বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। কারও একক রক্তে এই দেশ স্বাধীন হয়নি। অতএব, সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই বাঙালি। সবাইকে নিজ নিজ অধিকার ভোগ করতে হবে।
গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের বাঁশখালী ঋষিধামে আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভমেলার ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মো. ফরিদুল হক খান এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াত সরকারের আমলে কী হয়েছে আপনারা সবাই জানেন। সে সময় ৬৩ জেলায় একসঙ্গে বোমা হামলা হয়েছে। বিভিন্ন সময়ে গ্রেনেড হামলা হয়েছে। আমাদের অনেক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। এসব মনে রাখতে হবে। গত ১৪ বছরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের সঙ্গে শামিল হব। আমরা বিশ্বাস করি, ২০৩৫ সালের মধ্যেই আমরা বিশ্বের উন্নত দেশের সঙ্গে শামিল হব। বঙ্গবন্ধু কন্যার এই স্বপ্ন বাস্তবায়নে আগামী নির্বাচনে আপনাদের সবার ঐক্যবদ্ধ ও আন্তরিক সমর্থন চাই।’
কুম্ভমেলা উদ্যাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে ধর্ম সম্মেলনে অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, মোজাম্মেল হক সিকদার প্রমুখ।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। কারও একক রক্তে এই দেশ স্বাধীন হয়নি। অতএব, সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই বাঙালি। সবাইকে নিজ নিজ অধিকার ভোগ করতে হবে।
গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের বাঁশখালী ঋষিধামে আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভমেলার ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মো. ফরিদুল হক খান এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াত সরকারের আমলে কী হয়েছে আপনারা সবাই জানেন। সে সময় ৬৩ জেলায় একসঙ্গে বোমা হামলা হয়েছে। বিভিন্ন সময়ে গ্রেনেড হামলা হয়েছে। আমাদের অনেক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। এসব মনে রাখতে হবে। গত ১৪ বছরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের সঙ্গে শামিল হব। আমরা বিশ্বাস করি, ২০৩৫ সালের মধ্যেই আমরা বিশ্বের উন্নত দেশের সঙ্গে শামিল হব। বঙ্গবন্ধু কন্যার এই স্বপ্ন বাস্তবায়নে আগামী নির্বাচনে আপনাদের সবার ঐক্যবদ্ধ ও আন্তরিক সমর্থন চাই।’
কুম্ভমেলা উদ্যাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে ধর্ম সম্মেলনে অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, মোজাম্মেল হক সিকদার প্রমুখ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২০ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২০ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২০ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২০ দিন আগে