এএফপি, ওয়াশিংটন
কানাডার জীববিজ্ঞানী কেলি হ্যাস্টন ছোটবেলায় কখনো কল্পনা করেননি, একদিন মঙ্গলে বসবাস করবেন। কিন্তু সেই তাঁকেই এবার এক বছরের জন্য থাকতে হবে লাল এ গ্রহের পরিবেশে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হোস্টনে কৃত্রিমভাবে বানানো হয়েছে মঙ্গলের মতো পরিবেশ। জুন থেকে টানা এক বছর সেখানে থাকবেন চারজন। তাঁদের মধ্যে ৫২ বছর বয়সী নারী কেলি একজন।
‘আমরা এখন থেকে মনে করব মঙ্গলে আছি। এখনো আমার কাছে মনে হচ্ছে, এটি বাস্তব নয়।’ হেসে হেসে এ কথাই বলেন কেলি।
মঙ্গলে অভিযানের প্রস্তুতি হিসেবে এ পরিবেশ তৈরি করেছে নাসা। অনেক সময় নিয়ে এই চারজনকে বেছে নেওয়া হয়েছে। এখানে রাখা হবে একাকী এবং বদ্ধ এক পরিবেশে। এর অন্যতম কারণ মঙ্গলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া।
পরিবেশটা আপাতভাবে যতটা কঠিন মনে হচ্ছে, বাস্তবে তা হবে আরও বেশি কঠিন। এই চারজনকে দেওয়া হবে না কোনো যন্ত্র বা সরঞ্জাম। এমনকি পানিও থাকবে খুব কম। এমনটিই জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। কেলি হ্যাস্টন বলেন, তাঁদের জন্য রাখা হয়েছে আরও অজানা কিছু।
এ পরিবেশের নাম দেওয়া হয়েছে ‘মার্স ডিউন আলফা’। এর জন্য ১ হাজার ৭০০ বর্গফুট এলাকা বানানো হয়েছে থ্রিডি আকারে। থাকবে বেডরুম, জিম, খালি জায়গা ও খাদ্য উৎপাদনের জন্য জমি। গত বছর জায়গাটি দেখে গেছেন কেলি। তখনো তাঁকে বেছে নেওয়া হয়নি। কেলি বলেন, এর ভেতরে যখন যাবেন, তখন অদ্ভুত এক অনুভূতি হবে আপনার। মহাকাশে হাঁটার মতো করে এখানে হাঁটতে হবে। লাল মাটি বানানো হয়েছে এখানে।
কানাডার জীববিজ্ঞানী কেলি হ্যাস্টন ছোটবেলায় কখনো কল্পনা করেননি, একদিন মঙ্গলে বসবাস করবেন। কিন্তু সেই তাঁকেই এবার এক বছরের জন্য থাকতে হবে লাল এ গ্রহের পরিবেশে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হোস্টনে কৃত্রিমভাবে বানানো হয়েছে মঙ্গলের মতো পরিবেশ। জুন থেকে টানা এক বছর সেখানে থাকবেন চারজন। তাঁদের মধ্যে ৫২ বছর বয়সী নারী কেলি একজন।
‘আমরা এখন থেকে মনে করব মঙ্গলে আছি। এখনো আমার কাছে মনে হচ্ছে, এটি বাস্তব নয়।’ হেসে হেসে এ কথাই বলেন কেলি।
মঙ্গলে অভিযানের প্রস্তুতি হিসেবে এ পরিবেশ তৈরি করেছে নাসা। অনেক সময় নিয়ে এই চারজনকে বেছে নেওয়া হয়েছে। এখানে রাখা হবে একাকী এবং বদ্ধ এক পরিবেশে। এর অন্যতম কারণ মঙ্গলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া।
পরিবেশটা আপাতভাবে যতটা কঠিন মনে হচ্ছে, বাস্তবে তা হবে আরও বেশি কঠিন। এই চারজনকে দেওয়া হবে না কোনো যন্ত্র বা সরঞ্জাম। এমনকি পানিও থাকবে খুব কম। এমনটিই জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। কেলি হ্যাস্টন বলেন, তাঁদের জন্য রাখা হয়েছে আরও অজানা কিছু।
এ পরিবেশের নাম দেওয়া হয়েছে ‘মার্স ডিউন আলফা’। এর জন্য ১ হাজার ৭০০ বর্গফুট এলাকা বানানো হয়েছে থ্রিডি আকারে। থাকবে বেডরুম, জিম, খালি জায়গা ও খাদ্য উৎপাদনের জন্য জমি। গত বছর জায়গাটি দেখে গেছেন কেলি। তখনো তাঁকে বেছে নেওয়া হয়নি। কেলি বলেন, এর ভেতরে যখন যাবেন, তখন অদ্ভুত এক অনুভূতি হবে আপনার। মহাকাশে হাঁটার মতো করে এখানে হাঁটতে হবে। লাল মাটি বানানো হয়েছে এখানে।
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
১২ আগস্ট ২০২৫নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১১ আগস্ট ২০২৫বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
১০ আগস্ট ২০২৫আমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
১০ আগস্ট ২০২৫