রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। ১৪ ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ১৮২টি পদে ১৮২টি মনোনয়নপত্রই জমা পড়েছে। সবাই আওয়ামী লীগের। দলের কোনো বিদ্রোহী প্রার্থী কিংবা অন্য দল বা স্বতন্ত্র হিসেবে কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১৪টি ইউনিয়নে ১৪ জন চেয়ারম্যান প্রার্থী, মোট ১২৬টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ১২৬ জন এবং ৪২টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৪২ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, যেহেতু সব জায়গায় একটি পদে একজন প্রার্থী, সেহেতু নির্বাচনের প্রয়োজন হবে না। ৪ নভেম্বর যাচাই-বাছাই হবে। যাচাই-বাছাইয়ে টিকে গেলে ১১ তারিখ পর্যন্ত প্রত্যাহারের সুযোগ থাকবে। প্রত্যাহার না করলে ১২ নভেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন- হলদিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়নে আব্দুর রহমান চৌধুরী লালু, চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউনিয়নে নুরুল আবছার বাঁশি, বিনাজুরী ইউনিয়নে রবিন্দ্র লাল চৌধুরী, রাউজান সদর ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউনিয়নে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, পাহাড়তলি ইউনিয়নে রোকন উদ্দিন, পূর্বগুজরা ইউনিয়নে মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরা ইউনিয়নে লায়ন সাহাবুদ্দিন আরিফ, উরকিরচর ইউনিয়নে সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়নে মো. বাবুল মিয়া, বাগোয়ান ইউনিয়নে ভূপেষ বড়ুয়া, নোয়াজিষপুর ইউনিয়নে সরোয়ার্দী সিকদার। এদের মধ্যে রবিন্দ্র লাল চৌধুরী, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী ও বাবুল মিয়া নতুন মুখ।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। ১৪ ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ১৮২টি পদে ১৮২টি মনোনয়নপত্রই জমা পড়েছে। সবাই আওয়ামী লীগের। দলের কোনো বিদ্রোহী প্রার্থী কিংবা অন্য দল বা স্বতন্ত্র হিসেবে কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১৪টি ইউনিয়নে ১৪ জন চেয়ারম্যান প্রার্থী, মোট ১২৬টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ১২৬ জন এবং ৪২টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৪২ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, যেহেতু সব জায়গায় একটি পদে একজন প্রার্থী, সেহেতু নির্বাচনের প্রয়োজন হবে না। ৪ নভেম্বর যাচাই-বাছাই হবে। যাচাই-বাছাইয়ে টিকে গেলে ১১ তারিখ পর্যন্ত প্রত্যাহারের সুযোগ থাকবে। প্রত্যাহার না করলে ১২ নভেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন- হলদিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়নে আব্দুর রহমান চৌধুরী লালু, চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউনিয়নে নুরুল আবছার বাঁশি, বিনাজুরী ইউনিয়নে রবিন্দ্র লাল চৌধুরী, রাউজান সদর ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউনিয়নে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, পাহাড়তলি ইউনিয়নে রোকন উদ্দিন, পূর্বগুজরা ইউনিয়নে মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরা ইউনিয়নে লায়ন সাহাবুদ্দিন আরিফ, উরকিরচর ইউনিয়নে সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়নে মো. বাবুল মিয়া, বাগোয়ান ইউনিয়নে ভূপেষ বড়ুয়া, নোয়াজিষপুর ইউনিয়নে সরোয়ার্দী সিকদার। এদের মধ্যে রবিন্দ্র লাল চৌধুরী, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী ও বাবুল মিয়া নতুন মুখ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২৫ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫