প্লুটোকে কখনো খালি চোখে শনাক্ত করা যায় না। কারণ, প্লুটো আকাশের উজ্জ্বলতম বস্তুগুলোর একটি নয়। প্লুটো সূর্যের চারপাশে নিজ কক্ষপথে ঘোরার সময় যখন সূর্যের সবচেয়ে কাছে আসে তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ২৭০ কোটি মাইল, আর যখন সূর্য থেকে সবচেয়ে দূরে চলে যায় তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ৪৫০ কোটি মাইল বিলিয়ন মাইল। আর সূর্যকে প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর সময় লাগে।
আমাদের সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করতে সর্বোচ্চ সময় নেয় নেপচুন— প্রায় ১৬৫ বছর। আর পৃথিবীর লাগে ৩৬৫ দিন ২৬ ঘণ্টা। ইউরেনাসের লাগে ৮৪ বছর। সবচেয়ে কম সময় লাগে বুধ গ্রহের। এটির সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ৯০ দিন।
প্লুটোর ব্যাস মাত্র ১,৩৭৫ মাইল, যা পৃথিবীর ৫ ভাগের ১ ভাগ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর লেগে যায়। সূর্য থেকে প্লুটোর অবস্থান অনেক দূরে বলে প্লুটোর গড় তাপমাত্রা মাইনাস ২১২ থেকে ২২৮ ডিগ্রি সেলসিয়াস।
প্লুটোর একটি চাঁদ আছে। প্লুটোর চাঁদটি প্লুটো থেকে মাত্র ১২ হাজার মাইল দূরে অবস্থিত, এবং চাঁদটির ব্যাস প্লুটোর ব্যাসের অর্ধেক। প্লুটো ছাড়া সৌরজগতে আর কোনো গ্রহের চাঁদের ব্যাস সেই গ্রহের অর্ধেক নয়।
সৌরজগতের কোনো বস্তুকে একটি পূর্ণ আকারের গ্রহের মর্যাদা পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন স্বীকৃত তিনটি শর্ত পূরণ করতে হয়। তবে কক্ষপথ সংক্রান্ত একটি শর্ত পূরণ করতে না পারায় এটিকে গ্রহের মর্যাদা আর দেওয়া হয় না।
প্লুটোকে কখনো খালি চোখে শনাক্ত করা যায় না। কারণ, প্লুটো আকাশের উজ্জ্বলতম বস্তুগুলোর একটি নয়। প্লুটো সূর্যের চারপাশে নিজ কক্ষপথে ঘোরার সময় যখন সূর্যের সবচেয়ে কাছে আসে তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ২৭০ কোটি মাইল, আর যখন সূর্য থেকে সবচেয়ে দূরে চলে যায় তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ৪৫০ কোটি মাইল বিলিয়ন মাইল। আর সূর্যকে প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর সময় লাগে।
আমাদের সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করতে সর্বোচ্চ সময় নেয় নেপচুন— প্রায় ১৬৫ বছর। আর পৃথিবীর লাগে ৩৬৫ দিন ২৬ ঘণ্টা। ইউরেনাসের লাগে ৮৪ বছর। সবচেয়ে কম সময় লাগে বুধ গ্রহের। এটির সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ৯০ দিন।
প্লুটোর ব্যাস মাত্র ১,৩৭৫ মাইল, যা পৃথিবীর ৫ ভাগের ১ ভাগ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর লেগে যায়। সূর্য থেকে প্লুটোর অবস্থান অনেক দূরে বলে প্লুটোর গড় তাপমাত্রা মাইনাস ২১২ থেকে ২২৮ ডিগ্রি সেলসিয়াস।
প্লুটোর একটি চাঁদ আছে। প্লুটোর চাঁদটি প্লুটো থেকে মাত্র ১২ হাজার মাইল দূরে অবস্থিত, এবং চাঁদটির ব্যাস প্লুটোর ব্যাসের অর্ধেক। প্লুটো ছাড়া সৌরজগতে আর কোনো গ্রহের চাঁদের ব্যাস সেই গ্রহের অর্ধেক নয়।
সৌরজগতের কোনো বস্তুকে একটি পূর্ণ আকারের গ্রহের মর্যাদা পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন স্বীকৃত তিনটি শর্ত পূরণ করতে হয়। তবে কক্ষপথ সংক্রান্ত একটি শর্ত পূরণ করতে না পারায় এটিকে গ্রহের মর্যাদা আর দেওয়া হয় না।
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
২৪ দিন আগেনিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
২৫ দিন আগেবিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
১০ আগস্ট ২০২৫আমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
১০ আগস্ট ২০২৫