নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পৃথিবীর কোনো দেশে সুচিকিৎসার জন্য আন্দোলন করতে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিএনপির টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সদের সংগঠন জোটেবের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘পৃথিবীর কোনো দেশে সুচিকিৎসার জন্য আন্দোলন করতে হয় না। এমন কথা কখনো শুনিনি, দেখিওনি। কোন সভ্য দেশের নাগরিকদের সুচিকিৎসার জন্য আন্দোলন করতে হয়? এটা অস্বাভাবিক। স্বাধীনতার ৫০ বছরে ক্ষমতার জোরে একটি দেশকে অসভ্য দেশে পরিণত করা হচ্ছে।’
বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে দাবি করে তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করছি, চিঠি দিচ্ছি, সাক্ষাৎ করছি, মিছিল করছি, অনশন করছি, মানববন্ধন করছি। আপনারা যদি আমাদের গণতান্ত্রিক আচরণ গ্রাহ্য না করেন, তাহলে যারা খালেদা জিয়াকে ভালোবাসেন, তাঁরা যে কী করবে, আমরা তা জানি না। আমরা দেশে বিশৃঙ্খলা চাই না বলে আমরা তাদের অনুরোধ করছি। সরকারকে বলি মানবিক হোন, দানবিক হবেন না। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করেন।’
ট্রাস্টের ২ কোটি টাকা এখন বেড়ে ৮ কোটিতে দাঁড়িয়েছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘এক পয়সাও সেখান থেকে কেউ নেয়নি। কিন্তু গত ১০ বছরে এই দেশ থকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের শেয়ারবাজার লুট করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের টাকা লুট হয়েছে। কে করেছে, তা বের করে তাদের শাস্তি দিন। না হলে সবাই মনে করবে এর সঙ্গে আপনারা জড়িত। অর্থমন্ত্রী তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট পেয়ে বলে এ রিপোর্ট প্রকাশ করতে পারব না। এতে দেশের গুরুত্বপূর্ণ লোকজন জড়িত আছে। এরা কারা, জনগণ জানতে চায়।’
শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে না, দেশের প্রতিটি মানুষের বিরুদ্ধে অমানবিক আচরণ করা হচ্ছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘আজকে বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশ নিয়ে সম্মেলন হয়; আর আমাদের সেখানে দাওয়াত দেওয়া হয় না। তারা বিশ্বাসই করে না বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আজকে দেশের বড় বড় কর্মকর্তার বিরুদ্ধে বিদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা শুধু তাদের জন্য লজ্জাকর বিষয় না পুরো দেশের জন্য লজ্জাজনক বিষয়।’
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পৃথিবীর কোনো দেশে সুচিকিৎসার জন্য আন্দোলন করতে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিএনপির টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সদের সংগঠন জোটেবের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘পৃথিবীর কোনো দেশে সুচিকিৎসার জন্য আন্দোলন করতে হয় না। এমন কথা কখনো শুনিনি, দেখিওনি। কোন সভ্য দেশের নাগরিকদের সুচিকিৎসার জন্য আন্দোলন করতে হয়? এটা অস্বাভাবিক। স্বাধীনতার ৫০ বছরে ক্ষমতার জোরে একটি দেশকে অসভ্য দেশে পরিণত করা হচ্ছে।’
বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে দাবি করে তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করছি, চিঠি দিচ্ছি, সাক্ষাৎ করছি, মিছিল করছি, অনশন করছি, মানববন্ধন করছি। আপনারা যদি আমাদের গণতান্ত্রিক আচরণ গ্রাহ্য না করেন, তাহলে যারা খালেদা জিয়াকে ভালোবাসেন, তাঁরা যে কী করবে, আমরা তা জানি না। আমরা দেশে বিশৃঙ্খলা চাই না বলে আমরা তাদের অনুরোধ করছি। সরকারকে বলি মানবিক হোন, দানবিক হবেন না। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করেন।’
ট্রাস্টের ২ কোটি টাকা এখন বেড়ে ৮ কোটিতে দাঁড়িয়েছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘এক পয়সাও সেখান থেকে কেউ নেয়নি। কিন্তু গত ১০ বছরে এই দেশ থকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের শেয়ারবাজার লুট করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের টাকা লুট হয়েছে। কে করেছে, তা বের করে তাদের শাস্তি দিন। না হলে সবাই মনে করবে এর সঙ্গে আপনারা জড়িত। অর্থমন্ত্রী তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট পেয়ে বলে এ রিপোর্ট প্রকাশ করতে পারব না। এতে দেশের গুরুত্বপূর্ণ লোকজন জড়িত আছে। এরা কারা, জনগণ জানতে চায়।’
শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে না, দেশের প্রতিটি মানুষের বিরুদ্ধে অমানবিক আচরণ করা হচ্ছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘আজকে বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশ নিয়ে সম্মেলন হয়; আর আমাদের সেখানে দাওয়াত দেওয়া হয় না। তারা বিশ্বাসই করে না বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আজকে দেশের বড় বড় কর্মকর্তার বিরুদ্ধে বিদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা শুধু তাদের জন্য লজ্জাকর বিষয় না পুরো দেশের জন্য লজ্জাজনক বিষয়।’
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫