নতুন কিছু শেখা ও অভিজ্ঞতা লাভের মাধ্যমে জীবনকালের নানা সময়ে বিভিন্ন স্মৃতি তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো পরিবর্তন হয় বা ঝাপসাও হয়ে যায়। সম্প্রতি এক গবেষণায় স্মৃতি ও মস্তিষ্কের সম্পর্ক নিয়ে চমকপ্রদ তথ্য জেনেছেন বিজ্ঞানীরা। ইঁদুরের ওপর গবেষণা করে জানা যায়, মস্তিষ্ক প্রতিটি স্মৃতির অন্তত তিনটি কপি সংরক্ষণ করে।
আগে বিজ্ঞানীরা মনে করতেন, যেসব কোষ স্মৃতিগুলো প্রথমে ধারণ করে, সেগুলোর পরিবর্তনের মাধ্যমে স্মৃতিগুলো পরিবর্তনযোগ্য হয় এবং মস্তিষ্কের কোষগুলো প্রতিটি স্মৃতির একটি মাত্র কপি সংরক্ষণ করে। তবে নতুন গবেষণার প্রাপ্ত তথ্যমতে, এই ধারণা সঠিক বলে মনে হচ্ছে।
বিজ্ঞানীরা ইঁদুরে গবেষণা করে দেখতে পান, মস্তিষ্ক একটি নির্দিষ্ট স্মৃতির অন্তত তিনটি কপি সংরক্ষণ করে, এটি মস্তিষ্কের বিভিন্ন স্থানে রাখা হয়। মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাসে (শেখা এবং স্মৃতির জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ) বিভিন্ন ধরনের নিউরনের গ্রুপে কপিগুলো থাকে। স্মৃতির কখন তৈরি হয়, কতক্ষণ স্থায়ী থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে কতটা পরিবর্তনশীল হয়, তা অনুযায়ী কপিগুলো আলাদা হয়।
একটি নতুন স্মৃতি সংরক্ষণ করার সময় তিনটি ভিন্ন নিউরন সেট সক্রিয় হয়। সেগুলো হলো ‘প্রাথমিক জন্মগ্রহণকারী নিউরন’, ‘মধ্যবর্তী নিউরন’ এবং ‘শেষ জন্মগ্রহণকারী নিউরন’।
গবেষণায় দেখা গেছে, কোনো নতুন স্মৃতি সংরক্ষণের সময় ইঁদুরগুলোর মস্তিষ্কের প্রথমে ‘প্রাথমিক নিউরন’ তৈরি হয়। এসব নিউরন একটি দীর্ঘমেয়াদি স্মৃতির কপি সংরক্ষণ করে, যা প্রাথমিকভাবে দুর্বল থাকে। তবে এগুলো সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী হয়ে ওঠে। এরপর আসে ‘মধ্যবর্তী নিউরন’, যা শুরু থেকেই আরও বেশি স্থিতিশীল। এই নিউরনগুলো স্মৃতিকে স্থিতিশীল এবং নির্ভরযোগ্যভাবে সংরক্ষণ করতে সাহায্য করে। আর ‘শেষ জন্মগ্রহণকারী নিউরন’ শুরু থেকেই একটি খুব শক্তিশালী স্মৃতি কপি তৈরি করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব স্মৃতি দুর্বল হতে থাকে।
ইঁদুরকে দিয়ে বিভিন্ন কাজ করানোর পর হিপ্পোক্যাম্পাসের বিভিন্ন নিউরন গ্রুপের কার্যকলাপ পর্যালোচনা করে এসব তথ্য উন্মোচন করেছেন গবেষকেরা। এই কার্যকলাপগুলোর মধ্যে ছিল ক্ষতিকর পরিস্থিতি এড়ানো শেখানো। যেমন—পরীক্ষার সময় তাদের পায়ে বৈদ্যুতিক শক দেওয়ার পর এদেরকে আবার একই পরিস্থিতির সম্মুখীন করানো হয়। এরপর ইঁদুরগুলোর আচরণ ও মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়।
সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজির সহকারী অধ্যাপক ও গবেষণার সহলেখক ফ্লাভিও ডোনাটো বলেন, বিভিন্ন সময়ে তিনটি নিউরন গ্রুপের কাজ করার পদ্ধতি থেকে জানা যাবে, মস্তিষ্ক কীভাবে স্মৃতিগুলো সময়ের সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ করে। তবে এই নিউরনগুলো কীভাবে একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া করে তা এখনো স্পষ্ট নয়।
গবেষকেরা দেখতে পেয়েছেন, প্রাথমিক জন্মগ্রহণকারী নিউরন দ্বারা সংরক্ষণ স্মৃতিগুলোর তুলনায় শেষ জন্মগ্রহণকারী নিউরনের মাধ্যমে সংরক্ষণ স্মৃতিগুলো আরও পরিবর্তনশীল ছিল। এর মাধ্যমে বোঝা যায়, স্মৃতি গঠনের শুরুতে যখন প্রাথমিক জন্মগ্রহণকারী নিউরনগুলো কার্যকর থাকে, তখন সংরক্ষণ তথ্য সময়ের সঙ্গে বেশ স্থিতিশীল থাকে। পরবর্তীকালে সংরক্ষণ স্মৃতিগুলো নতুন তথ্য দিয়ে সহজেই পরিবর্তিত হতে পারে।
ডোনাটো বলেছেন, যদি একই ঘটনা মানুষের মধ্যে ঘটে, তাহলে এই আবিষ্কার ভবিষ্যতে মানসিক রোগের নতুন থেরাপির উন্নয়নে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) রোগে মানুষ উদ্বেগজনক স্মৃতির অভিজ্ঞতা বারবার মনে করে। এ সমস্যা সমাধানে একটি ওষুধ তৈরি করা যেতে পারে, যা বিশেষভাবে শেষ জন্মগ্রহণকারী নিউরনগুলোকে সক্রিয় করবে। ফলে উদ্বেগজনক স্মৃতি ভুলে যেতে সাহায্য করবে এসব স্মৃতি।
অপর দিকে ডিমেনশিয়া রোগের জন্য মানুষের স্মৃতিলোপ পায়। তাই একধরনের ওষুধ তৈরি করা যায়, যা শুধু প্রাথমিক জন্মগ্রহণকারী নিউরনগুলো কার্যকলাপ উদ্দীপিত করতে পারে। এসব নিউরন তথ্য আরও ভালোভাবে সংরক্ষণ করতে পারবে।
সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই গবেষণা পরিচালিত করে।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স ও নিউ অ্যাটলাস
নতুন কিছু শেখা ও অভিজ্ঞতা লাভের মাধ্যমে জীবনকালের নানা সময়ে বিভিন্ন স্মৃতি তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো পরিবর্তন হয় বা ঝাপসাও হয়ে যায়। সম্প্রতি এক গবেষণায় স্মৃতি ও মস্তিষ্কের সম্পর্ক নিয়ে চমকপ্রদ তথ্য জেনেছেন বিজ্ঞানীরা। ইঁদুরের ওপর গবেষণা করে জানা যায়, মস্তিষ্ক প্রতিটি স্মৃতির অন্তত তিনটি কপি সংরক্ষণ করে।
আগে বিজ্ঞানীরা মনে করতেন, যেসব কোষ স্মৃতিগুলো প্রথমে ধারণ করে, সেগুলোর পরিবর্তনের মাধ্যমে স্মৃতিগুলো পরিবর্তনযোগ্য হয় এবং মস্তিষ্কের কোষগুলো প্রতিটি স্মৃতির একটি মাত্র কপি সংরক্ষণ করে। তবে নতুন গবেষণার প্রাপ্ত তথ্যমতে, এই ধারণা সঠিক বলে মনে হচ্ছে।
বিজ্ঞানীরা ইঁদুরে গবেষণা করে দেখতে পান, মস্তিষ্ক একটি নির্দিষ্ট স্মৃতির অন্তত তিনটি কপি সংরক্ষণ করে, এটি মস্তিষ্কের বিভিন্ন স্থানে রাখা হয়। মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাসে (শেখা এবং স্মৃতির জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ) বিভিন্ন ধরনের নিউরনের গ্রুপে কপিগুলো থাকে। স্মৃতির কখন তৈরি হয়, কতক্ষণ স্থায়ী থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে কতটা পরিবর্তনশীল হয়, তা অনুযায়ী কপিগুলো আলাদা হয়।
একটি নতুন স্মৃতি সংরক্ষণ করার সময় তিনটি ভিন্ন নিউরন সেট সক্রিয় হয়। সেগুলো হলো ‘প্রাথমিক জন্মগ্রহণকারী নিউরন’, ‘মধ্যবর্তী নিউরন’ এবং ‘শেষ জন্মগ্রহণকারী নিউরন’।
গবেষণায় দেখা গেছে, কোনো নতুন স্মৃতি সংরক্ষণের সময় ইঁদুরগুলোর মস্তিষ্কের প্রথমে ‘প্রাথমিক নিউরন’ তৈরি হয়। এসব নিউরন একটি দীর্ঘমেয়াদি স্মৃতির কপি সংরক্ষণ করে, যা প্রাথমিকভাবে দুর্বল থাকে। তবে এগুলো সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী হয়ে ওঠে। এরপর আসে ‘মধ্যবর্তী নিউরন’, যা শুরু থেকেই আরও বেশি স্থিতিশীল। এই নিউরনগুলো স্মৃতিকে স্থিতিশীল এবং নির্ভরযোগ্যভাবে সংরক্ষণ করতে সাহায্য করে। আর ‘শেষ জন্মগ্রহণকারী নিউরন’ শুরু থেকেই একটি খুব শক্তিশালী স্মৃতি কপি তৈরি করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব স্মৃতি দুর্বল হতে থাকে।
ইঁদুরকে দিয়ে বিভিন্ন কাজ করানোর পর হিপ্পোক্যাম্পাসের বিভিন্ন নিউরন গ্রুপের কার্যকলাপ পর্যালোচনা করে এসব তথ্য উন্মোচন করেছেন গবেষকেরা। এই কার্যকলাপগুলোর মধ্যে ছিল ক্ষতিকর পরিস্থিতি এড়ানো শেখানো। যেমন—পরীক্ষার সময় তাদের পায়ে বৈদ্যুতিক শক দেওয়ার পর এদেরকে আবার একই পরিস্থিতির সম্মুখীন করানো হয়। এরপর ইঁদুরগুলোর আচরণ ও মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়।
সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজির সহকারী অধ্যাপক ও গবেষণার সহলেখক ফ্লাভিও ডোনাটো বলেন, বিভিন্ন সময়ে তিনটি নিউরন গ্রুপের কাজ করার পদ্ধতি থেকে জানা যাবে, মস্তিষ্ক কীভাবে স্মৃতিগুলো সময়ের সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ করে। তবে এই নিউরনগুলো কীভাবে একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া করে তা এখনো স্পষ্ট নয়।
গবেষকেরা দেখতে পেয়েছেন, প্রাথমিক জন্মগ্রহণকারী নিউরন দ্বারা সংরক্ষণ স্মৃতিগুলোর তুলনায় শেষ জন্মগ্রহণকারী নিউরনের মাধ্যমে সংরক্ষণ স্মৃতিগুলো আরও পরিবর্তনশীল ছিল। এর মাধ্যমে বোঝা যায়, স্মৃতি গঠনের শুরুতে যখন প্রাথমিক জন্মগ্রহণকারী নিউরনগুলো কার্যকর থাকে, তখন সংরক্ষণ তথ্য সময়ের সঙ্গে বেশ স্থিতিশীল থাকে। পরবর্তীকালে সংরক্ষণ স্মৃতিগুলো নতুন তথ্য দিয়ে সহজেই পরিবর্তিত হতে পারে।
ডোনাটো বলেছেন, যদি একই ঘটনা মানুষের মধ্যে ঘটে, তাহলে এই আবিষ্কার ভবিষ্যতে মানসিক রোগের নতুন থেরাপির উন্নয়নে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) রোগে মানুষ উদ্বেগজনক স্মৃতির অভিজ্ঞতা বারবার মনে করে। এ সমস্যা সমাধানে একটি ওষুধ তৈরি করা যেতে পারে, যা বিশেষভাবে শেষ জন্মগ্রহণকারী নিউরনগুলোকে সক্রিয় করবে। ফলে উদ্বেগজনক স্মৃতি ভুলে যেতে সাহায্য করবে এসব স্মৃতি।
অপর দিকে ডিমেনশিয়া রোগের জন্য মানুষের স্মৃতিলোপ পায়। তাই একধরনের ওষুধ তৈরি করা যায়, যা শুধু প্রাথমিক জন্মগ্রহণকারী নিউরনগুলো কার্যকলাপ উদ্দীপিত করতে পারে। এসব নিউরন তথ্য আরও ভালোভাবে সংরক্ষণ করতে পারবে।
সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই গবেষণা পরিচালিত করে।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স ও নিউ অ্যাটলাস
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
১২ আগস্ট ২০২৫নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১১ আগস্ট ২০২৫বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
১০ আগস্ট ২০২৫আমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
১০ আগস্ট ২০২৫