নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাঁকা চোখে ‘নিশা’ এমনি এমনি লাগে না কিন্তু। তার জন্য শরীরের ভেতরে স্নায়ুতে স্নায়ুতে চলে ব্যাপক কর্মকাণ্ড। সেসব অবশ্য চোখে দেখা যায় না। কিন্তু তার ছাপ পড়ে চোখে, শরীরের অভিব্যক্তিতে, চলাফেরায় কিংবা কথাবার্তায়। এই যে চোখে চোখ রাখতে গিয়ে আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, সেটা কেন হচ্ছে? কিংবা একটা ফুল অথবা একটি চকলেট উপহার দিতে গিয়ে হাতে হাত ছুঁয়ে যেতেই যে শিহরণ খেলে গেল শরীরে, সেটাই-বা কেন হচ্ছে? এগুলো বিজ্ঞানের বিষয়। এর নাম ভালোবাসার বিজ্ঞান।
গবেষকেরা দেখেছেন যে মানুষের মস্তিষ্ক প্রেমে পড়ার ক্ষেত্রে কোনো মানুষ কিছু বিষয় বিবেচনা করে। তার মধ্যে ৫৫ শতাংশ হলো বাহ্যিক রূপ, ৩৮ শতাংশ কণ্ঠস্বর ও কথা বলার ভঙ্গি এবং মাত্র ৭ শতাংশ তাদের মূল বক্তব্য শোনে।
প্রেমের তিনটি স্তর থাকে বলে জানান গবেষকেরা। এর প্রথম স্তর হলো ভালোবাসার ইচ্ছা। যখন কাউকে ভালো লাগে তখন তাকে ভালোবাসার ইচ্ছে থেকে ছেলেদের ক্ষেত্রে টেসটোসটেরন ও মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়। তারপর তৈরি হয় আকর্ষণ। এটি ভালোবাসার ক্ষেত্রে দ্বিতীয় স্তর।
কাউকে দীর্ঘদিন ধরে ভালো লাগার ফলে তার প্রতি একধরনের আকর্ষণ সৃষ্টি হয়। এই স্তরের সঙ্গে তিনটি নিউরোট্রান্সমিটার জড়িত— এড্রিনালিন, ডোপামিন ও সেরাটোনিন। এই তিনটি স্নায়ুকোষে স্নায়ুকোষে সংকেত দেয়। বুঝতে পারছেন নিশ্চয়ই। এর পরেই এড্রিনালিন তার কাজ শুরু করে। এটি ভালোবাসার ক্ষেত্রে তৃতীয় স্তর।
পছন্দের বা প্রিয় মানুষটিকে দেখলেই যে আপনার কপালে চিকচিকে ঘাম দেখা দেয়, হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় ও গলা শুকিয়ে আসে, তার জন্য দায়ী হলো এড্রিনালিন। প্রেমে পড়ার প্রাথমিক পর্যায়ে এড্রিনালিন গ্রন্থি ও কর্টিসলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। সে জন্যই এই ঘটনাগুলো ঘটে। এর পরেই কাজে নামে ডোপামিন। এই রাসায়নিক পদার্থটি ব্যক্তির মধ্যে ‘পাওয়ার’ আকাঙ্ক্ষা তৈরি করে। ডোপামিনের নিঃসরণ বেশি হলে শক্তি বাড়ে, ঘুম ও খাওয়ার চাহিদা কমে যায় ও মনোযোগ বাড়ে। কী? সত্যি করে বলুন তো এসব লক্ষণ দেখা দেয়নি আপনার মধ্যে? জানি জানি, লজ্জায় লাল হয়ে যাচ্ছেন। থাক বলতে হবে না। তবে শেষ স্তরের কথাটা শোনেননি। সেটা সেরাটোনিনের খেলা। সেরাটোনিন নামে এই হরমোনটিই নির্ধারণ করে কেন ও কখন আপনি প্রেমে পড়বেন!
এই মুহূর্তে আপনি যাঁর সঙ্গে কোনো পার্কে ঘুরে বেড়াচ্ছেন, ফুচকা খেতে গেছেন কিংবা কোনো রেস্তোরাঁর আলো-আঁধারিতে বসে আছেন, তাঁর জন্য এই সেরাটোনিনকে ধন্যবাদ দিন। কফি, চকলেট বা আইসক্রিমে দু চুমুক বা দু কামড় বেশি বসিয়ে তাঁকে ধন্যবাদ দিন।
এখানেই কিন্তু রসায়নের খেলা শেষ নয়। আরও আছে। প্রেমের সফল পরিণতি বলে যে বিষয়টি আছে, তার জন্যও কাজ করে রসায়ন। দীর্ঘদিন একসঙ্গে ঘোরাঘুরি, ওঠাবসা, বিভিন্নভাবে একে অপরের সান্নিধ্যে থাকার পর দুজন মানুষ একে অপরের প্রতি আনুগত্য প্রকাশ করে বা পরস্পরের প্রতি আত্মসমর্পণ করে। এ সময়টাতেই দুজন মানুষ ঘর বাঁধে। অক্সিটোসিন ও ভ্যাসোপ্রেসিন নামের দুটি হরমোন ঘরবাঁধার কাজে সহায়তা করে সক্রিয়ভাবে।
বাঁকা চোখে ‘নিশা’ এমনি এমনি লাগে না কিন্তু। তার জন্য শরীরের ভেতরে স্নায়ুতে স্নায়ুতে চলে ব্যাপক কর্মকাণ্ড। সেসব অবশ্য চোখে দেখা যায় না। কিন্তু তার ছাপ পড়ে চোখে, শরীরের অভিব্যক্তিতে, চলাফেরায় কিংবা কথাবার্তায়। এই যে চোখে চোখ রাখতে গিয়ে আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, সেটা কেন হচ্ছে? কিংবা একটা ফুল অথবা একটি চকলেট উপহার দিতে গিয়ে হাতে হাত ছুঁয়ে যেতেই যে শিহরণ খেলে গেল শরীরে, সেটাই-বা কেন হচ্ছে? এগুলো বিজ্ঞানের বিষয়। এর নাম ভালোবাসার বিজ্ঞান।
গবেষকেরা দেখেছেন যে মানুষের মস্তিষ্ক প্রেমে পড়ার ক্ষেত্রে কোনো মানুষ কিছু বিষয় বিবেচনা করে। তার মধ্যে ৫৫ শতাংশ হলো বাহ্যিক রূপ, ৩৮ শতাংশ কণ্ঠস্বর ও কথা বলার ভঙ্গি এবং মাত্র ৭ শতাংশ তাদের মূল বক্তব্য শোনে।
প্রেমের তিনটি স্তর থাকে বলে জানান গবেষকেরা। এর প্রথম স্তর হলো ভালোবাসার ইচ্ছা। যখন কাউকে ভালো লাগে তখন তাকে ভালোবাসার ইচ্ছে থেকে ছেলেদের ক্ষেত্রে টেসটোসটেরন ও মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়। তারপর তৈরি হয় আকর্ষণ। এটি ভালোবাসার ক্ষেত্রে দ্বিতীয় স্তর।
কাউকে দীর্ঘদিন ধরে ভালো লাগার ফলে তার প্রতি একধরনের আকর্ষণ সৃষ্টি হয়। এই স্তরের সঙ্গে তিনটি নিউরোট্রান্সমিটার জড়িত— এড্রিনালিন, ডোপামিন ও সেরাটোনিন। এই তিনটি স্নায়ুকোষে স্নায়ুকোষে সংকেত দেয়। বুঝতে পারছেন নিশ্চয়ই। এর পরেই এড্রিনালিন তার কাজ শুরু করে। এটি ভালোবাসার ক্ষেত্রে তৃতীয় স্তর।
পছন্দের বা প্রিয় মানুষটিকে দেখলেই যে আপনার কপালে চিকচিকে ঘাম দেখা দেয়, হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় ও গলা শুকিয়ে আসে, তার জন্য দায়ী হলো এড্রিনালিন। প্রেমে পড়ার প্রাথমিক পর্যায়ে এড্রিনালিন গ্রন্থি ও কর্টিসলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। সে জন্যই এই ঘটনাগুলো ঘটে। এর পরেই কাজে নামে ডোপামিন। এই রাসায়নিক পদার্থটি ব্যক্তির মধ্যে ‘পাওয়ার’ আকাঙ্ক্ষা তৈরি করে। ডোপামিনের নিঃসরণ বেশি হলে শক্তি বাড়ে, ঘুম ও খাওয়ার চাহিদা কমে যায় ও মনোযোগ বাড়ে। কী? সত্যি করে বলুন তো এসব লক্ষণ দেখা দেয়নি আপনার মধ্যে? জানি জানি, লজ্জায় লাল হয়ে যাচ্ছেন। থাক বলতে হবে না। তবে শেষ স্তরের কথাটা শোনেননি। সেটা সেরাটোনিনের খেলা। সেরাটোনিন নামে এই হরমোনটিই নির্ধারণ করে কেন ও কখন আপনি প্রেমে পড়বেন!
এই মুহূর্তে আপনি যাঁর সঙ্গে কোনো পার্কে ঘুরে বেড়াচ্ছেন, ফুচকা খেতে গেছেন কিংবা কোনো রেস্তোরাঁর আলো-আঁধারিতে বসে আছেন, তাঁর জন্য এই সেরাটোনিনকে ধন্যবাদ দিন। কফি, চকলেট বা আইসক্রিমে দু চুমুক বা দু কামড় বেশি বসিয়ে তাঁকে ধন্যবাদ দিন।
এখানেই কিন্তু রসায়নের খেলা শেষ নয়। আরও আছে। প্রেমের সফল পরিণতি বলে যে বিষয়টি আছে, তার জন্যও কাজ করে রসায়ন। দীর্ঘদিন একসঙ্গে ঘোরাঘুরি, ওঠাবসা, বিভিন্নভাবে একে অপরের সান্নিধ্যে থাকার পর দুজন মানুষ একে অপরের প্রতি আনুগত্য প্রকাশ করে বা পরস্পরের প্রতি আত্মসমর্পণ করে। এ সময়টাতেই দুজন মানুষ ঘর বাঁধে। অক্সিটোসিন ও ভ্যাসোপ্রেসিন নামের দুটি হরমোন ঘরবাঁধার কাজে সহায়তা করে সক্রিয়ভাবে।
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
১২ আগস্ট ২০২৫নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১১ আগস্ট ২০২৫বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
১০ আগস্ট ২০২৫আমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
১০ আগস্ট ২০২৫