তানিম আহমেদ, ঢাকা
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ভোট কারচুপিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। আওয়ামী লীগ আইন করে তা বন্ধ করেছে। বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের এমনটাই জানিয়েছেন ক্ষমতাসীন দলটির নেতারা। দলটি আরও দাবি করেছে, নির্বাচনী ব্যবস্থায় আমূল পরিবর্তনে আইন সংশোধন করেছে তাদের সরকার। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতাও প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছেন।
শনিবার (১৫ জুলাই) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় আওয়ামী লীগ নেতাদের। বৈঠকে তাঁরা এসব দাবি করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারির শুরুতে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করতে ইইউর ছয় সদস্যের প্রতিনিধিদল ১৬ দিনের সফরে গত ৮ জুলাই বাংলাদেশে আসে।
প্রতিনিধিদলটি এরই মধ্যে নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, পুলিশ কর্মকর্তাসহ সরকারের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে কথা বলবে তারা।
শনিবার সফরকারী দলটি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও এবি পার্টির সঙ্গে বৈঠক করেছে। আওয়ামী লীগের সঙ্গে দুপুর ১২টা থেকে বৈঠকের সময় নির্ধারিত ছিল। সাড়ে ১১টার দিকে সভাস্থলে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তাঁর সঙ্গে আসেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ।
এর আগে বৈঠকস্থলে আসেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক রাষ্ট্রদূত মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। পরে আসেন আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত ও তারানা হালিম।
দুপুর ১২টার কিছু আগে হোটেল শেরাটনে আসে ইইউ প্রতিনিধিদল। এরপর আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হয়, যা চলে প্রায় ১টা ২৫ মিনিট পর্যন্ত। পরে দুই পক্ষ মধ্যাহ্নভোজে অংশ নেয়। সেখানেও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুপুর ২টা ১০ মিনিটের পরে বৈঠকস্থল ত্যাগ করে ইইউ প্রতিনিধিদল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।
ইইউ প্রতিনিধিদল আওয়ামী লীগের কাছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে বলে দাবি করেছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা। তাঁদের দাবি, আলোচনা ইতিবাচক হয়েছে।
সূত্রে জানা গেছে, বৈঠকের বেশির ভাগ সময় আওয়ামী লীগ নেতারাই কথা বলেন। একপর্যায়ে দলটির নেতারা ইইউ প্রতিনিধিদলকে প্রশ্ন করার জন্য অনুরোধ করেন। দলটির নেতারা প্রতিনিধিদলকে বলেন, আপনারা কী জানতে চান আমাদের বলেন। জবাবে তাঁরা বলেন, আপনারা বলেন।
সূত্রে জানা গেছে, রুটিন প্রশ্নের বাইরে আওয়ামী লীগের কাছে প্রতিনিধিদল তেমন কিছু জানতে চায়নি। তবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে কেন সেটি জানতে চেয়েছেন।
জবাবে আওয়ামী লীগের নেতারা বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার দায় বিএনপিকেও নিতে হবে। তারা অংশ না নিয়ে ভোট ঠেকানোর চিন্তা করায় এটি হয়েছে। অন্যদিকে ২০১৮ সালে নির্বাচনে অংশ নেওয়ার নামে তারা মনোনয়ন বাণিজ্য করেছে। এক আসনে সর্বনিম্ন তিন জনকে মনোনয়ন দিয়েছে। ভোটের মাঠ থেকে তারা সরে যাওয়ায় বিতর্ক উঠেছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে ইইউ প্রতিনিধিদলের সামনে নির্বাচন প্রক্রিয়ায় সংস্কারে তাদের সরকারের কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় তারা জানায়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ৬৬টি আইন ও অধ্যাদেশ রয়েছে। এর মধ্যে ৫৫টি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন হয়েছে। পাঁচটি অধ্যাদেশ জারি করেছে এক-এগারোর সরকার। বাকি পাঁচটি বিএনপি ও জাতীয় পার্টির আমলে হয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ইইউ প্রতিনিধিদলকে বলেন, ‘নির্বাচনব্যবস্থাকে টেকসই ও আমূল সংস্কারের কাজ আমরাই করেছি।’
দলটির নেতারা জানান, সংবিধান অনুযায়ী বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের একক ক্ষমতা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু গত বছর এ আইন সংশোধন করে সিইসি ও ইসি নিয়োগে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হয়েছে। দলটির এক নেতা বলেন, ‘আমরা বলেছি স্বাধীনভাবে সিইসি ও ইসি নিয়োগের জন্য প্রধানমন্ত্রী নিজের ক্ষমতা ছেড়ে দিয়েছেন।’ ওই নেতা বলেন, ‘বিষয়টি নিয়ে ইইউ আমাদের উৎসাহ দিয়েছে। সাহসী সিদ্ধান্ত বলেও উল্লেখ করেছে।’
সর্বশেষ সংসদ অধিবেশনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল পাসের কথা ইইউকে জানায় আওয়ামী লীগ। সেখানে তারা ভোটের সময় পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মীদের ওপর কেউ হামলা করলে শাস্তির বিধানের কথা তুলে ধরে। সে সময় আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৮ সালে প্রাতিষ্ঠানিকভাবে ভোটে কারচুপি করেছিলেন। সেই সময় ব্যালট পেপারে শুধু সিল থাকলেও চলত। কিন্তু সেটার পরিবর্তন হয়েছে নতুন আইনের মাধ্যমে। এখানে ব্যালট পেপারে শুধু সিল থাকলেই হবে না, স্বাক্ষর থাকার বাধ্যবাধকতা আছে। এতে ভোটের কারচুপি বন্ধ হবে।’
সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচন, পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের কথা ইইউ প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন আওয়ামী লীগ নেতারা। এ সময় দলটির কার্যনির্বাহী সদস্য ও ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মোহাম্মদ এ আরাফাত কথা বলেন বলে জানান এক নেতা। আরাফাত জানান, সরকারি দলের প্রার্থী হিসেবে কোনো ধরনের অগ্রাধিকার নিচ্ছেন না। আইনের কারণে তাঁর লেমিনেটেড পোস্টার নামানোর কথাও জানান। অন্যান্য অনেক প্রার্থীর ওই ধরনের পোস্টার এখনো আছে বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের একাধিক নেতার দাবি, ইইউ প্রতিনিধিদল তাঁদের বলেছে, পৃথিবীর কোথাও নিখুঁত নির্বাচনব্যবস্থা নেই। বাংলাদেশের সঙ্গে তো সুইজারল্যান্ডের তুলনা হবে না। এমনকি পশ্চিমা বিশ্বেও নির্বাচনব্যবস্থা নিয়ে অনেক সমস্যা আছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।
আওয়ামী লীগের প্রতিনিধিদল ভোটের সময় সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়টিও তুলে ধরে। এ সময় এক নেতা বলেন, ‘লাইভ স্ট্রিমিং হবে। সেখানে কোনো কারচুপি হয়েছে কি না, তা সবাই দেখতে পারবে।’
একই সঙ্গে তাঁরা বলেন, ভোটের সময় সহিংসতা বিএনপিই করেছে। ২০১৪ সালেও ভোট বন্ধে অগ্নিসন্ত্রাস বিএনপিই করেছে। ২০০১ সালে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় সংখ্যালঘুদের ওপর হামলা বিএনপি-জামায়াতই ঘটিয়েছে। নির্বাচনের পূর্ব ও পরবর্তী সহিংসতার ইতিহাস বিএনপি-জামায়াতের আছে।
অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদল তেমন কিছু বলেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের এক নেতা। তিনি বলেন, ‘আমরা বলেছি, কোনো দল নির্বাচনে এলে তাকে আমরা স্বাগত জানাব। এতে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কিন্তু কেউ যদি নির্বাচনে আসতে না চায়, তাহলে সংবিধান বা আইন মোতাবেক সেই দলকে জোর করে টেনে-হিঁচড়ে আনার সুযোগ নেই। ইইউ প্রতিনিধিদল এই বক্তব্য গ্রহণ করেছে বলেও দাবি ওই নেতার।
বৈঠক সূত্রে আরও জানা গেছে, ইইউর কাছে বিএনপি যেসব তথ্য দিচ্ছে, সেগুলোকে একপেশে বলে অভিহিত করেছে আওয়ামী লীগ। এসব তথ্য যাচাই-বাছাই করার জন্য ইইউ প্রতিনিধিদলকে আহ্বান জানিয়েছে তারা।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ভোট কারচুপিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। আওয়ামী লীগ আইন করে তা বন্ধ করেছে। বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের এমনটাই জানিয়েছেন ক্ষমতাসীন দলটির নেতারা। দলটি আরও দাবি করেছে, নির্বাচনী ব্যবস্থায় আমূল পরিবর্তনে আইন সংশোধন করেছে তাদের সরকার। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতাও প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছেন।
শনিবার (১৫ জুলাই) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় আওয়ামী লীগ নেতাদের। বৈঠকে তাঁরা এসব দাবি করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারির শুরুতে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করতে ইইউর ছয় সদস্যের প্রতিনিধিদল ১৬ দিনের সফরে গত ৮ জুলাই বাংলাদেশে আসে।
প্রতিনিধিদলটি এরই মধ্যে নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, পুলিশ কর্মকর্তাসহ সরকারের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে কথা বলবে তারা।
শনিবার সফরকারী দলটি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও এবি পার্টির সঙ্গে বৈঠক করেছে। আওয়ামী লীগের সঙ্গে দুপুর ১২টা থেকে বৈঠকের সময় নির্ধারিত ছিল। সাড়ে ১১টার দিকে সভাস্থলে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তাঁর সঙ্গে আসেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ।
এর আগে বৈঠকস্থলে আসেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক রাষ্ট্রদূত মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। পরে আসেন আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত ও তারানা হালিম।
দুপুর ১২টার কিছু আগে হোটেল শেরাটনে আসে ইইউ প্রতিনিধিদল। এরপর আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হয়, যা চলে প্রায় ১টা ২৫ মিনিট পর্যন্ত। পরে দুই পক্ষ মধ্যাহ্নভোজে অংশ নেয়। সেখানেও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুপুর ২টা ১০ মিনিটের পরে বৈঠকস্থল ত্যাগ করে ইইউ প্রতিনিধিদল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।
ইইউ প্রতিনিধিদল আওয়ামী লীগের কাছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে বলে দাবি করেছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা। তাঁদের দাবি, আলোচনা ইতিবাচক হয়েছে।
সূত্রে জানা গেছে, বৈঠকের বেশির ভাগ সময় আওয়ামী লীগ নেতারাই কথা বলেন। একপর্যায়ে দলটির নেতারা ইইউ প্রতিনিধিদলকে প্রশ্ন করার জন্য অনুরোধ করেন। দলটির নেতারা প্রতিনিধিদলকে বলেন, আপনারা কী জানতে চান আমাদের বলেন। জবাবে তাঁরা বলেন, আপনারা বলেন।
সূত্রে জানা গেছে, রুটিন প্রশ্নের বাইরে আওয়ামী লীগের কাছে প্রতিনিধিদল তেমন কিছু জানতে চায়নি। তবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে কেন সেটি জানতে চেয়েছেন।
জবাবে আওয়ামী লীগের নেতারা বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার দায় বিএনপিকেও নিতে হবে। তারা অংশ না নিয়ে ভোট ঠেকানোর চিন্তা করায় এটি হয়েছে। অন্যদিকে ২০১৮ সালে নির্বাচনে অংশ নেওয়ার নামে তারা মনোনয়ন বাণিজ্য করেছে। এক আসনে সর্বনিম্ন তিন জনকে মনোনয়ন দিয়েছে। ভোটের মাঠ থেকে তারা সরে যাওয়ায় বিতর্ক উঠেছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে ইইউ প্রতিনিধিদলের সামনে নির্বাচন প্রক্রিয়ায় সংস্কারে তাদের সরকারের কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় তারা জানায়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ৬৬টি আইন ও অধ্যাদেশ রয়েছে। এর মধ্যে ৫৫টি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন হয়েছে। পাঁচটি অধ্যাদেশ জারি করেছে এক-এগারোর সরকার। বাকি পাঁচটি বিএনপি ও জাতীয় পার্টির আমলে হয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ইইউ প্রতিনিধিদলকে বলেন, ‘নির্বাচনব্যবস্থাকে টেকসই ও আমূল সংস্কারের কাজ আমরাই করেছি।’
দলটির নেতারা জানান, সংবিধান অনুযায়ী বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের একক ক্ষমতা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু গত বছর এ আইন সংশোধন করে সিইসি ও ইসি নিয়োগে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হয়েছে। দলটির এক নেতা বলেন, ‘আমরা বলেছি স্বাধীনভাবে সিইসি ও ইসি নিয়োগের জন্য প্রধানমন্ত্রী নিজের ক্ষমতা ছেড়ে দিয়েছেন।’ ওই নেতা বলেন, ‘বিষয়টি নিয়ে ইইউ আমাদের উৎসাহ দিয়েছে। সাহসী সিদ্ধান্ত বলেও উল্লেখ করেছে।’
সর্বশেষ সংসদ অধিবেশনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল পাসের কথা ইইউকে জানায় আওয়ামী লীগ। সেখানে তারা ভোটের সময় পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মীদের ওপর কেউ হামলা করলে শাস্তির বিধানের কথা তুলে ধরে। সে সময় আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৮ সালে প্রাতিষ্ঠানিকভাবে ভোটে কারচুপি করেছিলেন। সেই সময় ব্যালট পেপারে শুধু সিল থাকলেও চলত। কিন্তু সেটার পরিবর্তন হয়েছে নতুন আইনের মাধ্যমে। এখানে ব্যালট পেপারে শুধু সিল থাকলেই হবে না, স্বাক্ষর থাকার বাধ্যবাধকতা আছে। এতে ভোটের কারচুপি বন্ধ হবে।’
সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচন, পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের কথা ইইউ প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন আওয়ামী লীগ নেতারা। এ সময় দলটির কার্যনির্বাহী সদস্য ও ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মোহাম্মদ এ আরাফাত কথা বলেন বলে জানান এক নেতা। আরাফাত জানান, সরকারি দলের প্রার্থী হিসেবে কোনো ধরনের অগ্রাধিকার নিচ্ছেন না। আইনের কারণে তাঁর লেমিনেটেড পোস্টার নামানোর কথাও জানান। অন্যান্য অনেক প্রার্থীর ওই ধরনের পোস্টার এখনো আছে বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের একাধিক নেতার দাবি, ইইউ প্রতিনিধিদল তাঁদের বলেছে, পৃথিবীর কোথাও নিখুঁত নির্বাচনব্যবস্থা নেই। বাংলাদেশের সঙ্গে তো সুইজারল্যান্ডের তুলনা হবে না। এমনকি পশ্চিমা বিশ্বেও নির্বাচনব্যবস্থা নিয়ে অনেক সমস্যা আছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।
আওয়ামী লীগের প্রতিনিধিদল ভোটের সময় সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়টিও তুলে ধরে। এ সময় এক নেতা বলেন, ‘লাইভ স্ট্রিমিং হবে। সেখানে কোনো কারচুপি হয়েছে কি না, তা সবাই দেখতে পারবে।’
একই সঙ্গে তাঁরা বলেন, ভোটের সময় সহিংসতা বিএনপিই করেছে। ২০১৪ সালেও ভোট বন্ধে অগ্নিসন্ত্রাস বিএনপিই করেছে। ২০০১ সালে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় সংখ্যালঘুদের ওপর হামলা বিএনপি-জামায়াতই ঘটিয়েছে। নির্বাচনের পূর্ব ও পরবর্তী সহিংসতার ইতিহাস বিএনপি-জামায়াতের আছে।
অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদল তেমন কিছু বলেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের এক নেতা। তিনি বলেন, ‘আমরা বলেছি, কোনো দল নির্বাচনে এলে তাকে আমরা স্বাগত জানাব। এতে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কিন্তু কেউ যদি নির্বাচনে আসতে না চায়, তাহলে সংবিধান বা আইন মোতাবেক সেই দলকে জোর করে টেনে-হিঁচড়ে আনার সুযোগ নেই। ইইউ প্রতিনিধিদল এই বক্তব্য গ্রহণ করেছে বলেও দাবি ওই নেতার।
বৈঠক সূত্রে আরও জানা গেছে, ইইউর কাছে বিএনপি যেসব তথ্য দিচ্ছে, সেগুলোকে একপেশে বলে অভিহিত করেছে আওয়ামী লীগ। এসব তথ্য যাচাই-বাছাই করার জন্য ইইউ প্রতিনিধিদলকে আহ্বান জানিয়েছে তারা।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫