এএফপি, বেইজিং
মহাকাশ পর্যটনের অংশ হিসেবে দুটি বাণিজ্যিক টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে একটি চীনা প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার তারা জানিয়েছে, ২০২৭ সালের একটি বাণিজ্যিক স্পেসফ্লাইটের জন্যই টিকিট দুটি বিক্রি শুরু হবে।
ডিপ ব্লু অ্যারোস্পেস নামের প্রতিষ্ঠানটি বলছে, দেড় মিলিয়ন ইউয়ান বা ২ লাখ ১১ হাজার ডলারের টিকিটের বিনিময়ে এই সুযোগ পাবেন আগ্রহীরা। একটি সাবঅরবিটাল ফ্লাইটের আসনে কয়েক মিনিটের জন্যশূন্য মাধ্যাকর্ষণ অনুভব করবেন তাঁরা।
এক লাইভ স্ট্রিম শপিং ইভেন্টে কোম্পানির প্রতিষ্ঠাতা হুও লিয়াং স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে টিকিট বিক্রির কার্যক্রম শুরুর ঘোষণা দেন। প্রতিষ্ঠানটির উইচ্যাট অ্যাকাউন্টেও একই ঘোষণা দেওয়া হয়েছে। তবে বুকিংয়ের জন্য গ্রাহকদের অবশ্যই ৫০ হাজার ইউয়ান জমা দিতে হবে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের একাধিক কোম্পানি দেশটির বাণিজ্যিক মহাকাশ খাতে প্রবেশ করেছে। এর মধ্যে ডিপ ব্লু অ্যারোস্পেসকে এই সেক্টরের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। বেইজিংয়ের প্রত্যাশা, একসময় ইলন মাস্কের স্পেসএক্সের মতো কোম্পানির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এটি।
২০২৭ সালের মিশনটি হবে সাবঅরবিটাল, অর্থাৎ যাত্রীরা মহাকাশে পৌঁছাবে কিন্তু কক্ষপথে যাবে না। এটি প্রায় ১২ মিনিটের জন্য মহাকাশে থাকবে।
এর আগে গত মে মাসে সিএএস স্পেস নামের একটি প্রতিষ্ঠান ঘোষণা দেয়, তারা ২০২৮ সালে চীনে মহাকাশ পর্যটন ফ্লাইট চালু করবে।
উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি ক্রু মিশন এবং একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা রয়েছে চীনের।
মহাকাশ পর্যটনের অংশ হিসেবে দুটি বাণিজ্যিক টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে একটি চীনা প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার তারা জানিয়েছে, ২০২৭ সালের একটি বাণিজ্যিক স্পেসফ্লাইটের জন্যই টিকিট দুটি বিক্রি শুরু হবে।
ডিপ ব্লু অ্যারোস্পেস নামের প্রতিষ্ঠানটি বলছে, দেড় মিলিয়ন ইউয়ান বা ২ লাখ ১১ হাজার ডলারের টিকিটের বিনিময়ে এই সুযোগ পাবেন আগ্রহীরা। একটি সাবঅরবিটাল ফ্লাইটের আসনে কয়েক মিনিটের জন্যশূন্য মাধ্যাকর্ষণ অনুভব করবেন তাঁরা।
এক লাইভ স্ট্রিম শপিং ইভেন্টে কোম্পানির প্রতিষ্ঠাতা হুও লিয়াং স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে টিকিট বিক্রির কার্যক্রম শুরুর ঘোষণা দেন। প্রতিষ্ঠানটির উইচ্যাট অ্যাকাউন্টেও একই ঘোষণা দেওয়া হয়েছে। তবে বুকিংয়ের জন্য গ্রাহকদের অবশ্যই ৫০ হাজার ইউয়ান জমা দিতে হবে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের একাধিক কোম্পানি দেশটির বাণিজ্যিক মহাকাশ খাতে প্রবেশ করেছে। এর মধ্যে ডিপ ব্লু অ্যারোস্পেসকে এই সেক্টরের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। বেইজিংয়ের প্রত্যাশা, একসময় ইলন মাস্কের স্পেসএক্সের মতো কোম্পানির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এটি।
২০২৭ সালের মিশনটি হবে সাবঅরবিটাল, অর্থাৎ যাত্রীরা মহাকাশে পৌঁছাবে কিন্তু কক্ষপথে যাবে না। এটি প্রায় ১২ মিনিটের জন্য মহাকাশে থাকবে।
এর আগে গত মে মাসে সিএএস স্পেস নামের একটি প্রতিষ্ঠান ঘোষণা দেয়, তারা ২০২৮ সালে চীনে মহাকাশ পর্যটন ফ্লাইট চালু করবে।
উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি ক্রু মিশন এবং একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা রয়েছে চীনের।
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
১২ আগস্ট ২০২৫নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১১ আগস্ট ২০২৫বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
১০ আগস্ট ২০২৫আমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
১০ আগস্ট ২০২৫