অনলাইন ডেস্ক
দলীয় নির্দেশনা অমান্য করে মোটরবাইক শোডাউন করায় বিএনপির চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় শামীমকে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শামীমকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত সোমবার নোয়াখালীর হাতিয়ায় হাজারখানেক মোটরবাইক নিয়ে শোডাউন করা হয়। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে জনসভার আগে এই শোডাউন করা হয়, এতে নেতৃত্ব দেন শামীম। এর ফলে হাতিয়ার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
অথচ এ ধরনের সভা–সমাবেশ এবং মোটরসাইকেল শোভাযাত্রা না করার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দিয়েছে বিএনপি।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে শোডাউন করায় এরই মধ্যে শোকজ করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে।
এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর একই অপরাধে খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল আমিন বাবুল, নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দীন রাজিব এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব দাউদার মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
দলীয় নির্দেশনা অমান্য করে মোটরবাইক শোডাউন করায় বিএনপির চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় শামীমকে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শামীমকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত সোমবার নোয়াখালীর হাতিয়ায় হাজারখানেক মোটরবাইক নিয়ে শোডাউন করা হয়। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে জনসভার আগে এই শোডাউন করা হয়, এতে নেতৃত্ব দেন শামীম। এর ফলে হাতিয়ার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
অথচ এ ধরনের সভা–সমাবেশ এবং মোটরসাইকেল শোভাযাত্রা না করার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দিয়েছে বিএনপি।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে শোডাউন করায় এরই মধ্যে শোকজ করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে।
এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর একই অপরাধে খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল আমিন বাবুল, নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দীন রাজিব এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব দাউদার মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২১ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২১ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২১ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২১ দিন আগে