Ajker Patrika

আগামী নির্বাচনে আ. লীগকে কঠিন পরীক্ষা দিতে হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী নির্বাচনে আ. লীগকে কঠিন পরীক্ষা দিতে হবে: কাদের

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আরও কঠিন পরীক্ষা দিতে হবে উল্লেখ করে নেতা কর্মীদের উদ্দেশ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চ্যালেঞ্জ অনেক বেশি। তাই দায়িত্ব অনেক বেশি। 

আজ সোমবার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি। 
 
ওবায়দুল কাদের বলেন, ‘গতবারের নির্বাচনে আমরা যত সহজে জিতেছি। এবারের নির্বাচন তত সহজ হবে না। এবারের নির্বাচনে আরও কঠিন লড়াই, সংগ্রাম হবে। তাই নেতা কর্মীদের এই নির্বাচনকে সহজভাবে নিলে চলবে না।’

প্রতিপক্ষকে দুর্বল না ভাবার পরামর্শ দিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘ষড়যন্ত্র চলছে, তারা সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়ামী লীগকে হারাতে চেষ্টা করবে। সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমরা জানি আওয়ামী লীগই বিজয়ী হবে।’

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘তারা আন্দোলনের কথা বলেন। নির্বাচনে বিজয়ী হওয়ার হাঁকডাক দেয়। আগামী নির্বাচনে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে? আপনাদের নির্বাচনের নেতা কে? দুজন নেতাই (খালেদা জিয়া ও তারেক রহমান) দণ্ডপ্রাপ্ত। এদের দুজনেরই নির্বাচন করার যোগ্যতা নাই। বিএনপি অলরেডি এই নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে।’ 
 
দল করলে দলের নিয়ম মেনে চলতে হবে, অনিয়ম করে দলের মনোনয়ন দেওয়ার দিন শেষ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ বা শেখ হাসিনা চিরদিনের জন্য কাউকে নেতৃত্ব ইজারা দেয়নি। ত্যাগী ও পরিশ্রমী নেতা কর্মীরা আছে বলেই আওয়ামী লীগ সংকট, দুর্যোগ, আন্দোলনে টিকে রয়েছে। আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত।’ 
 
দলের অভ্যন্তরীণ কোন্দল-কলহ দূর করে এখন থেকেই আগামী নির্বাচনের জন্য নেতা তৈরি করতে হবে বলে জানান ওবায়দুল কাদের। ত্যাগীদের দলে কোণঠাসা করে না রাখতে দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পকেট ভারী করার জন্য লোক সৃষ্টি করা যাবে না, দুঃসময়ের কর্মীরাই দলের আসল বন্ধু।’ 
 
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত