বিজ্ঞান ডেস্ক
ভয় হচ্ছে এমন একটি প্রতিক্রিয়া যেটি আমাদের বিপদ থেকে সতর্ক এবং রক্ষা করে। কিন্তু যখন ভয়ের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে থাকে তখন অবিরত ভয় এবং দুশ্চিন্তাজনিত জটিলতা হয়। তাই স্বাভাবিক মানুষের ভয়ের প্রতিক্রিয়া কীভাবে কমে যায় সেটি যেমন জানা দরকার আবার এটিও জানা দরকার অতিরিক্ত ভয় পেলে সেটা কমানোর জন্য কী ধরনের থেরাপি দেওয়া যেতে পারে।
মস্তিষ্কের কোথায় ভয় কাজ করে সেটি নিয়ে তথ্য জানা থাকলেও কীভাবে মস্তিষ্কে ভয়ের প্রতিক্রিয়া কমিয়ে ফেলতে হয় তা খুব একটা জানা ছিল না।
ফ্রেড্রিক মিশার ইনস্টিটিউট ইন বাসেলের গবেষক এনড্রিয়াস রুথি এবং বার্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্টেফানি কিওচ্চি গবেষণা করে দেখিয়েছেন অ্যামিগডালার নিউরোন্যাল মাইক্রোসার্কিট ভয়ের প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে। তাঁদের এই গবেষণা অতিরিক্ত ভয়ের কারণ যেমন ব্যাখ্যা করছে পাশাপাশি এ সংক্রান্ত নানা ধরনের থেরাপি বের করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে।
আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক পত্রিকা ন্যাচার কমিউনিকেশনসে এই বিজ্ঞানী দ্বয় এবং তাঁদের দলের গবেষণা তথ্য ছাপা হয়েছে। অ্যামিগডালার কার্যক্রমের গভীরে যেতে সাহায্য করবে এই গবেষণা। অ্যামিগডালার ভেতরে সুনির্দিষ্টভাবে নিউরোন্যাল মাইক্রোসার্কিট পর্যবেক্ষণ করা অবশ্যই বিশেষ অর্জন। বার্ন বিশ্ববিদ্যালয়, সুইচ ন্যাশনাল সায়েন্স ফেডারেশন এবং ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিল এই গবেষণা কার্যক্রমের অর্থায়ন সহায়তা দিয়েছে।
ভয় হচ্ছে এমন একটি প্রতিক্রিয়া যেটি আমাদের বিপদ থেকে সতর্ক এবং রক্ষা করে। কিন্তু যখন ভয়ের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে থাকে তখন অবিরত ভয় এবং দুশ্চিন্তাজনিত জটিলতা হয়। তাই স্বাভাবিক মানুষের ভয়ের প্রতিক্রিয়া কীভাবে কমে যায় সেটি যেমন জানা দরকার আবার এটিও জানা দরকার অতিরিক্ত ভয় পেলে সেটা কমানোর জন্য কী ধরনের থেরাপি দেওয়া যেতে পারে।
মস্তিষ্কের কোথায় ভয় কাজ করে সেটি নিয়ে তথ্য জানা থাকলেও কীভাবে মস্তিষ্কে ভয়ের প্রতিক্রিয়া কমিয়ে ফেলতে হয় তা খুব একটা জানা ছিল না।
ফ্রেড্রিক মিশার ইনস্টিটিউট ইন বাসেলের গবেষক এনড্রিয়াস রুথি এবং বার্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্টেফানি কিওচ্চি গবেষণা করে দেখিয়েছেন অ্যামিগডালার নিউরোন্যাল মাইক্রোসার্কিট ভয়ের প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে। তাঁদের এই গবেষণা অতিরিক্ত ভয়ের কারণ যেমন ব্যাখ্যা করছে পাশাপাশি এ সংক্রান্ত নানা ধরনের থেরাপি বের করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে।
আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক পত্রিকা ন্যাচার কমিউনিকেশনসে এই বিজ্ঞানী দ্বয় এবং তাঁদের দলের গবেষণা তথ্য ছাপা হয়েছে। অ্যামিগডালার কার্যক্রমের গভীরে যেতে সাহায্য করবে এই গবেষণা। অ্যামিগডালার ভেতরে সুনির্দিষ্টভাবে নিউরোন্যাল মাইক্রোসার্কিট পর্যবেক্ষণ করা অবশ্যই বিশেষ অর্জন। বার্ন বিশ্ববিদ্যালয়, সুইচ ন্যাশনাল সায়েন্স ফেডারেশন এবং ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিল এই গবেষণা কার্যক্রমের অর্থায়ন সহায়তা দিয়েছে।
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
১২ আগস্ট ২০২৫নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১১ আগস্ট ২০২৫বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
১০ আগস্ট ২০২৫আমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
১০ আগস্ট ২০২৫