নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা জানান বিএনপির এই নেতা।
আমীর খসরু বলেন, ‘অনতি বিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে যদি ওনার চিকিৎসার ব্যবস্থা করা না হয়, বাংলাদেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না। আগামী ১৯ তারিখ আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে। পরবর্তীকালে প্রয়োজনে দেশনেত্রীর চিকিৎসার জন্য আরও কঠিন কর্মসূচি আসতে পারে।’
খসরু আরও বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সজ্ঞানে, ডাক্তারদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা সেদিকে এগিয়ে যাচ্ছে। এর দায় এই সরকার শুধু নয়, এই সরকারের সঙ্গে জড়িত যারাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা-বানোয়াট মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে, যারা চিকিৎসা থেকে বঞ্চিত করছে—প্রত্যেককে এই দায় বইতে হবে আগামী দিনে।’
এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘সবার তৈরি থাকতে হবে। দেশনেত্রীকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। মানবাধিকার, আইনের শাসন ফেরাতে হলে দেশনেত্রীকে বাঁচাতে হবে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে দেশনেত্রীকে বাঁচাতে হবে। আমরা বিশ্বাস করি, উনি আবার রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবে, লক্ষ-কোটি জনতার সামনে বক্তব্য রাখবেন।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা জানান বিএনপির এই নেতা।
আমীর খসরু বলেন, ‘অনতি বিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে যদি ওনার চিকিৎসার ব্যবস্থা করা না হয়, বাংলাদেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না। আগামী ১৯ তারিখ আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে। পরবর্তীকালে প্রয়োজনে দেশনেত্রীর চিকিৎসার জন্য আরও কঠিন কর্মসূচি আসতে পারে।’
খসরু আরও বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সজ্ঞানে, ডাক্তারদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা সেদিকে এগিয়ে যাচ্ছে। এর দায় এই সরকার শুধু নয়, এই সরকারের সঙ্গে জড়িত যারাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা-বানোয়াট মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে, যারা চিকিৎসা থেকে বঞ্চিত করছে—প্রত্যেককে এই দায় বইতে হবে আগামী দিনে।’
এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘সবার তৈরি থাকতে হবে। দেশনেত্রীকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। মানবাধিকার, আইনের শাসন ফেরাতে হলে দেশনেত্রীকে বাঁচাতে হবে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে দেশনেত্রীকে বাঁচাতে হবে। আমরা বিশ্বাস করি, উনি আবার রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবে, লক্ষ-কোটি জনতার সামনে বক্তব্য রাখবেন।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫