Ajker Patrika

বঙ্গবন্ধুকে ৫৭০ সাবানে গোসল, জিয়ার মস্তিষ্কপ্রসূত: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধুকে ৫৭০ সাবানে গোসল, জিয়ার মস্তিষ্কপ্রসূত: কাদের

পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর টুঙ্গিপাড়ায় তাঁর মরদেহ ৫৭০ সাবানে গোসল করানো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মস্তিষ্কপ্রসূত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 

ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে টুঙ্গিপাড়ায় মার্কিন কাপড়ে, ৫৭০ সাবানে গোসল দিয়ে ১৮ জন মানুষ জানাজা দিয়ে দাফন করে। এর সবটাই জিয়াউর রহমানের মস্তিষ্ক প্রসূত। অজ সেই টুঙ্গিপাড়া আজ বাঙালির তীর্থস্থানে পরিণত হয়েছে।’ 

সেতুমন্ত্রী বলেন, ২০০ বছরের ইতিহাসে সিপাহি বিদ্রোহ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন ও সংগ্রাম পুঞ্জীভূত হলেও স্বাধীনতা আসেনি। স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধুর নেতৃত্ব ও সংগ্রামের ফলে। 

আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ৭১-এর পরাজিত শক্তির মদদে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, যার প্রত্যক্ষ সুবিধাভোগী জিয়াউর রহমান। তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি অধ্যাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করে এবং জেল হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের বিদেশি দূতাবাসে চাকরি দেন। জিয়াউর রহমান গোলাম আজমকে এ দেশে ফিরিয়ে আনেন এবং শাহ আজিজ ও আবদুল আলীমকে মন্ত্রী বানান। ২০০১ সালে অনুরূপভাবে খালেদা জিয়া নিজামী ও মুজাহিদকে মন্ত্রী বানান। পাকিস্তান প্রীতির এমন নজির বিরল। 

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত