Ajker Patrika

খালেদার চিকিৎসা নিয়ে বিএনপির শেখানো বক্তব্য দিচ্ছেন ডাক্তাররা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খালেদার চিকিৎসা নিয়ে বিএনপির শেখানো বক্তব্য দিচ্ছেন ডাক্তাররা: তথ্যমন্ত্রী

বিএনপি নেতাদের পর বিএনপিপন্থী চিকিৎসকেরা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছেন বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির শিখিয়ে দেওয়া বক্তব্য দিচ্ছেন বিএনপিপন্থী ডাক্তাররা। 

সচিবালয়ে আজ সোমবার কেবল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘কালকে (রোববার) আমি টেলিভিশনে দেখেছি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার (খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে) বিবৃতি দিয়েছেন। ড্যাবের দপ্তর সম্পাদক ফখরুজ্জামান সাক্ষরিত আরেকটি বিবৃতি ছিল। আরেকজন ডাক্তার সংবাদ সম্মেলন করেছেন। এর সবাই বিএনপির দলীয় রাজনীতির সাথে যুক্ত এবং ড্যাবের শীর্ষস্থানীয় নেতা।’ 

‘ডাক্তার সাহেব যেভাবে কথা বলেছেন, শুধুমাত্র ইউকেতে চিকিৎসা আছে। আর চিকিৎসা আছে জার্মানিতে আর ইউএসএতে। উনি ক্যাটাগরিক্যালি বলেছেন, ভারতে তো (চিকিৎসা) নেইই, সিঙ্গাপুর, ব্যাংককেও নেই। এখন ইউরোপের অনেক মানুষ সিঙ্গাপুরে চিকিৎসা করতে আসে। আমেরিকার অনেকেও সিঙ্গাপুরে চিকিৎসা করতে আসে। সারা দুনিয়া থেকে ব্যাংককেও অনেক মানুষ চিকিৎসা করতে আসেন।’ 

কয়েকটি দেশে খালেদা জিয়ার চিকিৎসা নেই এটা ওই ডাক্তাররা কীভাবে বলেছেন সেই প্রশ্ন তুলে তথ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র তারেক রহমান যেখানে আছে সেখানে চিকিৎসা আছে ইউকেতে, পাশের দেশ জার্মানিতে আর ইউএসএতে চিকিৎসা আছে। এই কথার মাধ্যমে, ওনাদের বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে, কালকে চিকিৎসক সাহেবরা যে বক্তব্য দিয়েছেন সেগুলো বিএনপির শেখানো বক্তব্য। ডাক্তার হিসেবে যতটুকু না বক্তব্য, বিএনপি যে বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে শিখিয়ে দিয়েছেন সেই বক্তব্যই ডাক্তার সাহেবরা দিয়েছেন। 

‘যেসব ডাক্তার বিবৃতি দিয়েছেন এবং সংবাদ সম্মেলন করেছেন তাঁদের বেশিরভাগই বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। এখন বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতিটা বিএনপি নেতাদের কাছ থেকে তাঁরা ডাক্তারদের মধ্যেও নিয়ে গেছেন, গতকালের বক্তব্যের মধ্য দিয়ে এটিও প্রমাণিত হয়েছে।’ 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে হুমকি দিয়ে বলেছেন, দেশে বিশৃঙ্খলা না চাইলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিতে হবে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব যদি এ কথা বলে থাকেন এ জন্য তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে বলে আমি মনে করি। কারণ উনি যে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছেন উনি নিজেই স্বীকার করেছেন, এটি একটি ফৌজদারি অপরাধ। উনারা অতীতে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, দেশের মানুষ তাঁদের আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত