নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম খানের আমলে নিয়োগ পাওয়া কর্মচারীরা এখন বিএনপি সেজে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ তুলেছে ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন (সিবিএ)। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সিবিএ সভাপতি মো. আনিসুজ্জামান শাহীন।
৫ আগস্টে ক্ষমতার পালাবদলের পরেও ঢাকা ওয়াসা সংষ্কার হয়নি দাবি করে সিবিএ সভাপতি বলেন, ওয়াসার সাবেক এমডি তাকসিম খানের অনুসারীরা জাতীয়তাবাদী ইমপ্লয়মেন্ট ইউনিয়ন নামে ঢাকা ওয়াসায় দাপিয়ে বেড়াচ্ছে। আওয়ামী রেজিমে সকল অনিয়ম করে ও মিথ্যা মামলা দিয়ে যারা আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। তারাই এখন বড় বিএনপি।
ওয়াসার এমডির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্যের অভিযোগ তুলে বিএনপিপন্থী সিবিএ সভাপতি মো. আনিসুজ্জামান বলেন, কোর্টের আদেশ থাকা সত্ত্বেও আমাকে চাকরিতে যোগদান করতে দেয়নি সাবেক এমডি তাকসিম এবং অফিসে উপস্থিত হতে নানা সময় তার অনুসারী আজীজুল আনম, মাহবুব, বদরুল, মান্নান ও হাফিজ বাধা প্রদান করেছে।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল করায় আমাকে ইউনিয়নে বসতে না দিয়ে তাকসিম গংরা আমার ওপর হামলা করে এবং নানা সময়ে ১৯টি মামলা দেয়। ২০১৮ সালে মামলা আমার পক্ষে আসে এবং ৩০ দিনের মধ্যে বকেয়া বেতনসহ চাকরিতে যোগদানের নির্দেশ দেয়। তৎকালীন এমডি তা মানেননি।
ওয়াসায় নিষিদ্ধ আউটসোর্সিংয়ের নামে ৬০০ কর্মচারী রাষ্ট্রের পানি সরবরাহ প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সহযোগী স্বৈরাচারদের ছত্রচ্ছায়ায় অবৈধভাবে নিয়োগ পাওয়া ৬০০ জনই নিজেদের বিএনপি দাবি করছেন। এরা বিএনপির কেউ না।’
তিনি আরও বলেন, মিথ্যা আশ্বাসে আউটসোর্সিংয়ের কর্মচারীদের থেকে মোটা অংকের টাকার বিনিময়ে তাদের নিয়োগ দেয় তাকসিম ও তার সহযোগীরা। নিয়ম অনুযায়ী, এরা যখন স্থায়ী হবে না তখন এসব কর্মচারী সরকারিকরণের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিবিএর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম।
ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম খানের আমলে নিয়োগ পাওয়া কর্মচারীরা এখন বিএনপি সেজে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ তুলেছে ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন (সিবিএ)। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সিবিএ সভাপতি মো. আনিসুজ্জামান শাহীন।
৫ আগস্টে ক্ষমতার পালাবদলের পরেও ঢাকা ওয়াসা সংষ্কার হয়নি দাবি করে সিবিএ সভাপতি বলেন, ওয়াসার সাবেক এমডি তাকসিম খানের অনুসারীরা জাতীয়তাবাদী ইমপ্লয়মেন্ট ইউনিয়ন নামে ঢাকা ওয়াসায় দাপিয়ে বেড়াচ্ছে। আওয়ামী রেজিমে সকল অনিয়ম করে ও মিথ্যা মামলা দিয়ে যারা আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। তারাই এখন বড় বিএনপি।
ওয়াসার এমডির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্যের অভিযোগ তুলে বিএনপিপন্থী সিবিএ সভাপতি মো. আনিসুজ্জামান বলেন, কোর্টের আদেশ থাকা সত্ত্বেও আমাকে চাকরিতে যোগদান করতে দেয়নি সাবেক এমডি তাকসিম এবং অফিসে উপস্থিত হতে নানা সময় তার অনুসারী আজীজুল আনম, মাহবুব, বদরুল, মান্নান ও হাফিজ বাধা প্রদান করেছে।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল করায় আমাকে ইউনিয়নে বসতে না দিয়ে তাকসিম গংরা আমার ওপর হামলা করে এবং নানা সময়ে ১৯টি মামলা দেয়। ২০১৮ সালে মামলা আমার পক্ষে আসে এবং ৩০ দিনের মধ্যে বকেয়া বেতনসহ চাকরিতে যোগদানের নির্দেশ দেয়। তৎকালীন এমডি তা মানেননি।
ওয়াসায় নিষিদ্ধ আউটসোর্সিংয়ের নামে ৬০০ কর্মচারী রাষ্ট্রের পানি সরবরাহ প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সহযোগী স্বৈরাচারদের ছত্রচ্ছায়ায় অবৈধভাবে নিয়োগ পাওয়া ৬০০ জনই নিজেদের বিএনপি দাবি করছেন। এরা বিএনপির কেউ না।’
তিনি আরও বলেন, মিথ্যা আশ্বাসে আউটসোর্সিংয়ের কর্মচারীদের থেকে মোটা অংকের টাকার বিনিময়ে তাদের নিয়োগ দেয় তাকসিম ও তার সহযোগীরা। নিয়ম অনুযায়ী, এরা যখন স্থায়ী হবে না তখন এসব কর্মচারী সরকারিকরণের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিবিএর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৮ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৮ দিন আগে