার্চ জ্যোতির্বিজ্ঞানী এডুয়ার্ডো শ্যাবার্গার পাউপেউর তোলা ছবিতে এই সৌর জলপ্রপাতের দেখা পাওয়া যায়। প্লাজমার তৈরি এই জলপ্রপাতের উচ্চতা প্রায় ১ লাখ হাজার কিলোমিটার বা প্রায় ৬২ হাজার মাইল। এই উচ্চতায় প্রায় ৮টি পৃথিবীর জায়গা হবে।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, এই উচ্চতা থেকে প্লাজমা আবার সূর্যের দিকে ফিরে আসায় এটিকে একটি জলপ্রপাতের মতো মনে হয়েছে।
পাউপেউ বলেন, ‘আমার কম্পিউটার স্ক্রিনে ছবিটি দেখে মনে হচ্ছিল প্লাজমার শত শত ফোয়ারা একটি প্রাচীরের নিচে ছিটকে পড়ছে। দৃশ্যটি আমাকে বাকরুদ্ধ করে দেয়।’ বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী, প্লাজমা ২২ হাজার ৩৭০ মাইল পর্যন্ত গতিতে নিচে নামছিল।
প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। মূলত কঠিন, তরল ও বায়বীয়র ছাড়া পদার্থের আরেকটি অবস্থা হলো প্লাজমা। প্লাজমা হচ্ছে আয়নিত গ্যাস যেখানে মুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক আয়নের সংখ্যা প্রায় সমান।
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
১২ আগস্ট ২০২৫নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১১ আগস্ট ২০২৫বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
১০ আগস্ট ২০২৫আমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
১০ আগস্ট ২০২৫