আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাজ্যের সুইনডন শহরের কাছে একটি পুরোনো নুড়িপাথরের খনির কাছে পাওয়া গেছে বরফ যুগের পাঁচটি ম্যামথ প্রজাতির প্রাণীর জীবাশ্ম। উদ্ধার হওয়া দুটি বয়স্ক, দুটি তরুণ এবং একটি শিশু ম্যামথ প্রাকৃতিকভাবেই এখানে সংরক্ষিত ছিল।
প্রত্নতাত্ত্বিক এবং জীবাশ্মবিদেরা বলছেন, আজ থেকে ২ লাখ বছর আগে ছিল এদের বিচরণ। খনির কাছ থেকেই পাওয়া গেছে নিয়ান্ডারথালদের ব্যবহৃত কিছু যন্ত্রপাতি। ধারণা করা হচ্ছে, ১০ টন ওজনের ম্যামথের দলটি নিয়ান্ডারথালদের শিকারে পরিণত হয়েছিল। এ সাইট থেকে আরও জীবাশ্ম পাওয়া যাবে।
এগুলো গবেষণা করে ম্যামথ সম্পর্কে যেমন জানা যাবে, তেমনই জানা যাবে বরফ যুগে নিয়ান্ডারথালদের টিকে থাকার রহস্য। এ যুগ সম্পর্কে খুব কমই জানা গেছে।
যুক্তরাজ্যের সুইনডন শহরের কাছে একটি পুরোনো নুড়িপাথরের খনির কাছে পাওয়া গেছে বরফ যুগের পাঁচটি ম্যামথ প্রজাতির প্রাণীর জীবাশ্ম। উদ্ধার হওয়া দুটি বয়স্ক, দুটি তরুণ এবং একটি শিশু ম্যামথ প্রাকৃতিকভাবেই এখানে সংরক্ষিত ছিল।
প্রত্নতাত্ত্বিক এবং জীবাশ্মবিদেরা বলছেন, আজ থেকে ২ লাখ বছর আগে ছিল এদের বিচরণ। খনির কাছ থেকেই পাওয়া গেছে নিয়ান্ডারথালদের ব্যবহৃত কিছু যন্ত্রপাতি। ধারণা করা হচ্ছে, ১০ টন ওজনের ম্যামথের দলটি নিয়ান্ডারথালদের শিকারে পরিণত হয়েছিল। এ সাইট থেকে আরও জীবাশ্ম পাওয়া যাবে।
এগুলো গবেষণা করে ম্যামথ সম্পর্কে যেমন জানা যাবে, তেমনই জানা যাবে বরফ যুগে নিয়ান্ডারথালদের টিকে থাকার রহস্য। এ যুগ সম্পর্কে খুব কমই জানা গেছে।
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
২৪ দিন আগেনিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
২৫ দিন আগেবিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
১০ আগস্ট ২০২৫আমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
১০ আগস্ট ২০২৫