২০১৫ সালে বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত একটি গবেষণাপত্রের অনুমান অনুযায়ী, পৃথিবীতে গাছের সংখ্যা ৩ লাখ কোটিরও বেশি। শুধু আমাজন রেইনফরেস্টেই প্রায় ১৬ হাজার প্রজাতির ৩৯ হাজার কোটি গাছ আছে!
অন্যদিকে, মহাবিশ্বে রয়েছে কোটি কোটি গ্যালাক্সি। ধারণা করা হয়, ১০ হাজার থেকে ২০ হাজার কোটি গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে। প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে সূর্যের মতো কোটি কোটি তারকা বা নক্ষত্র।
নাসার বিশেষজ্ঞদের মতে, শুধু আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে বা আকাশগঙ্গাতেই আনুমানিক ১০ হাজার কোটি থেকে ৪০ হাজার কোটি নক্ষত্র আছে।
গ্যালাক্সি বা ছায়াপথ হচ্ছে একটি বৃহৎ সুশৃঙ্খল ব্যবস্থা, যা নক্ষত্র, আন্তনাক্ষত্রিক গ্যাস ও ধূলিকণা, প্লাজমা (পদার্থের চতুর্থ অবস্থা) এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু দ্বারা গঠিত। মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ হচ্ছে গ্যালাক্সি!
২০১৫ সালে বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত একটি গবেষণাপত্রের অনুমান অনুযায়ী, পৃথিবীতে গাছের সংখ্যা ৩ লাখ কোটিরও বেশি। শুধু আমাজন রেইনফরেস্টেই প্রায় ১৬ হাজার প্রজাতির ৩৯ হাজার কোটি গাছ আছে!
অন্যদিকে, মহাবিশ্বে রয়েছে কোটি কোটি গ্যালাক্সি। ধারণা করা হয়, ১০ হাজার থেকে ২০ হাজার কোটি গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে। প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে সূর্যের মতো কোটি কোটি তারকা বা নক্ষত্র।
নাসার বিশেষজ্ঞদের মতে, শুধু আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে বা আকাশগঙ্গাতেই আনুমানিক ১০ হাজার কোটি থেকে ৪০ হাজার কোটি নক্ষত্র আছে।
গ্যালাক্সি বা ছায়াপথ হচ্ছে একটি বৃহৎ সুশৃঙ্খল ব্যবস্থা, যা নক্ষত্র, আন্তনাক্ষত্রিক গ্যাস ও ধূলিকণা, প্লাজমা (পদার্থের চতুর্থ অবস্থা) এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু দ্বারা গঠিত। মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ হচ্ছে গ্যালাক্সি!
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
১২ আগস্ট ২০২৫নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১১ আগস্ট ২০২৫বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
১০ আগস্ট ২০২৫আমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
১০ আগস্ট ২০২৫