Ajker Patrika

দেশকে বিএনপিশূন্য করতে চায়নি সরকার: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশকে বিএনপিশূন্য করতে চায়নি সরকার: ওবায়দুল কাদের

সরকার দেশকে বিএনপি শূন্য করতে মাঠে নেমেছে– বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার দেশকে কখনোই বিএনপিশূন্য করতে চায়নি। এটি আওয়ামী লীগের রাজনীতিও নয়। 

গতকাল রোববার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের দুঃশাসন আরও তীব্র হয়েছে। ক্ষমতা হারানোর আতঙ্কে তাঁরা দেশকে বিএনপিশূন্য করতে এখন মাঠে নেমেছে। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অভিযোগ নাকচ করেন ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, নিবেও না। জন্মলগ্ন থেকেই বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা দখলে উন্মত্ত, গণতান্ত্রিক নিয়মনীতি রক্ষা করে রাষ্ট্র ও সরকার পরিচালনায় সর্বদা ব্যর্থ হয়েছে। তাই তাদের মিথ্যা–বানোয়াট–ভ্রান্তিমূলক বক্তব্য জনগণ সবসময় প্রত্যাখ্যান করেছে। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির প্রতিবাদ জানান কাদের। বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত সরকার, কারও ওপর দমন–পীড়নে বিশ্বাসী নয়। আওয়ামী লীগ আইনের শাসন ও বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যেসব ব্যক্তি বা সংগঠন রাষ্ট্রের শান্তি–শৃঙ্খলা পরিপন্থী বা জননিরাপত্তা ভঙ্গ ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ছাত্রদল নেতার জামিন না হওয়ায় নির্লজ্জভাবে সরকারের সমালোচনা করেছেন। অথচ যে কোনো ব্যক্তির জামিন প্রাপ্তি একটি সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া, এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এখানে সরকারকে দোষারোপের বিষয়টি রাজনৈতিক ভাবে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত