চোখের ভ্রু বিভিন্ন আকার, আকৃতি ও রঙের হয়ে থাকে। চেহারার সৌন্দর্যবর্ধনই কিন্তু ভ্রুর একমাত্র কাজ নয়। চোখের সুরক্ষায় ভ্রুর রয়েছে বহুমাত্রিক কাজ।
অন্যান্য ইন্দ্রিয়ের তুলনায় মানুষ চোখের ওপর বেশি নির্ভরশীল। ভ্রু বৃষ্টির পানি ও ঘাম থেকে চোখকে সুরক্ষা দেয়। এটি না থাকলে চোখে পানি ঢুকে দৃষ্টি ঘোলা হয়ে যেত। কিছু ক্ষেত্রে ভ্রু ধুলাবালু ও সূর্যের তীব্র রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয়। তাই বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে মানুষ দেহের বেশির ভাগ লোম হারালেও চোখের পাপড়ি ও ভ্রু রয়ে গেছে।
কমিউনিকেশন বা ভাব প্রকাশেও ভ্রুর ভূমিকা রয়েছে। মুখের অভিব্যক্তি মানুষের মনের আবেগ ও অনুভূতি প্রকাশ করে। আর অভিব্যক্তিকে অতিরঞ্জিত করে ভ্রু। মানুষের আনন্দ, দুঃখ ও বিস্ময়ের মতো বিষয়গুলো ভ্রুর নড়াচড়া দেখে বোঝা যায়। অনেক সময় কোনো শব্দ ব্যবহার না করেও ভ্রু নাচিয়ে অনেক কিছু বলে দেওয়া যায়। কার্টুন চরিত্রেও চোখের ওপরে বিভিন্ন ধরনের ভ্রু আঁকার মাধ্যমে রাগ, ক্ষোভ ও অভিভূত হওয়ার মতো অভিব্যক্তি প্রকাশ করা যায়।
বিভিন্ন গবেষণায় দেখা যায়, চোখের চেয়ে ভ্রু দেখে মানুষ পরিচিত ব্যক্তিকে সহজে চিনতে পারে।
অনেক সময় বয়স বৃদ্ধি, ক্যানসার বা অন্য কোনো রোগের কারণে ভ্রু ঝরে যেতে পারে।
চোখের ভ্রু বিভিন্ন আকার, আকৃতি ও রঙের হয়ে থাকে। চেহারার সৌন্দর্যবর্ধনই কিন্তু ভ্রুর একমাত্র কাজ নয়। চোখের সুরক্ষায় ভ্রুর রয়েছে বহুমাত্রিক কাজ।
অন্যান্য ইন্দ্রিয়ের তুলনায় মানুষ চোখের ওপর বেশি নির্ভরশীল। ভ্রু বৃষ্টির পানি ও ঘাম থেকে চোখকে সুরক্ষা দেয়। এটি না থাকলে চোখে পানি ঢুকে দৃষ্টি ঘোলা হয়ে যেত। কিছু ক্ষেত্রে ভ্রু ধুলাবালু ও সূর্যের তীব্র রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয়। তাই বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে মানুষ দেহের বেশির ভাগ লোম হারালেও চোখের পাপড়ি ও ভ্রু রয়ে গেছে।
কমিউনিকেশন বা ভাব প্রকাশেও ভ্রুর ভূমিকা রয়েছে। মুখের অভিব্যক্তি মানুষের মনের আবেগ ও অনুভূতি প্রকাশ করে। আর অভিব্যক্তিকে অতিরঞ্জিত করে ভ্রু। মানুষের আনন্দ, দুঃখ ও বিস্ময়ের মতো বিষয়গুলো ভ্রুর নড়াচড়া দেখে বোঝা যায়। অনেক সময় কোনো শব্দ ব্যবহার না করেও ভ্রু নাচিয়ে অনেক কিছু বলে দেওয়া যায়। কার্টুন চরিত্রেও চোখের ওপরে বিভিন্ন ধরনের ভ্রু আঁকার মাধ্যমে রাগ, ক্ষোভ ও অভিভূত হওয়ার মতো অভিব্যক্তি প্রকাশ করা যায়।
বিভিন্ন গবেষণায় দেখা যায়, চোখের চেয়ে ভ্রু দেখে মানুষ পরিচিত ব্যক্তিকে সহজে চিনতে পারে।
অনেক সময় বয়স বৃদ্ধি, ক্যানসার বা অন্য কোনো রোগের কারণে ভ্রু ঝরে যেতে পারে।
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
২২ দিন আগেনিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
২৩ দিন আগেবিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
২৪ দিন আগেআমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
২৪ দিন আগে