নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদের পরিবারকে প্রকাশ্যে মাঠে এনে পিটিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। মবের হুমকিতেই শাকিল আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মনে করেন এই এনসিপি নেতা।
আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এমনটি জানান তারেক রেজা।
ওই পোস্টে এনসিপি নেতা তারেক রেজা বলেন, ‘ঢাবির এক ছাত্র খুন হয়েছে। হ্যাঁ, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে “শাতেমে রসুল” ট্যাগ দিয়ে। ঘটনাটি আরও এক বছর আগের। কোনো এক পোস্টে “মুহাম্মদ” নাম উল্লেখ করে একটা বাজে কমেন্ট করে ছেলেটি। করার পর সাথে সাথে ডিলিটও করে। এক বছর পর হুট করে এলাকার একজন পুরোনো স্ক্রিনশট সামনে আনে। ভিক্টিমসহ ভিক্টিমের পুরো পরিবারকে হুমকি দেয়। ছেলেটা বারবার ফেসবুকে পোস্ট করে ক্ষমা চায় আর দাবি করে, উক্ত কমেন্টটি নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে ছিল না।’
পোস্টে তারেক আরও বলেন, ‘ছেলেটা বারবার নিজেকে ইমানদার দাবি করে। তবু তথাকথিত মব ছাড় দিতে নারাজ। প্রকাশ্যে ঘোষণা দেয় যে আজ সকালে তাদের পুরো পরিবারকে প্রকাশ্যে মাঠে এনে পেটাবে এবং এলাকা ছাড়া করবে। একটা মানুষও আইনের দ্বারস্থ হয়নি। ছেলেটা শেষ পর্যন্ত নিজের জন্য নিজের পরিবারের ওপর আসা এই হুমকি আর জিল্লতি নিতে না পেরে আত্মহত্যা করেছে। চারিদিকে বেশ সুনসান নীরবতা লক্ষ করা যাচ্ছে। কিছু কিছু নীরবতা তীব্র প্রলয়ঙ্কারী ঝড়ের আগমনী বার্তা দেয়। আমার কাছে এই নীরবতাও তেমনই মনে হচ্ছে।’
উল্লেখ্য, আজ সকাল ১০টায় মানিকগঞ্জের সিংগাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে তাঁকে অনলাইনে ও বাসায় গিয়ে নানা হুমকি দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদের পরিবারকে প্রকাশ্যে মাঠে এনে পিটিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। মবের হুমকিতেই শাকিল আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মনে করেন এই এনসিপি নেতা।
আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এমনটি জানান তারেক রেজা।
ওই পোস্টে এনসিপি নেতা তারেক রেজা বলেন, ‘ঢাবির এক ছাত্র খুন হয়েছে। হ্যাঁ, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে “শাতেমে রসুল” ট্যাগ দিয়ে। ঘটনাটি আরও এক বছর আগের। কোনো এক পোস্টে “মুহাম্মদ” নাম উল্লেখ করে একটা বাজে কমেন্ট করে ছেলেটি। করার পর সাথে সাথে ডিলিটও করে। এক বছর পর হুট করে এলাকার একজন পুরোনো স্ক্রিনশট সামনে আনে। ভিক্টিমসহ ভিক্টিমের পুরো পরিবারকে হুমকি দেয়। ছেলেটা বারবার ফেসবুকে পোস্ট করে ক্ষমা চায় আর দাবি করে, উক্ত কমেন্টটি নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে ছিল না।’
পোস্টে তারেক আরও বলেন, ‘ছেলেটা বারবার নিজেকে ইমানদার দাবি করে। তবু তথাকথিত মব ছাড় দিতে নারাজ। প্রকাশ্যে ঘোষণা দেয় যে আজ সকালে তাদের পুরো পরিবারকে প্রকাশ্যে মাঠে এনে পেটাবে এবং এলাকা ছাড়া করবে। একটা মানুষও আইনের দ্বারস্থ হয়নি। ছেলেটা শেষ পর্যন্ত নিজের জন্য নিজের পরিবারের ওপর আসা এই হুমকি আর জিল্লতি নিতে না পেরে আত্মহত্যা করেছে। চারিদিকে বেশ সুনসান নীরবতা লক্ষ করা যাচ্ছে। কিছু কিছু নীরবতা তীব্র প্রলয়ঙ্কারী ঝড়ের আগমনী বার্তা দেয়। আমার কাছে এই নীরবতাও তেমনই মনে হচ্ছে।’
উল্লেখ্য, আজ সকাল ১০টায় মানিকগঞ্জের সিংগাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে তাঁকে অনলাইনে ও বাসায় গিয়ে নানা হুমকি দেওয়া হয়।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৮ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৮ দিন আগে