নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে নির্বাচনী এলাকায় জনসংযোগ করার তাগিদ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় কর্মসূচিতে নিয়মিত উপস্থিত না থাকা নিয়ে তাঁকে কটাক্ষও করেন তিনি। মাঝে মাঝে দলীয় সভাপতির কার্যালয়ে আসার অনুরোধ জানান ওবায়দুল কাদের।
আজ শনিবার রাজধানীর হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন কাদের।
গত ২৬ সেপ্টেম্বর হাজারীবাগের টালি অফিস মোড়ে বিএনপির সমাবেশ হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর প্রতিবাদে আজ একই স্থানে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্য দেওয়ার একপর্যায়ে ওবায়দুল কাদের একে একে মঞ্চে উপস্থিত নেতাদের নাম বলেন। এ সময় সংশ্লিষ্ট এলাকা অর্থাৎ ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের নাম উল্লেখ না করে কাদের বলেন, ‘এমপি সাহেবও আছেন। ওনাকে দেখলাম, ভালো লাগলো। সবাই যেন নিয়মিত দেখে। মাঝে মাঝে আসবেন। একজন রাজনীতিবিদের জন্য জনসংযোগের চেয়ে বড় কিছু নেই। জনসংযোগটা করবেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি ওনাকে ধানমণ্ডির (দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়) অফিসেই দেখি না। আশা করি, মাঝে মাঝে আমাদের অফিসটাতেও আসবেন। আপনাকে দেখতে চাই… এই সুন্দর মুখ! এখানে মহিলারা আছে। ওনারাও দেখি খুব খুশি। তাঁরা বোধহয় আপনাকে দেখে!’
উল্লেখ্য, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করেন। এরপর ২০২০ সালের এপ্রিলে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে নির্বাচনী এলাকায় জনসংযোগ করার তাগিদ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় কর্মসূচিতে নিয়মিত উপস্থিত না থাকা নিয়ে তাঁকে কটাক্ষও করেন তিনি। মাঝে মাঝে দলীয় সভাপতির কার্যালয়ে আসার অনুরোধ জানান ওবায়দুল কাদের।
আজ শনিবার রাজধানীর হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন কাদের।
গত ২৬ সেপ্টেম্বর হাজারীবাগের টালি অফিস মোড়ে বিএনপির সমাবেশ হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর প্রতিবাদে আজ একই স্থানে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্য দেওয়ার একপর্যায়ে ওবায়দুল কাদের একে একে মঞ্চে উপস্থিত নেতাদের নাম বলেন। এ সময় সংশ্লিষ্ট এলাকা অর্থাৎ ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের নাম উল্লেখ না করে কাদের বলেন, ‘এমপি সাহেবও আছেন। ওনাকে দেখলাম, ভালো লাগলো। সবাই যেন নিয়মিত দেখে। মাঝে মাঝে আসবেন। একজন রাজনীতিবিদের জন্য জনসংযোগের চেয়ে বড় কিছু নেই। জনসংযোগটা করবেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি ওনাকে ধানমণ্ডির (দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়) অফিসেই দেখি না। আশা করি, মাঝে মাঝে আমাদের অফিসটাতেও আসবেন। আপনাকে দেখতে চাই… এই সুন্দর মুখ! এখানে মহিলারা আছে। ওনারাও দেখি খুব খুশি। তাঁরা বোধহয় আপনাকে দেখে!’
উল্লেখ্য, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করেন। এরপর ২০২০ সালের এপ্রিলে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫