নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাঁটুতে অস্ত্রোপচারের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারতে গেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এয়ার ইন্ডিয়া বিমানে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে জানান তিনি।
গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজ উদ্দিন আহমেদসহ ভারতে যাওয়ার কথা ছিল তার। বিমানবন্দর ইমিগ্রেশনে তাঁকে যেতে বাধা দেওয়া হয়। সেদিন তাঁর স্ত্রী দিল্লি গিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরর্টিস হাসপাতালে মেজর হাফিজের হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত রয়েছে।
এ আগে মঙ্গলবার বিকেলে হাফিজ উদ্দিন আহমদ জানান, দিল্লির একটি হাসপাতালে পরদিন বুধবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তিনি দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে গেলে তাঁর মালামাল উড়োজাহাজে তুলে নেওয়া হলেও ইমিগ্রেশন পুলিশ তাঁকে অপেক্ষা করতে বলে। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
পরে তিনি নিজ বাসায় ফিরে যান। বিএনপির এই নেতা বলেন, ‘আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি। চিকিৎসার জন্য আমার দিল্লিতে যাওয়া দরকার। কিন্তু সরকার আমাকে যেতে দেয়নি। আমি মর্মাহত। এটি খুবই দুঃখজনক।’
পরে গতকাল বুধবার বিদেশে যাওয়া ও ফিরে আসার অনুমতি দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
হাঁটুতে অস্ত্রোপচারের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারতে গেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এয়ার ইন্ডিয়া বিমানে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে জানান তিনি।
গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজ উদ্দিন আহমেদসহ ভারতে যাওয়ার কথা ছিল তার। বিমানবন্দর ইমিগ্রেশনে তাঁকে যেতে বাধা দেওয়া হয়। সেদিন তাঁর স্ত্রী দিল্লি গিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরর্টিস হাসপাতালে মেজর হাফিজের হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত রয়েছে।
এ আগে মঙ্গলবার বিকেলে হাফিজ উদ্দিন আহমদ জানান, দিল্লির একটি হাসপাতালে পরদিন বুধবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তিনি দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে গেলে তাঁর মালামাল উড়োজাহাজে তুলে নেওয়া হলেও ইমিগ্রেশন পুলিশ তাঁকে অপেক্ষা করতে বলে। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
পরে তিনি নিজ বাসায় ফিরে যান। বিএনপির এই নেতা বলেন, ‘আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি। চিকিৎসার জন্য আমার দিল্লিতে যাওয়া দরকার। কিন্তু সরকার আমাকে যেতে দেয়নি। আমি মর্মাহত। এটি খুবই দুঃখজনক।’
পরে গতকাল বুধবার বিদেশে যাওয়া ও ফিরে আসার অনুমতি দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫