নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজনের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। তাঁরা কর্মীদের সমাবেশে আসতে বাধা না দেওয়াসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগে গণসমাবেশের অনুমতি ও বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আসেন বিএনপি নেতারা। পরে সাড়ে ১১টার দিকে ডিএমপি সদর দপ্তর থেকে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।
বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, দেশে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দলের পাঁচ নেতা-কর্মী হত্যার প্রতিবাদে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে অন্যান্য বিভাগীয় শহরের ধারাবাহিকতায় ঢাকায়ও সমাবেশ করবে বিএনপি।
আমান বলেন, ‘বিএনপির নেতা–কর্মীদের সমাবেশে আসতে যেন বাধা দেওয়া না হয় এবং আওয়ামী লীগ নেতা–কর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে কমিশনারকে বলেছি। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ গণসমাবেশ করতে চায়।’
আমান উল্লাহ আমান বলেন, ‘বেশ কয়েকটি বিভাগীয় শহরে আমাদের সমাবেশ হয়েছে। এছাড়া ভবিষ্যতে আরও ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ করার কথা রয়েছে। ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা এর জন্য অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনা করে আমাদের জানানো হবে।’
শান্তিপূর্ণ সমাবেশ করা হবে জানিয়ে বিএনপির নেতারা বলেন, সমাবেশকে কেন্দ্র করে যাতে গণপরিবহন বন্ধ করে দেওয়া না হয় সে বিষয়েও ডিএমপি কমিশনারের কাছে জানানো হয়েছে। এ সময় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন—ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্যসচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।
বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ) একেএম হাফিজ আক্তার আজকের পত্রিকাকে বলেন, 'বিএনপি সমাবেশ করার জন্য ঢাকা মহানগরীর তিনটি জায়গার প্রস্তাব দিয়েছে, নিরাপত্তার দাবি জানিয়েছে। আমরা তাদের প্রস্তাবগুলো শুনেছি, সিদ্ধান্ত পরে জানানো হবে।'
ঢাকার বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজনের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। তাঁরা কর্মীদের সমাবেশে আসতে বাধা না দেওয়াসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগে গণসমাবেশের অনুমতি ও বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আসেন বিএনপি নেতারা। পরে সাড়ে ১১টার দিকে ডিএমপি সদর দপ্তর থেকে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।
বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, দেশে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দলের পাঁচ নেতা-কর্মী হত্যার প্রতিবাদে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে অন্যান্য বিভাগীয় শহরের ধারাবাহিকতায় ঢাকায়ও সমাবেশ করবে বিএনপি।
আমান বলেন, ‘বিএনপির নেতা–কর্মীদের সমাবেশে আসতে যেন বাধা দেওয়া না হয় এবং আওয়ামী লীগ নেতা–কর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে কমিশনারকে বলেছি। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ গণসমাবেশ করতে চায়।’
আমান উল্লাহ আমান বলেন, ‘বেশ কয়েকটি বিভাগীয় শহরে আমাদের সমাবেশ হয়েছে। এছাড়া ভবিষ্যতে আরও ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ করার কথা রয়েছে। ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা এর জন্য অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনা করে আমাদের জানানো হবে।’
শান্তিপূর্ণ সমাবেশ করা হবে জানিয়ে বিএনপির নেতারা বলেন, সমাবেশকে কেন্দ্র করে যাতে গণপরিবহন বন্ধ করে দেওয়া না হয় সে বিষয়েও ডিএমপি কমিশনারের কাছে জানানো হয়েছে। এ সময় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন—ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্যসচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।
বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ) একেএম হাফিজ আক্তার আজকের পত্রিকাকে বলেন, 'বিএনপি সমাবেশ করার জন্য ঢাকা মহানগরীর তিনটি জায়গার প্রস্তাব দিয়েছে, নিরাপত্তার দাবি জানিয়েছে। আমরা তাদের প্রস্তাবগুলো শুনেছি, সিদ্ধান্ত পরে জানানো হবে।'
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫