নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের নামাজ আদায় করেছেন বিক্ষোভকারী। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে দেখা যায়, বিক্ষোভকারীরা নামাজের প্রস্তুতি নিচ্ছেন। কেউ জায়নামাজ, কেউ বাংলাদেশের পতাকা, কেউ রুমাল বিছিয়ে রাস্তায় বসে পড়েছেন। জুমার নামাজের খুতবা পড়া হয়। জুমার নামাজ শুরু হয় দুপুর ১টা ১০ মিনিটে। জুমার নামাজের ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ।
বিক্ষোভকারীদের একটি অংশকে আশপাশের বিভিন্ন মসজিদেও যেতে দেখা যায়।
এর আগে বেলা ১২টা ২০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে মিন্টো রোডের মুখে ফোয়ারার মোড়ে তৈরি করা মঞ্চেই নামাজ আদায়ের ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কিন্তু অতিরিক্ত গরমের কারণে নামাজের স্থান পরিবর্তন করে যমুনার সামনে করা হয়। বেলা সাড়ে ১২টার পর সেখানে যেতে থাকেন তাঁরা।
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা প্রাচীর তৈরি করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে পুলিশ ও এসপিবিএন সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পরে কিছু বিক্ষোভকারী দুপুর ১টার দিকে যমুনার সামনে যেতে চাইলে তাঁদের আটকে দেয় পুলিশ। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বাদানুবাদ করতে দেখা যায়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।
এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভে যোগ দেন।
রাত ২টার কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাইকে স্লোগান ধরেন। এ সময় যমুনার আশপাশ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের নামাজ আদায় করেছেন বিক্ষোভকারী। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে দেখা যায়, বিক্ষোভকারীরা নামাজের প্রস্তুতি নিচ্ছেন। কেউ জায়নামাজ, কেউ বাংলাদেশের পতাকা, কেউ রুমাল বিছিয়ে রাস্তায় বসে পড়েছেন। জুমার নামাজের খুতবা পড়া হয়। জুমার নামাজ শুরু হয় দুপুর ১টা ১০ মিনিটে। জুমার নামাজের ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ।
বিক্ষোভকারীদের একটি অংশকে আশপাশের বিভিন্ন মসজিদেও যেতে দেখা যায়।
এর আগে বেলা ১২টা ২০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে মিন্টো রোডের মুখে ফোয়ারার মোড়ে তৈরি করা মঞ্চেই নামাজ আদায়ের ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কিন্তু অতিরিক্ত গরমের কারণে নামাজের স্থান পরিবর্তন করে যমুনার সামনে করা হয়। বেলা সাড়ে ১২টার পর সেখানে যেতে থাকেন তাঁরা।
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা প্রাচীর তৈরি করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে পুলিশ ও এসপিবিএন সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পরে কিছু বিক্ষোভকারী দুপুর ১টার দিকে যমুনার সামনে যেতে চাইলে তাঁদের আটকে দেয় পুলিশ। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বাদানুবাদ করতে দেখা যায়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।
এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভে যোগ দেন।
রাত ২টার কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাইকে স্লোগান ধরেন। এ সময় যমুনার আশপাশ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫