নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক কর্মসূচি অপরিহার্য। আর বিরোধীদের সেই কর্মসূচিগুলোতে বাধা দিয়ে মূলত সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী ঘোষিত দেশের মহানগরীগুলোতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধাদান ও দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে ভারপ্রাপ্ত আমির বলেন, রাজনৈতিক দলগুলোকে কথা বলতে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায় না।
মুজিবুর রহমান বলেন, চট্টগ্রাম মহানগরীর মিছিলে পুলিশ হানা দিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ২৭ ও ২৮ জুলাই রাত ও দিনভর অভিযান চালিয়ে বগুড়া শহর থেকে ৫ জন, যশোর থেকে ৭ জন, বাগেরহাট থেকে ১১ জন, নওগাঁ থেকে ৪ জন, খুলনা মহানগরী থেকে ৩ জনসহ জামায়াতের অর্ধশতাধিক নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়।
দেশের জনগণ পুলিশের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘আশা করি, আগামী ৩০ জুলাই জেলা সদরে মিছিল এবং ১ আগস্ট ঢাকা মহানগরীতে সমাবেশের কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন সহযোগিতা করবে। দেশের জনগণ সরকারের জুলুম-নিপীড়নের বিরুদ্ধে ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে এসেছে। জনগণ তাদের দাবি আদায়ের জন্য আজ ঐক্যবদ্ধ।’
সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক কর্মসূচি অপরিহার্য। আর বিরোধীদের সেই কর্মসূচিগুলোতে বাধা দিয়ে মূলত সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী ঘোষিত দেশের মহানগরীগুলোতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধাদান ও দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে ভারপ্রাপ্ত আমির বলেন, রাজনৈতিক দলগুলোকে কথা বলতে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায় না।
মুজিবুর রহমান বলেন, চট্টগ্রাম মহানগরীর মিছিলে পুলিশ হানা দিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ২৭ ও ২৮ জুলাই রাত ও দিনভর অভিযান চালিয়ে বগুড়া শহর থেকে ৫ জন, যশোর থেকে ৭ জন, বাগেরহাট থেকে ১১ জন, নওগাঁ থেকে ৪ জন, খুলনা মহানগরী থেকে ৩ জনসহ জামায়াতের অর্ধশতাধিক নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়।
দেশের জনগণ পুলিশের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘আশা করি, আগামী ৩০ জুলাই জেলা সদরে মিছিল এবং ১ আগস্ট ঢাকা মহানগরীতে সমাবেশের কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন সহযোগিতা করবে। দেশের জনগণ সরকারের জুলুম-নিপীড়নের বিরুদ্ধে ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে এসেছে। জনগণ তাদের দাবি আদায়ের জন্য আজ ঐক্যবদ্ধ।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫