Ajker Patrika

সমাবেশে টাকা দিয়ে কামলা আনবেন না: আ.লীগ নেতাদের মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২০: ০৮
সমাবেশে টাকা দিয়ে কামলা আনবেন না: আ.লীগ নেতাদের মির্জা আজম

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে দলটির ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, ‘কর্মী নিয়ে সমাবেশে আসবেন, টাকা দিয়ে কামলা নিয়ে আসবে না।’ 

আজ বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডে কমিটি নেই উল্লেখ করে মির্জা আজম বলেন, ‘সবাই নেতা হতে আসেন, নিজের পরিচয় দিতে চান। যাঁরা নিজের পরিচয় ও ছবি দিয়ে ব্যানার বানিয়ে সমাবেশে আসেন, ব্যানার নামাতে বলার সঙ্গে সঙ্গে নামাতে হবে। যাঁরা ব্যানার ধরে রাখেন তাঁরা জানেনই না, কার ব্যানার ধরে রেখেছেন। তাই বারবার বলার পরও ব্যানার নামান না।’

মির্জা আজম বলেন, ‘হয়তো কিছু টাকা দিয়ে ব্যানার ধরতে বলা হয়েছে, নেতার নাম জানেন না। কামলা হিসেবে তিনি ব্যানার ধরে রাখছেন। এই ধরনের কোনো লোক সমাবেশে আনবেন না। কামলাদের মিটিং-সমাবেশে নিয়ে আসবেন না, কর্মীদের মিটিংয়ে নিয়ে আসবেন।’

নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা আজম বলেন, ‘কিছু নেতা-কর্মী ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে এসে চেহারাটা দেখিয়ে সমাবেশ শুরুর আগেই চলে যান। নিজের পছন্দের নেতা যে আছে তাঁর ছবি দিয়ে ব্যানার করেন তাঁরা। সমাবেশে আসার পর বারবার ব্যানার নামাতে বলা হলেও নামান না, এটা দৃষ্টিকটু।’ 

৩০ সেপ্টেম্বর আওয়ামী লীগের কর্মসূচি সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে সফল করার আহ্বান জানিয়ে মির্জা আজম বলেন, ‘যেসব নেতা-কর্মী মিটিংয়ে আসবে, তাদের মিটিং শেষ না হওয়া পর্যন্ত থাকতে হবে। এ সময় মিটিংয়ে শৃঙ্খলা বজায় রাখায় একাধিক টিম গঠন করতে হবে।’ 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত