নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানকে দণ্ড দেওয়ার প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী শুক্রবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি সমাবেশটির আয়োজন করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সাংবাদিকদের কাছে এই কর্মসূচির কথা জানান। তিনি বলেন, ‘তারেক রহমানকে কিসের এত ভয়? তাঁর প্রতি ভয় থেকেই এমন প্রতিহিংসামূলক ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। আমরা এই রায় মানি না। আজকের সংক্ষিপ্ত বিক্ষোভ থেকে জানাচ্ছি, এই রায়ের প্রতিবাদে আমরা আগামী শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করব।’
এর আগে আজ বুধবার বিকেলে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের কারাদণ্ড দেন আদালত। এই রায়কে আজ্ঞাবহ উল্লেখ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ করেন।
বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা ভিআইপি রোডের নাইটিঙ্গেল মোড় থেকে পানির ট্যাংকি এলাকা প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ করেন। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
মিছিল থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী আজকের পত্রিকাকে বলেন, ‘এই রায় শেখ হাসিনার প্রতিহিংসার রায়। এই রায় আমরা মানি না। এই রায় অবৈধ। আমরা এর প্রতিবাদ জানাই।’
এর আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের এবং তাঁকে সহায়তা করার জন্য স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বিকেলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি তারেককে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পরিশোধে ব্যর্থ হলে তিন মাস কারাভোগ করতে হবে। আর জোবাইদাকে ৩৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাভোগের রায় দেওয়া হয়েছে।
তারেক রহমান ও জোবাইদা রহমান পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজাসহ নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর তারেক রহমানের জব্দকৃত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানকে দণ্ড দেওয়ার প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী শুক্রবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি সমাবেশটির আয়োজন করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সাংবাদিকদের কাছে এই কর্মসূচির কথা জানান। তিনি বলেন, ‘তারেক রহমানকে কিসের এত ভয়? তাঁর প্রতি ভয় থেকেই এমন প্রতিহিংসামূলক ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। আমরা এই রায় মানি না। আজকের সংক্ষিপ্ত বিক্ষোভ থেকে জানাচ্ছি, এই রায়ের প্রতিবাদে আমরা আগামী শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করব।’
এর আগে আজ বুধবার বিকেলে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের কারাদণ্ড দেন আদালত। এই রায়কে আজ্ঞাবহ উল্লেখ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ করেন।
বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা ভিআইপি রোডের নাইটিঙ্গেল মোড় থেকে পানির ট্যাংকি এলাকা প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ করেন। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
মিছিল থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী আজকের পত্রিকাকে বলেন, ‘এই রায় শেখ হাসিনার প্রতিহিংসার রায়। এই রায় আমরা মানি না। এই রায় অবৈধ। আমরা এর প্রতিবাদ জানাই।’
এর আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের এবং তাঁকে সহায়তা করার জন্য স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বিকেলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি তারেককে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পরিশোধে ব্যর্থ হলে তিন মাস কারাভোগ করতে হবে। আর জোবাইদাকে ৩৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাভোগের রায় দেওয়া হয়েছে।
তারেক রহমান ও জোবাইদা রহমান পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজাসহ নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর তারেক রহমানের জব্দকৃত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২০ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২০ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২০ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২০ দিন আগে