নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার পতনের যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে ২০ দলীয় জোটের দুই শরিক লেবার পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) একমত হয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার দল দুটির সঙ্গে পৃথক আলোচনা করে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেন।
সংলাপ শেষে তিন দলের প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, চূড়ান্ত আন্দোলনের দাবিনামা নির্ধারণে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এসব দাবির বিষয়ে দলগুলোর সঙ্গে আমরা একমত হতে পেরেছি। আমাদের আলোচনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি প্রাধান্য পেয়েছে। একই সঙ্গে অন্য রাজনৈতিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের বিষয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবিতেও আমরা বরাবরের মতো এই আলোচনায় একমত হয়েছি।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা সবার আগে খালেদা জিয়ার মুক্তি চাই। খালেদা জিয়ার মুক্তি মানেই জনগণের মুক্তি। তাঁকে মুক্ত করতে পারলে সবকিছু সম্ভব হবে।
পৃথক সংলাপ থেকে বেরিয়ে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবির বিষয়ে বিএনপির সঙ্গে একমত হয়েছি। এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। বিএনপির সঙ্গে সরকার পতনের আন্দোলনে সব সময় থাকব। সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকব। সরকারের পতনের পরেই ঘরে ফিরে যাব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার পতনের যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে ২০ দলীয় জোটের দুই শরিক লেবার পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) একমত হয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার দল দুটির সঙ্গে পৃথক আলোচনা করে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেন।
সংলাপ শেষে তিন দলের প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, চূড়ান্ত আন্দোলনের দাবিনামা নির্ধারণে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এসব দাবির বিষয়ে দলগুলোর সঙ্গে আমরা একমত হতে পেরেছি। আমাদের আলোচনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি প্রাধান্য পেয়েছে। একই সঙ্গে অন্য রাজনৈতিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের বিষয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবিতেও আমরা বরাবরের মতো এই আলোচনায় একমত হয়েছি।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা সবার আগে খালেদা জিয়ার মুক্তি চাই। খালেদা জিয়ার মুক্তি মানেই জনগণের মুক্তি। তাঁকে মুক্ত করতে পারলে সবকিছু সম্ভব হবে।
পৃথক সংলাপ থেকে বেরিয়ে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবির বিষয়ে বিএনপির সঙ্গে একমত হয়েছি। এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। বিএনপির সঙ্গে সরকার পতনের আন্দোলনে সব সময় থাকব। সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকব। সরকারের পতনের পরেই ঘরে ফিরে যাব।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫