Ajker Patrika

মামলা-হয়রানি বন্ধের দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৩: ৩৯
মামলা-হয়রানি বন্ধের দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে মামলা, হয়রানি বন্ধ এবং গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই মিছিল করা হয়।

আজ শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মোড় ঘুরে বকশীবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের তরে সদা জাগ্রত, যেখানেই অন্যায় দেখে সেখানেই প্রতিবাদীর ভূমিকায় উপনীত হয়। ছাত্রদলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে, হয়রানি করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। আমরা যেকোনো মূল্যে নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করব।’

সদস্যসচিব মো. আমানউল্লাহ আমান বলেন, ‘সভা-সমাবেশে ছাত্রনেতাদের বক্তব্যের কারণে নতুন করে ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের নামে যে মামলা দেওয়া হয়েছে, সেটা দেশের ইতিহাসে নজিরবিহীন। এই মামলা স্পষ্ট প্রমাণ করে, বাংলাদেশে বাক্‌স্বাধীনতা চূড়ান্ত হুমকির মুখে।’

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছিরউদ্দীন নাছির, জহির উদ্দীন আহমেদ, খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর, শাহজাহান শাওন, সজীব মজুমদার, শাফি ইসলাম, ওয়ালিউর রহমান জনি, জিহাদুল ইসলাম রঞ্জু, শরীফুল ইসলাম প্রধান, মোস্তাফিজুর রহমান, আবুল বাসার, আরিফুল ইসলাম আরিফ, হাসানুর রহমান, শামসুল হুদা সুজন, জসিম উদ্দিন, বায়জিদ হোসেন, ফারুক হোসেন, মশিউর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম তরিক, নাকিবুল ইসলাম চৌধুরী, নাহিদুজ্জামান শিপন, আবদুর রহিম রনি, মিনহাজ আহমেদ প্রিন্স, ছাত্রদলের কর্মী তানভীর আল হাদী মায়েদ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর নামে আক্রমণাত্নক, মিথ্যা, মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের উসকানিমূলক বক্তব্যে উদ্ধুদ্ধ ও ডিজিটাল মাধ্যমে প্রচারের অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীসহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত