বিজ্ঞান ডেস্ক
নিউট্রন স্টারেরা মহাকাশের অন্যতম ঘনীভূত বস্তু। এই তারকা নিয়ে সম্প্রতি গবেষণা করে বেশ কিছু নতুন তথ্য আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের একদল গবেষক । এই গবেষণা কার্যক্রমের অন্যতম গবেষক ফেবিয়ান গিটিনস।
গিটিনস বিভিন্ন নিউট্রন স্টারে থাকা পাহাড়ের আকৃতি কী ধরনের হয়ে থাকে সে বিষয়ে ধারণা দেন । এ জন্য তিনি কম্পিউটাশন্যাল মডেলিং পদ্ধতির সহযোগিতা নেন। পাশাপাশি বিভিন্ন টেলিস্কোপের ছবি বিশ্লেষণ করে থাকেন তিনি। তাঁদের গবেষণাপত্র ন্যাশনাল অ্যাস্ট্রোনমি মিটিংয়ে প্রকাশিত হয়েছে।
এই নিউট্রন স্টারগুলোতে অত্যধিক ঘনত্বের কারণে মাধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে। ন্যাশনাল অ্যাস্ট্রোনমি মিটিং-এর প্রবন্ধে গবেষক ফেবিয়ান গিটিনস উল্লেখ করেন, তাঁরা যে নিউট্রন স্টার মডেল নিয়ে কাজ করেছেন সেখানে পাহাড়গুলোর উচ্চতা খুব বেশি নয়। ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের গবেষকেরা এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য কাজ করছেন ।
আমাদের ছায়াপথে প্রায় এক বিলিয়ন নিউট্রন স্টার রয়েছে। ব্ল্যাকহোলের পরেই এই মহাবিশ্বে নিউট্রন স্টারের ঘনত্ব।সাধারণত সুপারনোভা বিস্ফোরণের পর তারকার যে অংশ রয়ে যায় সেটি নিউট্রন স্টার। নিউট্রন স্টার থেকে তীব্র আলোক রশ্মি নিঃসরিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালান গিবসন বলেন, এই গবেষণা নিউট্রন স্টার সম্পর্কে মানুষের ধারণা আরও গভীর করবে।
নিউট্রন স্টারেরা মহাকাশের অন্যতম ঘনীভূত বস্তু। এই তারকা নিয়ে সম্প্রতি গবেষণা করে বেশ কিছু নতুন তথ্য আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের একদল গবেষক । এই গবেষণা কার্যক্রমের অন্যতম গবেষক ফেবিয়ান গিটিনস।
গিটিনস বিভিন্ন নিউট্রন স্টারে থাকা পাহাড়ের আকৃতি কী ধরনের হয়ে থাকে সে বিষয়ে ধারণা দেন । এ জন্য তিনি কম্পিউটাশন্যাল মডেলিং পদ্ধতির সহযোগিতা নেন। পাশাপাশি বিভিন্ন টেলিস্কোপের ছবি বিশ্লেষণ করে থাকেন তিনি। তাঁদের গবেষণাপত্র ন্যাশনাল অ্যাস্ট্রোনমি মিটিংয়ে প্রকাশিত হয়েছে।
এই নিউট্রন স্টারগুলোতে অত্যধিক ঘনত্বের কারণে মাধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে। ন্যাশনাল অ্যাস্ট্রোনমি মিটিং-এর প্রবন্ধে গবেষক ফেবিয়ান গিটিনস উল্লেখ করেন, তাঁরা যে নিউট্রন স্টার মডেল নিয়ে কাজ করেছেন সেখানে পাহাড়গুলোর উচ্চতা খুব বেশি নয়। ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের গবেষকেরা এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য কাজ করছেন ।
আমাদের ছায়াপথে প্রায় এক বিলিয়ন নিউট্রন স্টার রয়েছে। ব্ল্যাকহোলের পরেই এই মহাবিশ্বে নিউট্রন স্টারের ঘনত্ব।সাধারণত সুপারনোভা বিস্ফোরণের পর তারকার যে অংশ রয়ে যায় সেটি নিউট্রন স্টার। নিউট্রন স্টার থেকে তীব্র আলোক রশ্মি নিঃসরিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালান গিবসন বলেন, এই গবেষণা নিউট্রন স্টার সম্পর্কে মানুষের ধারণা আরও গভীর করবে।
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
১২ আগস্ট ২০২৫নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১১ আগস্ট ২০২৫বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
১০ আগস্ট ২০২৫আমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
১০ আগস্ট ২০২৫