নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাজার দমন-পীড়নেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরবে না বলেও জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।
দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সাজা বহালের রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। জনগণ তাদের অধিকার অবশ্যই আদায় করবে। আগামী নির্বাচন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এই অবস্থান থেকে এক মুহূর্তের জন্য আমরা সরে দাঁড়াব না।’
এদিন পৃথক দুর্নীতির মামলায় ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছর এবং আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের তিন বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এই মামলাগুলোর রায় থেকে বোঝা যায় সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে। বিচারব্যবস্থাকে দখল করে নিয়েছে। ফরমায়েশি রায় দিয়ে কারাগারে পাঠিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে চায়।’
জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের আয়োজনে বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও খবর পড়ুন:
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাজার দমন-পীড়নেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরবে না বলেও জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।
দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সাজা বহালের রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। জনগণ তাদের অধিকার অবশ্যই আদায় করবে। আগামী নির্বাচন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এই অবস্থান থেকে এক মুহূর্তের জন্য আমরা সরে দাঁড়াব না।’
এদিন পৃথক দুর্নীতির মামলায় ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছর এবং আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের তিন বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এই মামলাগুলোর রায় থেকে বোঝা যায় সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে। বিচারব্যবস্থাকে দখল করে নিয়েছে। ফরমায়েশি রায় দিয়ে কারাগারে পাঠিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে চায়।’
জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের আয়োজনে বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও খবর পড়ুন:
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২০ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২০ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২০ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২১ দিন আগে