লেখার কাজে কলম ব্যবহার করা হয়। এই কলমের ঢাকনার শেষ প্রান্তে একটি ছোট ছিদ্র থাকে, সেটি নিশ্চয়ই খেয়াল করেছেন। এটি কিন্তু কোনো নির্মাণ ত্রুটি নয়; কলমের ঢাকনায় এই ছিদ্র যোগ করার একটি বিশেষ বৈজ্ঞানিক কারণ রয়েছে।
দুর্ঘটনাবশত কেউ কলমের ঢাকনা খেয়ে ফেললে সেই ঢাকনা শ্বাসনালিতে আটকে গিয়ে শ্বাসরোধ হতে পারে। এমনকি মৃত্যুও ঘটতে পারে। কলমের ঢাকনার ছিদ্র এসব ক্ষেত্রে মানুষের জীবন বাঁচাতে পারে। কলমের ঢাকনাতে ছিদ্র থাকলে তাঁর মধ্য দিয়ে অল্প হলেও বায়ু চলাচল করতে পারে। ফলে চিকিৎসকের কাছে গিয়ে এই ঢাকনা বের করার সময় পাওয়া যায়।
২০১৬ সালে দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদক ম্যাট পেটন বলেন, কলমের ঢাকনা খাওয়ায় শ্বাসরোধে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ১০০ মানুষ মারা যায়। বিশেষত শিশুদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি প্রকট। তাই ঢাকনায় ছিদ্র যুক্ত করে কলম প্রস্তুতকারকেরা।
পুরোনো কলম প্রস্তুতকারকদের মধ্যে বিআইসি ক্রিস্টাল কলমের ঢাকনার মাথায় একটি বড় ছিদ্র থাকে। দুর্ঘটনায় যেন কেউ দম বন্ধ হয়ে মারা না যায় সে জন্য এটি করা। এ বিষয়ে তাদের ওয়েবসাইটেও বিস্তারিত লেখা রয়েছে। আসলে ছোট শিশু থেকে বড়দের জীবন রক্ষার জন্যই কলমের ঢাকনার সঙ্গে ছিদ্র যুক্ত করা হয়।
আরেকটি বিষয় সাধারণত কেউ খেয়াল করে না, সেটি হলো, কলমের ঢাকনার মাথা যদি সিল করা থাকত তাহলে বায়ুর চাপের কারণে সহজে ঢাকনাটি লাগানো যেত না। ঢাকনায় ছিদ্র থাকার কারণে আটকানোর পর তা খোলাও যায় সহজে। তবে ঢাকনায় ছিদ্র থাকার পরও কালি শুকিয়ে না যাওয়ার কারণে হলো কলমে লিডটি মূলত বায়ু রুদ্ধই থাকে।
তথ্যসূত্র: সায়েন্স অ্যালার্ট
লেখার কাজে কলম ব্যবহার করা হয়। এই কলমের ঢাকনার শেষ প্রান্তে একটি ছোট ছিদ্র থাকে, সেটি নিশ্চয়ই খেয়াল করেছেন। এটি কিন্তু কোনো নির্মাণ ত্রুটি নয়; কলমের ঢাকনায় এই ছিদ্র যোগ করার একটি বিশেষ বৈজ্ঞানিক কারণ রয়েছে।
দুর্ঘটনাবশত কেউ কলমের ঢাকনা খেয়ে ফেললে সেই ঢাকনা শ্বাসনালিতে আটকে গিয়ে শ্বাসরোধ হতে পারে। এমনকি মৃত্যুও ঘটতে পারে। কলমের ঢাকনার ছিদ্র এসব ক্ষেত্রে মানুষের জীবন বাঁচাতে পারে। কলমের ঢাকনাতে ছিদ্র থাকলে তাঁর মধ্য দিয়ে অল্প হলেও বায়ু চলাচল করতে পারে। ফলে চিকিৎসকের কাছে গিয়ে এই ঢাকনা বের করার সময় পাওয়া যায়।
২০১৬ সালে দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদক ম্যাট পেটন বলেন, কলমের ঢাকনা খাওয়ায় শ্বাসরোধে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ১০০ মানুষ মারা যায়। বিশেষত শিশুদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি প্রকট। তাই ঢাকনায় ছিদ্র যুক্ত করে কলম প্রস্তুতকারকেরা।
পুরোনো কলম প্রস্তুতকারকদের মধ্যে বিআইসি ক্রিস্টাল কলমের ঢাকনার মাথায় একটি বড় ছিদ্র থাকে। দুর্ঘটনায় যেন কেউ দম বন্ধ হয়ে মারা না যায় সে জন্য এটি করা। এ বিষয়ে তাদের ওয়েবসাইটেও বিস্তারিত লেখা রয়েছে। আসলে ছোট শিশু থেকে বড়দের জীবন রক্ষার জন্যই কলমের ঢাকনার সঙ্গে ছিদ্র যুক্ত করা হয়।
আরেকটি বিষয় সাধারণত কেউ খেয়াল করে না, সেটি হলো, কলমের ঢাকনার মাথা যদি সিল করা থাকত তাহলে বায়ুর চাপের কারণে সহজে ঢাকনাটি লাগানো যেত না। ঢাকনায় ছিদ্র থাকার কারণে আটকানোর পর তা খোলাও যায় সহজে। তবে ঢাকনায় ছিদ্র থাকার পরও কালি শুকিয়ে না যাওয়ার কারণে হলো কলমে লিডটি মূলত বায়ু রুদ্ধই থাকে।
তথ্যসূত্র: সায়েন্স অ্যালার্ট
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
১৮ দিন আগেনিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১৯ দিন আগেবিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
২০ দিন আগেআমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
২০ দিন আগে