Ajker Patrika

রাজনীতিক ও সরকারি কর্মকর্তাদের সীমা মেনে কথা বলা উচিত: কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনীতিক ও সরকারি কর্মকর্তাদের সীমা মেনে কথা বলা উচিত: কাদের 

পরবর্তী ধাপের নির্বাচনে যাতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়াও রাজনীতিবিদ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সকলকে বক্তব্য দেওয়া বা মন্তব্য করার ক্ষেত্রে সীমারেখা মেনে চলার আহ্বান জানান তিনি। আজ শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের জানান, ৬০ থেকে ৭০ শতাংশ ভোটারের উপস্থিতিতে স্বতঃস্ফূর্ত এবং উৎসব মুখর পরিবেশে গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকে আহত হয়েছে। এ হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে জানান তিনি। এ ছাড়াও সারা দেশে তৃণমূল পর্যায়ে নির্বাচনকে ঘিরে যে উৎসবমুখর তা ধরে রাখতে সকলকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

এ ছাড়াও দেশের বিভিন্ন ইস্যুতে দায়িত্বশীল রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তারা দায়িত্বহীন এবং কাণ্ডজ্ঞানহীন বক্তব্য রেখে চলেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু রাজনীতিবিদই নন, জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও কেউ কেউ সভা, সমিতি ও সেমিনারে তাদের দায়িত্বের সীমারেখা অতিক্রম করে বক্তব্য রাখছেন, মন্তব্য করেছেন, যা মোটেই শোভনীয় নয়। রাজনীতিবিদ কিংবা সরকারি কর্মকর্তা সবারই একটি সুনির্দিষ্ট সীমারেখা আছে, আচরণবিধি আছে, সকলের এ সীমারেখা মেনে চলা অতি আবশ্যক। আমাদের কারও কারও অতি-উৎসাহী এবং বাড়তি কথা বা বক্তব্যে জনমনে ভুল মেসেজ যেতে পারে, যা দেশের জন্য মোটেই শুভ নয়।’ 

কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে জয়ী হলে বলে আরও বেশি ভোটে জয়ী হতে পারত আর হারলে বলে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। বিএনপির কাছে নিরপেক্ষ কমিশন মানে হচ্ছে নির্বাচনে জয়লাভের গ্যারান্টি প্রদান।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত