Ajker Patrika

ঈদের আগেই সাঈদীর মুক্তি চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের আগেই সাঈদীর মুক্তি চায় জামায়াত

ঈদুল আজহার আগেই যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার রাতে এক বিবৃতিতে দলের আমীর শফিকুর রহমান এ আহ্বান জানান। 

বিবৃতিতে সাঈদীর পাশাপাশি দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, আব্দুল খালেক মণ্ডলসহ কারাবন্দী আলেমদেরও মুক্তির আহ্বান জানানো হয়।

বিবৃতিতে জামায়াত আমীর বলেন, ‘দেশে বিরাজমান করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় নিয়ে দেলাওয়ার হোসাইন সাঈদী, এটিএম আজহারুল ইসলাম, আবদুল খালেক মণ্ডল ও কারাগারে থাকা বিশিষ্ট আলেম-ওলামাসহ গ্রেপ্তারকৃত জামায়াতের সকল নেতা-কর্মী যাতে তাঁদের পরিবার-পরিজনদের সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করতে পারেন সে জন্য তাঁদের মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

প্রসঙ্গত, ১৯৭১ সালে যুদ্ধাপরাধে প্রথমে সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া  হয়। পরে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত। একই অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় আজহারুল ইসলামকেও। তবে এখনো সেই রায় কার্যকর হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত